× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে ইসরায়েলের সম্মতি, হামাস করছে যাচাই: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ মে ২০২৫ ০৬:২৬ এএম

যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে ইসরায়েলের সম্মতি, হামাস করছে যাচাই: যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে ইসরায়েলের সম্মতি, হামাস করছে যাচাই: যুক্তরাষ্ট্র

গাজায় চলমান সংঘাত থামাতে নতুন এক যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইসরায়েল। তবে সেই প্রস্তাব এখনও খতিয়ে দেখছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সূত্র জানায়, প্রস্তাবটি উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় আটক জিম্মিদের পরিবারের সঙ্গে বৈঠকে এই চুক্তিতে সম্মতির কথা জানান। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সংবাদমাধ্যমকে বলেন, “ইসরায়েল ইতিবাচকভাবে প্রস্তাবটি গ্রহণ করেছে।”

চুক্তির খসড়ায় প্রাথমিকভাবে ৬০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, যেখানে গাজায় মানবিক ত্রাণ সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়ানোরও পরিকল্পনা রয়েছে।

এদিকে হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, “আমাদের প্রধান দাবিগুলো অন্তর্ভুক্ত না থাকলেও আমরা প্রস্তাবটি পর্যালোচনা করছি। তবে এটি একতরফাভাবে ইসরায়েলের অবস্থানকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে।”

তিনি আরও বলেন, “চুক্তিতে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার বা স্থায়ী যুদ্ধবিরতির কোনো প্রতিশ্রুতি নেই। একইসঙ্গে আমাদের চাওয়া অনুযায়ী ত্রাণ সরবরাহের বিষয়েও নেই সুনির্দিষ্ট আশ্বাস।”

ইতিপূর্বেও হামাস ও ইসরায়েলের মধ্যে একাধিকবার যুদ্ধবিরতির উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে। সর্বশেষ, গত মার্চে দুই মাসের বিরতির পর পুনরায় গাজায় অভিযান শুরু করে ইসরায়েল।

বর্তমানে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে ইসরায়েল। গাজায় চলমান সামরিক অভিযানে নিরীহ মানুষের প্রাণহানি বাড়তে থাকায় বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এমনকি সাধারণত ইসরায়েলের সমালোচনায় নীরব থাকা ইউরোপের অনেক দেশও এবার যুদ্ধবিরতির দাবি তুলেছে এবং ত্রাণ কার্যক্রমে সহায়তার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস। ওই ঘটনায় প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫০ জনকে জিম্মি করা হয়। তার জবাবে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল, যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এই আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু।

যুক্তরাষ্ট্রের দূত উইটকফ জানিয়েছেন, তারা খুব শিগগিরই যুদ্ধবিরতির নতুন চুক্তিপত্র ইসরায়েল ও হামাসের কাছে পাঠাবে এবং একটি দীর্ঘমেয়াদি শান্তি উদ্যোগের বিষয়ে আশাবাদী রয়েছেন।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 জাতিসংঘে যোগদানের কোনো ‘অধিকার’ নেই তাইওয়ানের: চীন

জাতিসংঘে যোগদানের কোনো ‘অধিকার’ নেই তাইওয়ানের: চীন

 ইরান-সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের

ইরান-সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের

 আবুধাবিতে ৮০ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

আবুধাবিতে ৮০ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

 খেলাপিতে ধুঁকছে আর্থিক প্রতিষ্ঠান, সংকটে পুরো খাত

খেলাপিতে ধুঁকছে আর্থিক প্রতিষ্ঠান, সংকটে পুরো খাত

 ইউক্রেন যুদ্ধ ও ইরান ইস্যুতে ট্রাম্প-পুতিন ফোনালাপ

ইউক্রেন যুদ্ধ ও ইরান ইস্যুতে ট্রাম্প-পুতিন ফোনালাপ

সংশ্লিষ্ট

জাতিসংঘে যোগদানের কোনো ‘অধিকার’ নেই তাইওয়ানের: চীন

জাতিসংঘে যোগদানের কোনো ‘অধিকার’ নেই তাইওয়ানের: চীন

ইরান-সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের

ইরান-সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের

আবুধাবিতে ৮০ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

আবুধাবিতে ৮০ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

ইউক্রেন যুদ্ধ ও ইরান ইস্যুতে ট্রাম্প-পুতিন ফোনালাপ

ইউক্রেন যুদ্ধ ও ইরান ইস্যুতে ট্রাম্প-পুতিন ফোনালাপ