আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫ ০৬:৪৭ এএম
আরাকান আর্মির হামলায় মিয়ানমারের শীর্ষ জেনারেল নিহত
রাখাইন রাজ্যের কৌশলগত শহর কিয়াউকফিউ দখলে নিতে মিয়ানমারের সেনাবাহিনীর (জান্তা) সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন এক শীর্ষ জেনারেল। আরাকান আর্মির স্নাইপার হামলায় নিহত এই জেনারেলের নাম কিয়াও মিও আউং। তিনি ১১ নম্বর ডিভিশনের একজন কৌশলবিদ ছিলেন।
স্থানীয় গণমাধ্যম জানায়, শহরের কাছেই সেনা সদর দপ্তর ঘিরে ফেলেছে আরাকান আর্মি। চীনা বিনিয়োগকেন্দ্র ও গ্যাস টার্মিনালের আশেপাশেও লড়াই চলছে।
জান্তা সরকার স্থল, নৌ ও বিমানবাহিনী মোতায়েন করেছে; তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। চীনের বেসরকারি নিরাপত্তা বাহিনীও ড্রোন হামলায় জান্তাদের সহায়তা করছে বলে দাবি করেছে বার্মিজ সংবাদমাধ্যম দ্য ইরাবতী।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে আরাকান আর্মি জান্তা সরকারের বিরুদ্ধে লড়ছে এবং ইতোমধ্যে রাখাইনের বেশিরভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
সূত্র: দ্য ইরাবতী
ভোরের আকাশ//হ.র