নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫ ১২:০৭ এএম
ইশরাকের শপথ ইস্যুতে স্থানীয় সরকার বিভাগের বিজ্ঞপ্তি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তাঁর সমর্থকরা টানা পাঁচদিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আগামী সোমবার (১৯ মে) নগর ভবনে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁরা অবস্থান কর্মসূচি পালন করবেন।
এই প্রেক্ষাপটে রোববার (১৮ মে) স্থানীয় সরকার বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, ইশরাক হোসেনের শপথ বিষয়ে রিট মামলার আদালতের সিদ্ধান্ত আসা পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হবে না।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ নির্বাচনি ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেটকে চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। সেই সঙ্গে শপথ অনুষ্ঠান না করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়। এছাড়া রায়ে প্রতারণার অভিযোগ এনে ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাইকোর্টে বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় রাস্তায় আন্দোলন আদালতের প্রতি অবজ্ঞার শামিল। এ কারণে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। স্থানীয় সরকার বিভাগ এই আন্দোলন থেকে সরে আসার জন্য রাজনৈতিক দলটির প্রতি আহ্বান জানিয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে জয়ী হন। কিন্তু চলতি বছরের ২৭ মার্চ নির্বাচন ট্রাইব্যুনাল তাপসকে পরাজিত ঘোষণা করে ইশরাককে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। তবে এখনও তাঁর শপথ অনুষ্ঠান হয়নি।
এ বিষয়ে বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, আদালতের রায় ও ইসির গেজেট অনুযায়ী ইশরাকের শপথে কোনো বাধা নেই। ব্যারিস্টার ওমর ফারুক ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দুইজনেই মনে করেন, শপথ না করানো উদ্দেশ্যপ্রণোদিত ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব এড়ানোর ইঙ্গিত বহন করে।
ভোরের আকাশ//হ.র