বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুই দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে প্রথমটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এবং দ্বিতীয়টি ২৪ সেপ্টেম্বরের দিকে সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় প্রথম লঘুচাপের সৃষ্টি হতে পারে। দ্বিতীয়টি পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগর এলাকায় ২৪ সেপ্টেম্বরের দিকে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বাভাস:
- সোমবার (২২ সেপ্টেম্বর): সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
- মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর): সন্ধ্যা ৬টার পর খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহের দু-এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
- বুধবার (২৪ সেপ্টেম্বর): সন্ধ্যা ৬টার পর খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেটের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের দু-এক জায়গায় অস্থায়ী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে কোথাও কোথাও মাঝারি ভারী বর্ষণ হতে পারে।
- বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর): সন্ধ্যা ৬টার পর খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে, তাই সমুদ্রবন্দরে জাহাজ ও মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ভোরের আকাশ // হ.র