ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫৩ পিএম
ফাইল ছবি
বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদকে বাংলাদেশ চা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, মেসবাহ উদ্দিন আহমেদ বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনের স্থলাভিষিক্ত হবেন। রবিবার এক প্রজ্ঞাপনে সরওয়ার হোসেন রাষ্ট্রদূত পদে নিয়োগ পান।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি আদেশ অনুযায়ী, মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে কর্মরত। তাকে প্রেষণে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি প্রেষণে বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