আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫ ০৯:০১ এএম
এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ছয় দেশ
ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর! একটিমাত্র ভিসায় মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ঘুরে বেড়ানোর সুযোগ আসছে শিগগিরই। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন—এই ছয়টি দেশের জন্য একটি অভিন্ন পর্যটন ভিসা চালু করার পরিকল্পনা চূড়ান্ত করেছে জিসিসিভুক্ত (GCC) দেশগুলো।
মঙ্গলবার (১৭ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা’ নামে এই বিশেষ ভিসা চালুর উদ্যোগ বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে। এর ফলে আমিরাতে বসবাসকারী নাগরিকদের পাশাপাশি বাইরের দেশ থেকে আগত পর্যটকরা একাধিক ভিসার ঝামেলা ছাড়াই সহজেই ছয়টি দেশ ভ্রমণ করতে পারবেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, এই অভিন্ন ভিসা চালুর মূল উদ্দেশ্য হলো জিসিসি দেশগুলোর মধ্যে পর্যটনশিল্পকে আরও শক্তিশালী করা এবং পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ককে গতিশীল করে তোলা। ২০২৩ সালেই এই প্রকল্প অনুমোদিত হয় এবং বর্তমানে এটি বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
যদিও ভিসাটি কবে থেকে কার্যকর হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে চলতি বছরেই এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে এই ভিসার মেয়াদ ৩০ থেকে ৯০ দিনের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত নিয়ম-কানুন এবং মেয়াদ এখনো নির্ধারিত হয়নি।
বিশ্লেষকদের মতে, ‘গ্র্যান্ড ট্যুরস ভিসা’ চালু হলে মধ্যপ্রাচ্যে পর্যটনের বিকাশ ঘটবে এবং অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
ভোরের আকাশ//হ.র