× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিবাসন নীতিতে কঠোরতা বাড়াচ্ছে পর্তুগাল, প্রভাব পড়বে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ০৮:৩২ এএম

অভিবাসন নীতিতে কঠোরতা বাড়াচ্ছে পর্তুগাল, প্রভাব পড়বে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়

অভিবাসন নীতিতে কঠোরতা বাড়াচ্ছে পর্তুগাল, প্রভাব পড়বে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়

অভিবাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে পর্তুগাল। কাজের ভিসা, পারিবারিক পুনর্মিলন এবং ব্রাজিলিয়ান নাগরিকদের বসবাসের স্বয়ংক্রিয় অনুমতির মতো গুরুত্বপূর্ণ সুবিধাগুলোর ক্ষেত্রে নতুন করে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটির পার্লামেন্ট। অভিবাসনপ্রবণ দক্ষিণ ইউরোপের এই দেশটি এতদিন উদার নীতি অনুসরণ করলেও সাম্প্রতিক পদক্ষেপে সরকারের অবস্থান কঠোর হয়ে উঠছে।

পার্লামেন্টে অভিবাসনসংক্রান্ত নতুন এই আইন সংশোধনীর পক্ষে ভোট দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতা। এর ফলে উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবীদের জন্যই কেবল কাজের ভিসা ইস্যু করা হবে। এছাড়া পারিবারিক পুনর্মিলনের নিয়মকানুন আরও জটিল করা হয়েছে।

একসময় পর্তুগাল তার সাবেক উপনিবেশ ব্রাজিলের নাগরিকদের বিনা বাধায় বসবাসের অনুমতি দিত। কিন্তু নতুন নীতির আওতায় ব্রাজিলিয়ানরাও এই সুযোগ হারাতে যাচ্ছেন।

এছাড়া, অনিয়মিত অভিবাসীদের শনাক্ত ও নির্বাসনের জন্য পুলিশ বিভাগে একটি নতুন ইউনিট গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। সরকার বলছে, ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের মতো তারাও এখন অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে।

সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে পর্তুগালে প্রায় ১৮ হাজার বিদেশি নাগরিক রয়েছেন যাদের বসবাসের অনুমতি নেই। তাদের বেশিরভাগই ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের নাগরিক। নতুন এই বিধিনিষেধ তাদের জন্য এক কঠিন বাস্তবতা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে সরকার ২০১৮ সালের একটি নীতিও বাতিল করে দিয়েছে। ওই নীতির আওতায় কেউ পর্যটন ভিসায় এসে এক বছর কাজ করে ও সামাজিক সুরক্ষায় অবদান রাখলে বৈধভাবে বসবাসের অনুমতি পেতেন। এই সুবিধাটি তুলে নেওয়ায় অনেক অভিবাসীর স্বপ্ন ভেঙে পড়েছে।

গত বছর থেকেই অনিয়মিতভাবে কাজের উদ্দেশ্যে প্রবেশকারীদের আর পর্তুগালে ঢুকতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ ‘আসো, কাজ জুটিয়ে নাও, তারপর বৈধ হও’— এই পথ বন্ধ হয়ে গেছে।

এতসব সিদ্ধান্তে দেশটিতে বসবাসরত অভিবাসীরা ক্ষোভে ফেটে পড়েছেন। ২০২৩ সালের অক্টোবরে লিসবনে পার্লামেন্ট ভবনের সামনে ব্যাপক বিক্ষোভ করেন অভিবাসীরা। সেখানে বাংলাদেশি নাগরিকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তারা বাংলাদেশে একটি পর্তুগিজ দূতাবাস স্থাপনের দাবিও জানান, যেন পারিবারিক পুনর্মিলনের প্রক্রিয়া সহজ হয়।

বিশ্লেষকরা মনে করছেন, এইসব পদক্ষেপ পর্তুগালের ডানপন্থী রাজনৈতিক ধারা শক্তিশালী হওয়ারই ইঙ্গিত দিচ্ছে। অথচ একসময় স্পেনের মতো পর্তুগালকেও অভিবাসন ইস্যুতে ইউরোপের বাকি দেশগুলোর সমালোচনার মুখে পড়তে হতো তাদের উদার নীতির কারণে।

২০২৩ সালের মার্চে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো জানিয়েছিলেন, অভিবাসন ইস্যুতে ‘প্রশস্ত-খোলা দরজার’ নীতি তিনি বন্ধ করবেন। তার সেই প্রতিশ্রুতি এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে।

বর্তমানে পর্তুগালে বসবাসরত বিদেশির সংখ্যা প্রায় ১৫ লাখ ৫০ হাজার, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ। সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে, ২০১৭ সালের তুলনায় অভিবাসীর সংখ্যা এখন প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে।

সূত্র: সরকারি তথ্য ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 নোয়াখালী উপকূলের নিম্নাঞ্চল দ্বিতীয় দিনও প্লাবিত, কষ্টে মানুষ

নোয়াখালী উপকূলের নিম্নাঞ্চল দ্বিতীয় দিনও প্লাবিত, কষ্টে মানুষ

 দুই কারণে কমতে জিডিপি প্রবৃদ্ধি

দুই কারণে কমতে জিডিপি প্রবৃদ্ধি

 রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

 বিমান দুর্ঘটনায় নিহত রজনীর পরিবারের পাশে বিএনপি নেতা সোহেল

বিমান দুর্ঘটনায় নিহত রজনীর পরিবারের পাশে বিএনপি নেতা সোহেল

 সীমান্তে ৬ কোটি টাকার সোনা ফেলে ভারতে পালাল পাচারকারী

সীমান্তে ৬ কোটি টাকার সোনা ফেলে ভারতে পালাল পাচারকারী

সংশ্লিষ্ট

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি ড্রোন হামলায় নিহত ৫, যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি নেই

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি ড্রোন হামলায় নিহত ৫, যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি নেই

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের পক্ষে আইনি লড়াইয়ের দরজা খুলল আন্তর্জাতিক আদালত

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের পক্ষে আইনি লড়াইয়ের দরজা খুলল আন্তর্জাতিক আদালত

রুশ নাগরিকদের ওপর নজরদারি করতে ‘ম্যাক্স’ নামের নতুন অ্যাপ চালু করছে ক্রেমলিন?

রুশ নাগরিকদের ওপর নজরদারি করতে ‘ম্যাক্স’ নামের নতুন অ্যাপ চালু করছে ক্রেমলিন?

‘প্রকৃত যুদ্ধের’ প্রস্তুতি নিতে সৈন্যদের নির্দেশ দিলেন কিম জং উন

‘প্রকৃত যুদ্ধের’ প্রস্তুতি নিতে সৈন্যদের নির্দেশ দিলেন কিম জং উন