আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫ ০৩:০১ এএম
“বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে”— হুঁশিয়ারি রাশিয়ার
মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে বিশ্ব বিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার (১৮ জুন) মস্কোয় এক সাপ্তাহিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
তিনি বলেন, “ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলের প্রতিদিনকার হামলার কারণে পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রয়েছে।”
রাশিয়ার পক্ষ থেকে আগে থেকেই মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আসা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ইসরায়েলকে যদি ওয়াশিংটন সামরিক সহায়তা দেয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আরব গণমাধ্যম আল আরাবিয়া জানায়, ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র যেন কেবল বাস্তবায়ন নয়, এমনকি চিন্তাও না করে— এ বিষয়ে কড়া বার্তা দিয়েছে মস্কো।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-এ দেওয়া এক বিবৃতিতে রিয়াবকভ বলেন, “আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে সতর্ক করছি— ইসরায়েলকে কোনো ধরনের সামরিক সহায়তা দেওয়া কিংবা তা বিবেচনা করাও বিশ্বশান্তির জন্য হুমকি হতে পারে। রাশিয়া বর্তমানে ইসরায়েল এবং ইরান— উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।”
বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এমন কূটনৈতিক ভাষা ও অবস্থান পরিস্থিতির গুরুত্ব ও জটিলতা আরও স্পষ্ট করে তুলছে। বিশ্বরাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে একটি ভুল সিদ্ধান্ত ডেকে আনতে পারে ভয়াবহ পরিণতি।
ভোরের আকাশ//হ.র