নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৯ এএম
বঙ্গোপসাগরের লঘুচাপ নিম্নচাপে রূপ নিতে পারে, বাড়বে ভাপসা গরম
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার সন্ধ্যায় এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও ভারতের ওড়িশা উপকূলীয় এলাকায় অবস্থান করছিল বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
তবে এ নিম্নচাপের কারণে বাংলাদেশে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শুধু উপকূলীয় অঞ্চলে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং ভাপসা গরম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, “লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। তবে বাংলাদেশে এর প্রভাব সীমিত থাকবে। উপকূলীয় এলাকায় কিছু বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন দেশে বৃষ্টির প্রবণতা কম থাকবে। ফলে ভাপসা গরম অনুভূত হতে পারে। তবে ২৭ সেপ্টেম্বর থেকে বৃষ্টি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।”
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দুই-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারি বর্ষণও দেখা দিতে পারে।
ভোরের আকাশ//হ.র