আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১৫ এএম
সাতটি নোবেল শান্তি পুরস্কার দাবি করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নোবেল শান্তি পুরস্কারের দাবি তুলেছেন। শনিবার আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনার-এ দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, তিনি চলতি বছরে ভারত-পাকিস্তান সংঘাত বাণিজ্যের মাধ্যমে থামিয়েছেন।
ত্রাম্প আরও বলেন, তিনি শুধু ভারত-পাকিস্তান নয়, মোট সাতটি যুদ্ধ বন্ধ করেছেন, যার জন্য প্রতিটি যুদ্ধের জন্য তার একটি করে নোবেল শান্তি পুরস্কার থাকা উচিত।
তিনি উদাহরণ হিসেবে বলেন, “ভারত ও পাকিস্তান—দুই দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে। আমি বলেছিলাম, যদি যুদ্ধ করো তবে কোনো বাণিজ্য হবে না। তারা যুদ্ধ বন্ধ করেছে। দুই দেশের নেতাদের প্রতি আমার শ্রদ্ধা আছে, তবে মূল বিষয় হলো—বাণিজ্যের মাধ্যমে সংঘাত থামানো সম্ভব হয়েছে।”
ত্রাম্প আরও দাবি করেন, তিনি থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিসর-ইথিওপিয়া, রুয়ান্ডা-কঙ্গো—মোট সাতটি সংঘাত থামিয়েছেন। তার ভাষ্যে, “এর মধ্যে ৬০ শতাংশই বাণিজ্যের কারণে থেমেছে।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গেও ট্রাম্প বলেন, তিনি ভেবেছিলেন এটি সহজে সমাধান করা যাবে, কারণ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার সম্পর্ক ভালো। তবে পরে তিনি হতাশ হয়েছেন। তবুও দাবি করেন, এই সংঘাতও শেষ পর্যন্ত সমাধান হবে।
ত্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক মহলে সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে তার প্রচলিত রাজনৈতিক অঙ্গনের বিতর্কিত কৃতিত্ব দাবি নিয়ে।
ভোরের আকাশ // হ.র