আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫ ০১:১৭ এএম
দামেস্কে গির্জায় আত্মঘাতী হামলা, নিহত ২০
সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। রোববার (২২ জুন) প্রার্থনার সময় মার এলিয়াস গির্জায় এই হামলা ঘটে বলে নিশ্চিত করেছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।
হামলাটি ঘটে দোয়েইলা এলাকায়, যখন গির্জার ভেতরে প্রার্থনা চলছিল। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এক সন্দেহভাজন আইএস জঙ্গি প্রথমে গির্জার ভেতরে ঢুকে উপস্থিত লোকজনের ওপর গুলি চালায় এবং পরে শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্ট দিয়ে নিজেকে উড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যেও ঘটনার বর্ণনা একই রকম।
সিরিয়া সিভিল ডিফেন্স (হোয়াইট হেলমেটস) টেলিগ্রামে জানায়, উদ্ধার কার্যক্রম এখনো চলছে এবং গির্জার ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানায়, অন্তত ৫০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুদেরও খোঁজ মিলেছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
তবে এখন পর্যন্ত এই হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
সূত্র: আল-জাজিরা
ভোরের আকাশ//হ.র