ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ ঘোষণা, বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলো স্পেন
গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলকে সরাসরি ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বুধবার (১৫ মে) মাদ্রিদে পার্লামেন্টের এক প্রশ্নোত্তর পর্বে তিনি এ ঘোষণা দেন।
কাতালান পার্লামেন্ট সদস্য গ্যাব্রিয়েল রুফিয়ানের সমালোচনার জবাবে স্প্যানিশ প্রধানমন্ত্রী বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে ব্যবসা করি না—একেবারেই না। ইসরায়েলের সঙ্গে আমাদের আর কোনো বাণিজ্যিক সম্পর্ক থাকবে না।”
এর আগেও গাজা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সানচেজ, তবে এবারই প্রথম তিনি সরাসরি ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করলেন। বিশ্লেষকরা মনে করছেন, এটি স্পেনের পররাষ্ট্রনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় এবং ইউরোপীয় অবস্থানে নতুন মাত্রা যোগ করলো।
স্পেনের বামপন্থী জোটসঙ্গী ‘সুমার’ দল আগে থেকেই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছিল। দলের নেত্রী ও দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ একাধিকবার ইসরায়েলকে গণহত্যার জন্য দায়ী করে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী সানচেজের সর্বশেষ বক্তব্যে স্পেন-ইসরায়েল কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে এক অভূতপূর্ব পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একের পর এক বিমান হামলায় নাকবার ৭৭তম বার্ষিকীতে অন্তত ১১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই দিনটি ফিলিস্তিনিরা স্মরণ করে ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় তাদের মাতৃভূমি থেকে উৎখাতের বেদনার স্মৃতি নিয়ে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৩,০১০ জনে, এবং আহত হয়েছে ১১৯,৯১৯ জন। গাজার সরকারি মিডিয়া অফিসের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুসারে, ধ্বংসস্তুপের নিচে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের অধিকাংশকে মৃত হিসেবেই বিবেচনা করা হচ্ছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬১,৭০০ ছাড়িয়ে গেছে।এদিকে, মার্কিন কূটনীতিক মার্কো রুবিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে জানান, যুক্তরাষ্ট্র গাজাবাসীর দুর্দশা বুঝতে পারছে—যদিও যুক্তরাষ্ট্র এখনো ইসরায়েলকে পূর্ণ সামরিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে।প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং ২০০-রও বেশি মানুষ জিম্মি করা হয়েছিল।এখন পর্যন্ত গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ। জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা অবিলম্বে যুদ্ধবিরতি ও জরুরি সহায়তার আহ্বান জানালেও সহিংসতা থামার কোনো লক্ষণ নেই। নাকবার এই বিশেষ দিনে ইসরায়েলের এই হামলা ইতিহাসের ক্ষতকে আরও গভীর করে তুলেছে।ভোরের আকাশ//হ.র
গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলকে সরাসরি ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বুধবার (১৫ মে) মাদ্রিদে পার্লামেন্টের এক প্রশ্নোত্তর পর্বে তিনি এ ঘোষণা দেন।কাতালান পার্লামেন্ট সদস্য গ্যাব্রিয়েল রুফিয়ানের সমালোচনার জবাবে স্প্যানিশ প্রধানমন্ত্রী বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে ব্যবসা করি না—একেবারেই না। ইসরায়েলের সঙ্গে আমাদের আর কোনো বাণিজ্যিক সম্পর্ক থাকবে না।”এর আগেও গাজা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সানচেজ, তবে এবারই প্রথম তিনি সরাসরি ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করলেন। বিশ্লেষকরা মনে করছেন, এটি স্পেনের পররাষ্ট্রনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় এবং ইউরোপীয় অবস্থানে নতুন মাত্রা যোগ করলো।স্পেনের বামপন্থী জোটসঙ্গী ‘সুমার’ দল আগে থেকেই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছিল। দলের নেত্রী ও দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ একাধিকবার ইসরায়েলকে গণহত্যার জন্য দায়ী করে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের আহ্বান জানান।প্রধানমন্ত্রী সানচেজের সর্বশেষ বক্তব্যে স্পেন-ইসরায়েল কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে এক অভূতপূর্ব পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।ভোরের আকাশ//হ.র
রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব নয় যতক্ষণ না তিনি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একসঙ্গে বসেন—এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বৃহস্পতিবার (১৫ মে) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, "পুতিন এবং আমি একসঙ্গে না হওয়া পর্যন্ত কিছুই ঘটবে না।"তিনি আরও বলেন, "তিনি (পুতিন) তুরস্কে যাচ্ছেন না কারণ তিনি ভেবেছেন আমি সেখানে যাব। আমি না গেলে তিনিও যাবেন না।"ট্রাম্প বলেন, "আপনি পছন্দ করুন আর না করুন, যতক্ষণ না আমরা দুজন একসঙ্গে হই, ততক্ষণ কিছুই হবে না। কিন্তু এই যুদ্ধ থামাতে হবে, কারণ অনেক মানুষ মারা যাচ্ছে।"এদিকে যুদ্ধ বন্ধের লক্ষ্যে বৃহস্পতিবার তুরস্কে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার কথা রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই জানিয়ে দিয়েছেন, পুতিন আলোচনায় অংশ নিলে তিনিও বৈঠকে অংশ নেবেন। তবে রাশিয়ার পক্ষ থেকে প্রকাশিত প্রতিনিধিদলের তালিকায় পুতিনের নাম নেই।বিশ্লেষকরা মনে করছেন, শীর্ষ পর্যায়ের সরাসরি সংলাপ ছাড়া এই সংকট নিরসনের আশা ক্ষীণ।ভোরের আকাশ//হ.র
ভারতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহসহ পাঁচটি দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের নির্ধারিত অনুষ্ঠান স্থগিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (১৫ মে) দেশটির রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার কথা ছিল এই কূটনীতিকদের।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, ওইদিন বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড ও তুরস্কসহ মোট পাঁচটি দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র জমা দেওয়ার কথা ছিল। তবে অজানা কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ চলতি বছরের এপ্রিলের শুরুতে দিল্লিতে দায়িত্ব গ্রহণ করেন। তিনি এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পশ্চিম) পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কায় রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন তিনি।আগামী দিনগুলোতে স্থগিত অনুষ্ঠানটি নতুন করে কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি ভারতীয় কর্তৃপক্ষ।ভোরের আকাশ//হ.র