বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ০১:৪৮ এএম
‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে শাকিব খান? আলোচনায় নতুন সিনেমা
নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ঘিরে নির্মিতব্য চলচ্চিত্র ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’-তে শাকিব খানকে দেখা যেতে পারে কেন্দ্রীয় চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর ভূমিকায়। সিনেমাটি নির্মাণ করছেন ছোট পর্দার পরিচিত নির্মাতা আবু হায়াত মাহমুদ, যিনি এবারই প্রথম বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শাকিব খানের সঙ্গে প্রাথমিক আলোচনা, স্ক্রিপ্ট পাঠ, পারিশ্রমিক নির্ধারণসহ অধিকাংশ বিষয়েই ইতোমধ্যে সমঝোতা হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউদ্দিন সুমন। নব্বইয়ের দশকের ঢাকায় সংঘটিত বাস্তব কিছু অপরাধ ও গ্যাং কালচারের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে গল্পটি। এতে ফুটে উঠবে কালো টাকা, গ্যাং রাজনীতি, প্রভাবশালী মাফিয়া এবং শহরের অপরাধজগতের অন্ধকার দিক। এসব কিছুর কেন্দ্রবিন্দুতে থাকবে ‘কালা জাহাঙ্গীর’ নামের এক আলোচিত সন্ত্রাসী চরিত্র।
প্রথম দিকে সিনেমার প্রধান চরিত্রে শরিফুল রাজ কিংবা মোশাররফ করিমের অভিনয়ের গুঞ্জন শোনা গেলেও নির্মাতা সে সময় বিষয়টি পুরোপুরি অস্বীকার করেননি। তবে এবার প্রজেক্টে শাকিব খানের যুক্ত হওয়ার খবরে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে।
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী সময় ও প্রস্তুতি নিয়েই শাকিব খানকে যুক্ত করা হয়েছে এই প্রজেক্টে।
অভিনেতা তারিক আনাম খান, দিলারা জামান ও শহীদুজ্জামান সেলিমও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বলে শোনা যাচ্ছে। তবে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন, তা এখনও ঘোষণা করা হয়নি।
সিনেমাটি মুক্তির আগেই ঢালিউডে বড় বাজেট ও আলোচিত চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর জন্য সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
ভোরের আকাশ//হ.র