আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫ ০৬:১৫ এএম
পশ্চিম তীরে হজযাত্রীবাহী বাসে ইসরায়েলি সেনাদের হামলা
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে হজযাত্রীদের বহনকারী একটি বাসে ইসরায়েলি সেনাবাহিনীর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মে) ভোরে জেনিন শহরে এ হামলা চালানো হয়।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওইদিন ভোরে পশ্চিম তীরের বিভিন্ন স্থানে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। অভিযানের অংশ হিসেবে জেনিন গভর্নর কার্যালয়ের সামনে অপেক্ষমাণ একটি হজযাত্রীবাহী বাসে হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে রওনা হওয়ার প্রস্তুতিকালে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাঁজোয়া যান বাসটিকে উদ্দেশ্যমূলকভাবে ধাক্কা দেয়। বাসে থাকা অধিকাংশ যাত্রী ছিলেন বয়স্ক ও অসুস্থ।
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা নিশ্চিত করেছে, হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও ঘটনাটি ছিল ‘ইচ্ছাকৃত এবং উস্কানিমূলক’।
জেনিনের ডেপুটি গভর্নর মানসুর আল-সাআদি বলেন, “ইসরায়েলি বাহিনীর এই আচরণ দখলদারিত্বের জঘন্য উদাহরণ। যারা হজ পালনের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, তাদের অনেকেই ছিলেন রোগাক্রান্ত ও প্রবীণ। এই হামলায় তারা চরম মানসিক আঘাত পেয়েছেন।”
উল্লেখ্য, ফিলিস্তিনিরা সাধারণত পশ্চিম তীর থেকে জর্ডানের পথ ধরে আন্তর্জাতিক ভ্রমণ করেন, কারণ ইসরায়েল তাদের ওপর কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।