নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৪ পিএম
আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
তিনি জানান, নির্বাচনের সময় মাঠ প্রশাসনের ব্যবহারের জন্য ৩০০টি গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রস্তাব ছিল আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার, সেটি বাতিল করা হয়েছে। আগের সরকারের এমপিদের জন্য আমদানি করা ৩০–৪০টি গাড়ি সরকার জব্দ করেছে। প্রতিটি গাড়ির দাম প্রায় ৫ কোটি টাকা। এই গাড়িগুলো নির্বাচনের সময় ব্যবহার করা হবে।
বৈঠকে অর্থ উপদেষ্টা আরও জানান, জাপানে এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে যোগ্য প্রার্থীদের জাপানি ভাষা শেখা বাধ্যতামূলক হবে। এছাড়া যেকোনো ধরনের দক্ষতা থাকলেও জাপানে চাকরির সুযোগ থাকবে।
এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান একীভূতকরণের বিষয়ে তিনি বলেন, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ২২টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানও একীভূত করার চিন্তাভাবনা চলছে। তবে কোনো ব্যাংক একীভূত হলেও আমানতকারীদের জন্য কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দেন তিনি।
ভোরের আকাশ//হ.র