আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫ ০২:০৫ এএম
“যুদ্ধ করেই কখনো সমস্যার সমাধান হয়”: মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ট্রাম্পের মন্তব্য
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কখনো কখনো দেশগুলোকে যুদ্ধ করেই তাদের সমস্যার সমাধান করতে হয়। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান তীব্র সংঘাতের সময় এই মন্তব্য তিনি করেছেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, একসময় দুই দেশ এক যৌথ সমঝোতায় পৌঁছাবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সোমবার প্রকাশিত প্রতিবেদনে জানায়, কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “আমরা ইসরায়েলের পাশে আছি এবং থাকব।” তবে তিনি স্পষ্ট করেননি, তিনি ইসরায়েলকে ইরানের ওপর হামলা বন্ধ করতে বলেছিলেন কিনা।
এছাড়া, রোববার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া একটি পোস্টে ট্রাম্প লেখেন, “ইরান ও ইসরায়েলকে অবশ্যই একসময়ে সমঝোতায় আসতে হবে, এবং তারা আসবেই।”
খামেনি হত্যার পরিকল্পনায় ট্রাম্পের অবস্থান
মার্কিন গণমাধ্যম সিবিএস জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত শুক্রবার ইরানের ওপর হামলা চালানোর পর ট্রাম্পের সঙ্গে এক আলোচনা করেন। সেই আলোচনায় নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার একটি পরিকল্পনা তুলে ধরেন। তবে ট্রাম্প ওই পরিকল্পনাকে সমর্থন করেননি বলে তিনটি সূত্র সিবিএসকে জানিয়েছে।
তবে এ বিষয়ে ট্রাম্প এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
নেতানিয়াহু ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের সেই প্রতিবেদন সরাসরি স্বীকার বা অস্বীকার করেননি। তিনি বলেন, “অনেক কথোপকথনের ভিত্তিতে ভুল প্রতিবেদন তৈরি হয়, যা বাস্তবে ঘটেনি। আমি এ বিষয়ে বিস্তারিত কিছু বলব না। তবে যা করার দরকার, আমরা করব এবং যুক্তরাষ্ট্রও তাদের স্বার্থ ভালোভাবে বুঝবে।”
ভোরের আকাশ//হ.র