আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫ ০১:১১ এএম
ইরানের হামলায় ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে এবং পাইলটকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স-এর প্রতিবেদন অনুসারে, শুক্রবার (১৩ জুন) এই ঘটনার দাবি করা হলেও ইসরায়েলি সেনাবাহিনী তা অস্বীকার করেছে।
এর আগে বৃহস্পতিবার রাতে তেহরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের শীর্ষস্থানীয় একাধিক সামরিক কমান্ডার নিহত হন।
ইসরায়েলের ওই আক্রমণের প্রতিক্রিয়ায় পাল্টা জবাব দেয় তেহরান। প্রথম ধাপে ইরানের পক্ষ থেকে শতাধিক ড্রোন ছোড়া হয় তেল আবিবের বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে। এরপর শুক্রবার রাতেও দ্বিতীয় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইসরায়েলের অভ্যন্তরে।
ইরানের সরকারি বার্তা সংস্থা জানায়, “ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ শুরু হয়েছে। এখন পর্যন্ত কয়েক শ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে তাদের অবস্থান লক্ষ্য করে।”
তবে এই সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে থাকা যুদ্ধবিমান ভূপাতনের দাবি নিয়ে দ্বিধা রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এই দাবিকে “ভিত্তিহীন” আখ্যা দিয়ে জানিয়েছে, তাদের সব বিমান নিরাপদে ফিরে এসেছে।
মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে উভয় পক্ষের পাল্টাপাল্টি দাবি-প্রতিদাবির বাস্তবতা যাচাইয়ে সময় লাগতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
ভোরের আকাশ/হ.র