আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫০ এএম
ট্রাম্পের গাড়িবহরের কারণে আটকা পড়লেন ম্যাখোঁ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গিয়ে বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ ভবনে যাওয়ার পথে হঠাৎ মার্কিন পুলিশ তার গাড়ির রাস্তা আটকে দেয়।
কারণ হিসেবে পুলিশ জানায়, ওই পথ দিয়ে অল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর আসবে। নিরাপত্তার স্বার্থে তাই রাস্তা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা।
ম্যাখোঁ তখন পুলিশের উদ্দেশে বলেন, “গাড়িবহর এখনো আসেনি। আমাকে যেতে দিন, আমি আপনার সঙ্গে সমঝোতা করছি।” কিন্তু পুলিশের সদস্যরা কেবল হেসে চলে যান।
ঘটনার কিছুক্ষণ পর ম্যাখোঁ ট্রাম্পকে ফোন করে হাস্যরসের সুরে বলেন, “কেমন আছেন? অনুমান করুন তো, আমি এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, কারণ সবকিছু আপনার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।”
এ সময় তিনি ট্রাম্পকে জানান, সুযোগ পেলে কাতার ও গাজার চলমান পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় বসতে চান।
ভোরের আকাশ//হ.র