নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ০৪:১১ এএম
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় রাসায়নিকের গুদাম ও পাশের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পুরোপুরি আগুন নিভে যায়নি। আগুন নিয়ন্ত্রণে থাকলেও ধোঁয়া ও রাসায়নিক পদার্থের কারণে পরিস্থিতি রয়ে গেছে জটিল। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নেভাতে কয়েকদিন সময় লাগতে পারে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, “ঘটনাস্থলে এখনো বিভিন্ন রাসায়নিক পদার্থ রয়েছে, যার কারণে ধোঁয়া বের হচ্ছে। কেমিক্যাল আগুনের বিষয়টি সাধারণ অগ্নিকাণ্ড থেকে আলাদা। এখানে বিভিন্ন ধরনের রাসায়নিকের সংমিশ্রণ রয়েছে, তাই আমাদের বাড়তি সতর্কতা ও সময় প্রয়োজন। এ ধরনের ঘটনায় একটি নির্ধারিত প্রটোকল অনুসরণ করতে হয়।”
তিনি আরও জানান, “বুধবার সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করবে। তাদের সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই না অপ্রয়োজনীয় ঝুঁকি নিয়ে দ্রুত কাজ করতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটুক।”
ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন, “আগুন আপাতদৃষ্টিতে নিয়ন্ত্রণে থাকলেও তা আবারও জ্বলে উঠতে পারে। সে জন্য ফায়ার সার্ভিসের একটি দল সারারাত ঘটনাস্থলে অবস্থান করবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে।” "আগুন নিয়ন্ত্রণে থাকলেও একে সম্পূর্ণ নির্বাপণ বলা যাবে না," উল্লেখ করে মহাপরিচালক বলেন, "এটি সাধারণ কোনো অগ্নিকাণ্ড নয়। দ্রুত নির্বাপণের চেষ্টা করলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। টঙ্গীর আগুন নেভাতেও সাত থেকে আট দিন সময় লেগেছিল। এখানেও সময় লাগতে পারে। তবে নিরাপত্তার বিষয়টি সবচেয়ে অগ্রাধিকার পাচ্ছে।”
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৬টি পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। আগুনের তীব্রতায় মরদেহগুলো এতটাই ঝলসে গেছে যে, পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা ছাড়া উপায় নেই।
ঘটনাস্থলে দেখা গেছে, বহু মানুষ নিখোঁজ স্বজনদের খোঁজে ছবি হাতে ছুটে এসেছেন। অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। নিহতদের মধ্যে অনেকেরই পরিচয় শনাক্তে সময় লাগবে বলে জানিয়েছে প্রশাসন।
মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটে রূপনগরের শিয়ালবাড়ি এলাকার একটি রাসায়নিকের গুদাম এবং পাশের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ১২টি করা হয়।
ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। একই সঙ্গে নিখোঁজদের উদ্ধারে ও পরিচয় শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী, ডিএনএ পরীক্ষাগার ও স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে।
ভোরের আকাশ // হ.র