আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩১ পিএম
ট্রাম্প গাজার যুদ্ধ বন্ধ করতে চান: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলা বন্ধ করতে চান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্কাই নিউজকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সউদ এই তথ্য জানিয়েছেন।
গত বুধবার জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প গাজার যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। ফয়সাল বিন ফারহান বলেন, “গাজার যুদ্ধ অনেক দূর গিয়েছে। সাধারণ মানুষ নিহত ও আহত হচ্ছে। এখানে এখন দুর্ভিক্ষ চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বন্ধে অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জিম্মিদের মুক্তি ও গাজার মানুষের মধ্যে স্বস্তি আনতে চান।”
তিনি আরও আশা প্রকাশ করেছেন, শুরু হওয়া আলোচনা যুদ্ধবিরতি আনতে সক্ষম হবে।
দুই সপ্তাহ আগে জাতিসংঘের কমিশন জানিয়েছে, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায়। এরপর থেকে ইসরায়েল গাজায় হামলা চালাচ্ছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬৫ হাজারের বেশি, আহত হয়েছে দেড় লাখের বেশি ফিলিস্তিনি।
ভোরের আকাশ/হ.র