ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ০১:৩১ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্ব বসতি দিবস আজ সোমবার। দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারাদেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে– সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ আলোচনা সভা, র্যালি ও প্রদর্শনী।
বসতি দিবস উপলক্ষে গতকাল রোববার বাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের নগরাঞ্চলের টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নে বদ্ধপরিকর। রাজধানীসহ দেশের সব নগরাঞ্চলের উন্নয়নে সরকার বহুবিধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে।
এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য হলো— “সবার জন্য টেকসই নগর ভবিষ্যৎ” (উদাহরণস্বরূপ, প্রতিবার ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য থাকে)। এর মাধ্যমে নগরজীবনের চ্যালেঞ্জ যেমন—অতিরিক্ত জনসংখ্যা, যানজট, দূষণ, অপরিকল্পিত নগরায়ণ এবং অবকাঠামোগত দুর্বলতার পাশাপাশি মানুষের জন্য পর্যাপ্ত আবাসন নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।
বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্ব বসতি দিবসের তাৎপর্য বিশেষভাবে প্রাসঙ্গিক। রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর, যেখানে প্রতিনিয়ত জনসংখ্যার চাপ বাড়ছে। গ্রাম থেকে শহরে মানুষের অবিরাম অভিবাসন, জমির সংকট, অপরিকল্পিত ভবন নির্মাণ, পরিবেশ ধ্বংস এবং সাশ্রয়ী আবাসনের অভাব নগরজীবনকে জটিল করে তুলেছে।
জাতিসংঘ এ দিবসের মাধ্যমে সরকার, উন্নয়ন সংস্থা, নগর পরিকল্পনাবিদ এবং সাধারণ জনগণকে আহ্বান জানায় যাতে তারা নগর উন্নয়নে যৌথভাবে কাজ করে। টেকসই পরিবহন ব্যবস্থা, সবুজ এলাকা সংরক্ষণ, সাশ্রয়ী ও নিরাপদ আবাসন নির্মাণ, এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা সৃষ্টি করাই এই দিবসের মূল লক্ষ্য।
ভোরের আকাশ/এসএইচ