পদোন্নতির জন্য দ্বারে দ্বারে ঘুরছেন এক চিকিৎসক

পদোন্নতির জন্য দ্বারে দ্বারে ঘুরছেন এক চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৪ সপ্তাহ আগে

আপডেট : ৮ ঘন্টা আগে

পদোন্নতির জন্য দ্বারে দ্বারে  ঘুরছেন এক চিকিৎসক

পদোন্নতির জন্য দ্বারে দ্বারে ঘুরছেন এক চিকিৎসক

ভোরের আকাশ প্রতিবেদক: পদোন্নতির জন্য দ্বারে দ্বারে ঘুরছেন ২৩ বছর আগে ২২তম বিসিএসের মাধ্যমে চিকিৎসক হিসেবে নিয়োগ পাওয়া ডা. নিলুফা ইয়াসমিন। সুপ্রিম কোর্টে মামলা করে নিজের অনুকূলে রায় পাওয়ার পরও বঞ্চিতই থেকে গেছেন এই চিকিৎসক। তার ব্যাচের (২২তম বিসিএস) চিকিৎসকরা ৪র্থ গ্রেডে উন্নিত হলেও তিনি একজন মেডিকেল অফিসার হিসেবেই রয়ে গেছেন। এমন অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করেও প্রতিকার পাননি ডা. নিলুফা ইয়াসমিন। আইন সাংবাদিকদের সংগঠন ‘ল রিপোর্টার্স ফোরাম’ (এলআরএফ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বঞ্চিত থাকার আক্ষেপ তুলে ধরেন তিনি। তার অভিযোগ, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাকে এফসিপিএস কোর্স সম্পন্ন করতে বাঁধা দিয়ে পদোন্নতি বঞ্চিত রেখেছে। হাইকোর্ট এফসিপিএস কোর্স সম্পন্ন করার সুযোগ দিতে নির্দেশ দিলেও সে সুযোগ পাচ্ছেন না বলে অভিযোগ তার। 
ডা. নিলুফা ইয়াসমিন জানান, ২০০৩ সালের ১০ ডিসেম্বর ২২তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পেয়ে বরিশালের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে মানিকগঞ্জ ও আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয় তাকে। ২০০৮ সেশনে এফসিপিএস (গাইনি) কোর্সের প্রথম পর্ব পাসের পর ২০০৯ সালের ৫ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) ট্রেনিং পোস্টে (বহি.) মেডিকেল অফিসার পদে যোগ দেন তিনি। এফসিপিএস পার্ট-২ দেওয়ার জন্য ৩ (তিন) বছরের ট্রেনিং এর প্রয়োজন থাকা সত্ত্বেও তা পূর্ণ না হতেই তাকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়। কিন্তু তিনি ২০১১ সালের ১০ মার্চ ওই আদেশ স্থগিতকরণের জন্য আবেদন করেন। তিনি বাংলাদেশের অন্য যেকোনো মেডিকেলে ট্রেনিং পোস্টে পদায়নের জন্য আবেদন করেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বিষয়টি বিবেচনার নির্দেশ দেন। কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপে ডিজির আদেশ অকার্যকর হয়ে যায়। এরপর তিনি আবারও ২০১২ সালে একই আবদেন জানালে ডিজি তা অনুমোদন করেন এবং প্রয়োজনীয় আদেশ পদায়নের নির্দেশ দেন। এবারও তিনি পদায়ন বঞ্চিত থাকলে হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। দীর্ঘদিন এই রিট আবেদনটি হাইকোর্টে নিষ্পত্তি হয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর গতবছর ২২ অক্টোবর হাইকোর্ট ডা. নিলুফা ইয়াসমিনের পক্ষে রায় দেন। এরপরও ডা. নিলুফা ইয়াসমিনকে পদায়ন করা হয়নি। ফলে তিনি এফসিপিএস পার্ট-২ সম্পন্ন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এমন অবস্থায় তিনি পদোন্নতি চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করেন। অন্তর্বর্তীকালীন সরকার এখনও তার আবেদনে সাড়া দেয়নি।  
ডা. নিলুফা ইয়াসমিন বলেন, রাজনৈতিক প্রতিহিংসা বশত দীর্ঘ চৌদ্দ বছর ধরে তাকেপ্রাপ্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। এই নোংরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে উচ্চতর ডিগ্রি এফসিপিএস (গাইনি এন্ড অবস্) করতে না পারায় তিনি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি বলেন, ২২তম বিসিএস’র চিকিৎসক কর্মকর্তারা ২০২৪ সালের ৩১ জানুয়ারি ৪র্থ গ্রেডে উন্নীত হয়ে কেহ ডিরেক্টর হিসেবে পদায়িত আছেন এবং ২৮তম বিসিএসের চিকিৎসক কর্মকর্তারাও গত বছর ৪ মার্চ ৫ম গ্রেডে উন্নীত হয়েছেন। অথচ আমি ২২তম বিসিএস হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত আমি কোন উচ্চতর গ্রেড পাই নাই। তিনি বলেন, আমার একটি ছেলে অটিজম পর্যায় এবং আমার সংসারও ভেঙে গিয়েছে এবং দীর্ঘ ৬ বছর যাবত দুই সন্তান নিয়ে একাকী মানবেতর জীবনযাপন করে আসছি। পদোন্নতির বিষয়টি মানবিকভাবে দেখা হবে বলে প্রত্যাশা করি। 

ভোরের আকাশ/মি
 

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

বিএমইউ’র বহির্বিভাগ ২৯ মার্চ ও ২ এপ্রিল খোলা

বিএমইউ’র বহির্বিভাগ ২৯ মার্চ ও ২ এপ্রিল খোলা

বাজেটে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিতে হবে: কর্মশালায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা

বাজেটে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিতে হবে: কর্মশালায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা

ওষুধের বাজার চরম অস্থির

ওষুধের বাজার চরম অস্থির

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি মুক্তাদির, মহাসচিব জাকির

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি মুক্তাদির, মহাসচিব জাকির

মন্তব্য করুন