ভারতীয় হুমকি মোকাবিলায় প্রস্তুতি: আইএসআই সদর দপ্তরে প্রধানমন্ত্রী শাহবাজ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মঙ্গলবার দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন। চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে বহিঃশক্তির সম্ভাব্য সামরিক হুমকি মোকাবিলায় পাকিস্তানের প্রস্তুতি সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।
কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া হামলার ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করার ইঙ্গিত দেয়, যা ইসলামাবাদ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। পাকিস্তান নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেছে, কোনো প্রমাণ ছাড়াই ভারত এই অভিযোগ করছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) বিবৃতিতে জানানো হয়, আইএসআই সদর দপ্তরে একটি বিশদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ব সীমান্তে ভারতের ‘আক্রমণাত্মক ও উসকানিমূলক মনোভাব’ এবং সেই প্রেক্ষিতে বহিঃশক্তির হুমকি মোকাবিলায় প্রস্তুতির বিষয় তুলে ধরা হয়।
ব্রিফিংয়ে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, হাইব্রিড যুদ্ধ কৌশল, ছায়া সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা এবং ঐতিহ্যবাহী সামরিক প্রস্তুতির দিকগুলো উঠে আসে।
শাহবাজ শরিফের সঙ্গে উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর উপস্থিত ছিলেন। এছাড়া, আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিক এবং সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীও উপস্থিত ছিলেন।
বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা রক্ষায় আগাম সতর্কতা, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং আভিযানিক সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
পাকিস্তান সরকার ভারতের প্রতি আহ্বান জানিয়েছে, তারা ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তির কার্যক্রম অবিলম্বে পুনরায় শুরু করুক। ভারত চলতি বছরের মে মাস থেকে এই চুক্তির কার্যক্রম স্থগিত করায় পাকিস্তান তাদের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতের রায় উল্লেখ করে চুক্তির বৈধতা ও কার্যকারিতা পুনর্ব্যক্ত করেছে।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (৩০ জুন) এক বিবৃতিতে জানিয়েছে, হেগের স্থায়ী সালিশি আদালতের ২৭ জুনের রায় সিন্ধু চুক্তির বৈধতা নিশ্চিত করেছে এবং ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত করতে পারে না। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা ভারতের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা চুক্তির স্বাভাবিক কার্যক্রম অবিলম্বে পুনরায় শুরু করে এবং নিজেদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে।’পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার এক্স-এ (পূর্বের টুইটার) পোস্টে বলেন, ‘আদালতের অতিরিক্ত রায় স্পষ্ট করে দিয়েছে কিশনগঙ্গা-রাতলে মামলার ওপর আদালতের এখতিয়ার রয়েছে এবং সিন্ধু জলচুক্তি সম্পূর্ণ বৈধ। ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত রাখতে পারে না। আন্তর্জাতিক চুক্তি রক্ষা করাই প্রত্যেক দেশের দায়িত্ব।’অপরদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২৭ জুন) জানিয়েছে, পাকিস্তানের আপত্তি ভিত্তিক অতিরিক্ত রায় তারা মেনে নেবে না। ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত সিন্ধু চুক্তির কার্যক্রম সাময়িক স্থগিত করে। পরে পাকিস্তান কিশনগঙ্গা ও রাতলে জলবিদ্যুৎ প্রকল্পের নকশা নিয়ে আদালতে আপত্তি জানায়।বর্তমানে দুই দেশের মধ্যে এই বিতর্ক গড়িয়ে উঠেছে আন্তর্জাতিক আদালতের রায় ও চুক্তি কার্যক্রমের প্রশ্ন নিয়ে, যা দক্ষিণ এশিয়ার জল সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।সূত্র: হিন্দুস্তান টাইমসভোরের আকাশ//হ.র
