বিএমইউ’র বহির্বিভাগ ২৯ মার্চ ও ২ এপ্রিল খোলা

বিএমইউ’র বহির্বিভাগ ২৯ মার্চ ও ২ এপ্রিল খোলা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৪ দিন আগে

আপডেট : ৪ দিন আগে

বিএমইউ’র বহির্বিভাগ ২৯ মার্চ ও ২ এপ্রিল খোলা

বিএমইউ’র বহির্বিভাগ ২৯ মার্চ ও ২ এপ্রিল খোলা

পবিত্র ঈদুল ফিতরের ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসাব্যবস্থার কোনো ঘাটতি না হয় সে জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। 

ছুটিতে রোগীদের সুবিধার্থে আগামী শনিবার ( ২৯ মার্চ ) ও বুধবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দুই দিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য বিএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ছাড়া প্রতিদিনই বিএমইউ হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু থাকবে।

অন্যদিকে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বহির্বিভাগ বন্ধ থাকবে ২৮, ৩০, ৩১ মার্চ এবং ১, ৩ ও ৪ এপ্রিল। এর মধ্যে পবিত্র শবেকদর উপলক্ষে ২৮ মার্চ শুক্রবার এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে ৪ এপ্রিল শুক্রবার বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে শনিবার (২৯ মার্চ) থেকে বৃহস্পতিবার (৩ এপ্রিল) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

এদিকে পবিত্র ঈদুল ফিতর ২০২৫-এর ঈদের জামাত ঈদের দিন সকাল ৮টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম জনাব হাফেজ মাওলানা আব্দুল আহাদ।

এতে আরও বলা হয়, আগামী ৫ এপ্রিল ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত। এদিনেই প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো খোলা থাকবে।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

বিএমইউ’র বহির্বিভাগ ২৯ মার্চ ও ২ এপ্রিল খোলা

বিএমইউ’র বহির্বিভাগ ২৯ মার্চ ও ২ এপ্রিল খোলা

বাজেটে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিতে হবে: কর্মশালায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা

বাজেটে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিতে হবে: কর্মশালায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা

ওষুধের বাজার চরম অস্থির

ওষুধের বাজার চরম অস্থির

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি মুক্তাদির, মহাসচিব জাকির

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি মুক্তাদির, মহাসচিব জাকির

মন্তব্য করুন