আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫ ০৪:৫৭ এএম
ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কেন্দ্রে হামলার নিন্দা জানাল ব্রিকস
ইরানের শান্তিপূর্ণ ও আন্তর্জাতিক নজরদারিতে থাকা পারমাণবিক কেন্দ্রে সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে সম্প্রসারিত ব্রিকস জোট। রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং নতুন সদস্য ইরান— এই ছয় দেশের অংশগ্রহণে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে রোববার যৌথ বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
উল্লেখযোগ্যভাবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মেলনে বক্তব্য দেওয়ার পরপরই বিবৃতিটি প্রকাশ করা হয়। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোদির উপস্থিতিতে এই বিবৃতি প্রকাশ ভবিষ্যৎ আন্তর্জাতিক কূটনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।
যৌথ বিবৃতিতে হামলাকারী দেশের নাম সরাসরি উল্লেখ না করা হলেও, ১৩ জুন থেকে ইরানে শুরু হওয়া সামরিক হামলার প্রসঙ্গ উঠে এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই সময় ইসরায়েল এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছিল।
ব্রিকসের বিবৃতিতে বলা হয়, ইরানের ওপর সামরিক হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) পর্যবেক্ষণে থাকা শান্তিপূর্ণ ও অসামরিক পরমাণু স্থাপনাগুলোতে এই হামলা বৈশ্বিক পরমাণু নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
জোটটি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, “এই ধরনের হামলা শুধু ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।”
ব্রিকস জোট জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপনের আহ্বান জানিয়েছে, যাতে এই ধরনের আক্রমণ ভবিষ্যতে প্রতিরোধ করা যায় এবং আন্তর্জাতিক আইনের সুরক্ষা নিশ্চিত হয়।
এবারই প্রথম ইরান সদস্য রাষ্ট্র হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছে। সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে তেহরান নতুন কৌশলগত মিত্রতা গড়ে তোলার চেষ্টা করতে পারে বলে মত দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘নিউ ইয়র্ক টাইমস’।
বিবৃতিতে আরও বলা হয়, পশ্চিম এশিয়ার সংকটপূর্ণ পরিস্থিতি গোটা অঞ্চল ও বিশ্বের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। জোটটি এই পরিস্থিতি শান্তিপূর্ণ উপায়ে সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে।
ভোরের আকাশ//হ.র