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় উদ্যোক্তা ও টেসলার সিইও ইলন মাস্ক ফের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বাজেট পরিকল্পনাকে। মঙ্গলবার (১ জুলাই) তিনি বলেছেন, বর্তমান বাজেট বিল দেশকে ঋণের দিকে ঠেলে দিচ্ছে এবং এ অবস্থা থেকে মুক্তির জন্য নতুন রাজনৈতিক দল গঠনের সময় এসেছে।মাস্ক তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আমরা একদলীয় দেশের বাসিন্দা, যার নাম ‘পোর্কি পিগ পার্টি’। এখন সময় এসেছে এমন একটি দল গঠনের, যারা আসলেই সাধারণ মানুষের কথা ভাববে।’তিনি যুক্তরাষ্ট্রের ফেডারেল ঋণসীমা ৫ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর প্রস্তাবকেও ‘পাগলামি’ বলে অভিহিত করেছেন। দীর্ঘদিন ধরে মাস্ক অভিযোগ করে আসছেন, দুই প্রধান রাজনৈতিক দল বাজেট ও ঋণ ব্যবস্থাপনায় দায়িত্বশীল নয়।মাস্ক আরও হুঁশিয়ারি দিয়েছেন, ‘যদি এই বিল পাস হয়, আগামীকালই আমরা ‘আমেরিকা পার্টি’ দেখতে পাবো।’ তাঁর মতে, ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই দলের বাইরের বিকল্প রাজনৈতিক দল দরকার, যা জনগণের প্রকৃত কণ্ঠস্বর তুলে ধরবে।তবে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের রাজনৈতিক প্রেক্ষাপটে তৃতীয় দল বা নতুন রাজনৈতিক আন্দোলন সফল হওয়া কঠিন বলে বিশেষজ্ঞরা মনে করেন।মাস্কের এই মন্তব্যের পর টেসলার শেয়ার মূল্য বড় ধরনের পতনের মুখে পড়ে, যা বাজারে রাজনৈতিক ও ব্যবসায়িক নেতাদের দ্বন্দ্বের প্রভাবকে প্রমাণ করে।সূত্র: টিআরটি ওয়ার্ল্ডভোরের আকাশ//হ.র
উত্তর কোরিয়া ও রাশিয়া দুই দেশ তাদের সাংস্কৃতিক সম্পর্ক ও পারস্পরিক বন্ধুত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। শনিবার (২৮ জুন) পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার শাসক কিম জং উন এবং রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী ওলগা লিউবিমোভা এক বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির খবরে জানা গেছে, রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী লিউবিমোভা কাজের জন্য উত্তর কোরিয়ায় অবস্থান করছেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদর দপ্তরে, যেখানে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুই দেশের প্রতিনিধি পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।কিম জং উন বলেন, ‘উভয় দেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে আরও গভীরভাবে জানার জন্য শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।’ তিনি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা এবং বোঝাপড়াকে আরও দৃঢ় করার জন্য সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।বৈঠকের পর কিম জং উন ও লিউবিমোভা এক সাংস্কৃতিক কনসার্টে অংশ নেন, যেখানে দুই দেশের ঐতিহ্যবাহী লোকসংগীত ও নৃত্য পরিবেশনা হয়। কিম জং উন রুশ শিল্পীদের ফুলের ঝুড়ি দিয়ে অভিনন্দন জানান।বিদায় অনুষ্ঠানে কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানানোর জন্য মন্ত্রী লিউবিমোভাকে অনুরোধ করেন।এই সাক্ষাৎ এমন সময় ঘটলো যখন রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের আশঙ্কা দেখা দিচ্ছে, বিশেষ করে পুতিনের সাম্প্রতিক পিয়ংইয়ং সফরের পর থেকে।ভোরের আকাশ//হ.র
কলকাতার দক্ষিণ কলকাতা আইন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশ্ন তোলার পাশাপাশি তারা দাবি করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে পদত্যাগ করতে হবে। বিজেপি অভিযোগ করেছে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) অভিযুক্তদের রক্ষা করার চেষ্টা করছে এবং নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।বিজেপির মুখপাত্র গৌরব বল্লভ বলেছেন, “একজন নারী মুখ্যমন্ত্রী থাকার পরও পশ্চিমবঙ্গ নারীদের প্রতি শোষণ ও অত্যাচারের ক্ষেত্রে শীর্ষস্থানে উঠে এসেছে। টিএমসি সর্বদা অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করে এবং নির্যাতিতার পরিবারকে সাহায্য করে না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানাচ্ছি, তারপরই নির্যাতিতার পরিবার ন্যায়বিচার পাবে।”এএনআই সংবাদ সংস্থাকে গৌরব বল্লভ আরও বলেন, “টিএমসি বিধায়করাও এমন বক্তব্য দিচ্ছেন, যা পুরো পরিস্থিতি হালকা করার চেষ্টা। তাদের উচিত ভাবা যে, যদি তাদের পরিবারের কোনো নারীর সঙ্গে এমন কিছু ঘটে, তাদের কেমন লাগত।”এদিকে, এই ঘটনাটি তদন্তের জন্য সোমবার বিজেপির চার সদস্যের তথ্য অনুসন্ধানকারী দল কলকাতায় পৌঁছেছে। দলটি পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবে।পুলিশ জানায়, ২৫ জুন কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া এই ঘটনার জন্য চারজনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে তিনজন মূল অভিযুক্ত এবং একজন কলেজের প্রহরী। তদন্ত চলাকালীন জানা গেছে, প্রধান অভিযুক্ত মনোজিত মিশ্রকে ভুক্তভোগী প্রত্যাখ্যান করেন। তবে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পরই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশ আরও কয়েকজনের জড়িত থাকার কথা বলেছে।এদিকে, এই ঘটনায় টিএমসি বিধায়ক মদন মিত্রকে ‘অবাঞ্ছিত ও অপ্রয়োজনীয়’ মন্তব্যের জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করেছে দলটি।ভোরের আকাশ//হ.র