আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫ ১২:১২ এএম
মিয়ানমারে উলফার ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলার অভিযোগ
মিয়ানমারের পূর্বাঞ্চলে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম-ইন্ডিপেনডেন্ট (উলফা-আই)–এর অন্তত চারটি ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার ভোরে শতাধিক ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় সংগঠনটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে উলফা-আই।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও এনডিটিভি–র খবরে বলা হয়েছে, আসাম সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে অবস্থিত উলফার ঘাঁটিগুলোতে এই হামলা চালানো হয়। এতে অন্তত ১৯ জন সদস্য নিহত এবং আরও ১৯ জন আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। নিহতদের মধ্যে উলফার সামরিক শাখার শীর্ষ নেতা লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম রয়েছেন বলেও ধারণা করা হচ্ছে।
এছাড়া হামলায় মণিপুরভিত্তিক বিদ্রোহী সংগঠন পিপলস লিবারেশন আর্মি (PLA)–এর রাজনৈতিক শাখা রেভল্যুশনারি পিপলস ফ্রন্টের (RPF) কয়েকজন সদস্য হতাহত হয়েছেন বলে জানা গেছে।
তবে ভারতীয় সেনাবাহিনী এই অভিযানের কথা অস্বীকার করেছে। দেশটির প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত আইএএনএস–কে জানান, সীমান্তের বাইরে এমন কোনো অভিযানের তথ্য তাদের কাছে নেই।
এদিকে হামলার বিষয়ে উলফা-আই এক বিবৃতিতে জানিয়েছে, "সীমান্ত অতিক্রম করে ভারতীয় সেনাবাহিনী পরিচালিত এই অভিযানে সংগঠনের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।"
বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতীয় সেনাবাহিনী সরাসরি হামলা চালিয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য না থাকলেও সীমান্ত অঞ্চলে ড্রোন কার্যক্রমের মাধ্যমে সুরক্ষা নিশ্চিত করতে দিল্লি সরকার আগ্রহী হয়ে উঠেছে।
ভোরের আকাশ//হ.র