আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫ ০৩:১৯ এএম
ইরানের আত্মরক্ষার অধিকার আছে: এরদোয়ান
দখলদার ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাস ও আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ইরানের রয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তিনি বলেছেন, "নিজেদের আত্মরক্ষায় ইরানের এ প্রতিক্রিয়া একেবারেই স্বাভাবিক, বৈধ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী নয়।"
বুধবার (১৮ জুন) আঙ্কারায় তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদীয় গ্রুপ বৈঠকে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন এরদোয়ান।
এরদোয়ান আরও বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। গাজায় যে বর্বরতা এবং গণহত্যা তিনি চালিয়েছেন, তাতে তিনি হিটলারকেও ছাড়িয়ে গেছেন বলে মন্তব্য করেন তিনি।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, “ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর নেতানিয়াহুর চালানো নৃশংসতা যুদ্ধাপরাধের শামিল। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এর আগে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন এরদোয়ান। দুই দেশের নেতার মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানায় তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘আনাদোলু’।
ভোরের আকাশ//হ.র