ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫ ১১:৩৭ এএম
যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্যমন্ত্রী এবং বোর্ড অব ট্রেডের প্রেসিডেন্ট জনাথন রেনল্ডস।
বুধবার (১১ জুন) ব্রিটিশ পার্লামেন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
একইদিন প্রধান উপদেষ্টার হোটেলে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল।
এ ছাড়া, মঙ্গলবার (১০ জুন) লন্ডনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক পৃথক ভাবে সাক্ষাৎ করেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ, কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বটচওয়ে এবং যুক্তরাজ্যের সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের ব্যানারে সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল।
বৈঠককালে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় সহায়তা করার আগ্রহ প্রকাশ করেন কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বটচওয়ে।
তিনি জানান, বাংলাদেশ চাইলেই কমনওয়েলথ সংবিধান সংস্কারসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা দিতে প্রস্তুত।
এর আগে, সোমবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চারদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। তাকে বহনকারী ফ্লাইটটি লন্ডনে পৌঁছায় পরদিন (মঙ্গলবার) সকাল ৭টা ০৫ মিনিটে।
ভোরের আকাশ/এসএইচ