আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫ ০৪:৪৯ এএম
পদচ্যুতি পর আত্মহত্যা করলেন রাশিয়ার সাবেক মন্ত্রী
রাশিয়ার সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্তারোভয়োৎ বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আত্মহত্যা করেছেন। সোমবার মস্কোর উপশহর ওদিনৎসোভো এলাকা থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোমবার সকালেই এক প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে তাকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে বরখাস্তের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
ডিক্রি জারির কিছুক্ষণ পর আন্দ্রিয়ে সের্গেয়েভিচ নিকিতিন-কে ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী হিসেবে নিয়োগ দেন পুতিন।
মস্কো পুলিশ জানিয়েছে, প্রাথমিক আলামত ও তদন্ত অনুযায়ী রোমান স্তারোভয়োৎ নিজেই নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। পরে রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি-ও আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে।
৫৩ বছর বয়সী স্তারোভয়োৎ ২০২৪ সালের মে মাসে পরিবহনমন্ত্রীর দায়িত্ব পান। এর আগে তিনি ইউক্রেন সীমান্তবর্তী ক্রুস্ক অঞ্চলের গভর্নর ছিলেন।
তার মৃত্যুর পর রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ে। অনেকে দাবি করেন, ক্রুস্কের গভর্নর থাকার সময় তিনি দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, যার ফলে প্রেসিডেন্ট পুতিন তার ওপর আস্থা হারান।
তবে এই দাবিকে নাকচ করে দিয়েছে ক্রেমলিন। প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “মন্ত্রীকে বরখাস্ত করার সিদ্ধান্তের সঙ্গে প্রেসিডেন্টের আস্থা হারানোর কোনো সম্পর্ক নেই।”
সূত্র: এএফপি
ভোরের আকাশ//হ.র