আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৫ ০১:০৩ এএম
পাকিস্তানের গোলায় বিএসএফ জওয়ান নিহত
পাকিস্তানের ছোড়া গোলায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। শনিবার (১০ মে) জম্মু-কাশ্মিরের আর এস পুরা সেক্টরে সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিএসএফের এক কর্মকর্তা।
নিহত সাব-ইন্সপেক্টরের নাম মোহাম্মদ ইমতিয়াজ। কর্মকর্তার ভাষ্যমতে, তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন এবং গোলার আঘাতে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। আহত বাকি সাতজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে মোহাম্মদ ইমতিয়াজ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে না পরে মারা গেছেন, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি বিএসএফ।
এর আগে দিনভর গোলাগুলি এবং মিসাইল হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক যুদ্ধবিরতিতে চুক্তি হয়। বিকেল ৫টা থেকে এটি কার্যকর হয়েছে বলে জানায় উভয় দেশের পররাষ্ট্র দপ্তর।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, “পাকিস্তান সবসময় শান্তির পক্ষে কাজ করেছে, তবে সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিয়ে কখনো আপস করেনি।”
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানান, “দু’দেশের মিলিটারি অপারেশন্স প্রধানদের মধ্যে যোগাযোগ হয় এবং তারা সিদ্ধান্ত নেন স্থল, আকাশ ও সমুদ্রে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করা হবে। চুক্তিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং ১২ মে পুনরায় দুই পক্ষের মধ্যে আলোচনা হবে।”
তবে যুদ্ধবিরতির ঘোষণার পরও কাশ্মিরের শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, “শ্রীনগরে বিস্ফোরণের শব্দ আমরা শুনেছি।” স্থানীয় বাসিন্দারাও একই অভিজ্ঞতা জানিয়েছেন।
ভোরের আকাশ//হ.র