রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট।মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। কিন্তু রাস্তায় প্রচণ্ড যানজট থাকায় আমাদের কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো খবর এখনও আসেনি।ভোরের আকাশ/এসএইচ
২৫ নভেম্বর ২০২৫ ০৬:১৬ পিএম
রাজধানীর কুড়িলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
রাজধানীর কুড়িলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) পাশে রিকশা গ্যারেজে ভয়াবহ আগুন লেগেছে। এসময় টিনশেডের কিছু বাসাবাড়িতেও আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৭টা ৩৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৭টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, রাজধানীর বসুন্ধরা কুড়াতলীতে রিকশা গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।ভোরের আকাশ/এসএইচ
১৮ নভেম্বর ২০২৫ ০৯:৩৯ পিএম
ইন্দোনেশিয়ায় বিক্ষোভের আগুনে পুড়ল পরিষদ ভবন, নিহত ৩
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাস্সারে বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) প্রাদেশিক পরিষদ ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এতে অন্তত তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।বিক্ষোভের সূত্রপাত সংসদ সদস্যদের বাড়িভাড়া ও ভাতা বাড়ানোর সিদ্ধান্ত ঘিরে। মাসিক ভাতা প্রায় আড়াই লাখ টাকা (৩ হাজার ডলার) পর্যন্ত বাড়ানো হলে সাধারণ মানুষের ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর মধ্যেই পুলিশের গাড়িচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু পরিস্থিতিকে আরও ঘনীভূত করে।রাজধানী জাকার্তাসহ বিভিন্ন প্রদেশে শুক্রবার ও শনিবার ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা বাস ও ট্রেন চলাচল ব্যাহত করেন, কয়েকটি যানবাহনে আগুন দেন এবং টোল প্লাজা ও সরকারি ভবনেও অগ্নিসংযোগ করেন।পুলিশি গাড়িচাপায় নিহত মোটরসাইকেল আরোহীর বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রোবোও সুবিয়ান্তো। তিনি দায়ীদের শাস্তির আশ্বাস দিয়ে জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। প্রোবোও বলেন, "একটি পক্ষ সবসময় অস্থিতিশীলতা তৈরি করতে চায়, জনগণকে সতর্ক থাকতে হবে।"এ ঘটনায় সাত পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মোহাম্মদ বাগির বলেন, "আমরা চাই পুলিশ প্রধানকে অপসারণ করা হোক এবং হত্যার দায়ে সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করা হোক। পুলিশ জনগণের বন্ধু, ক্ষমতাসীনদের নয়।"সূত্র: বিবিসি, আল জাজিরাভোরের আকাশ//হ.র
৩০ আগস্ট ২০২৫ ০২:৫৩ পিএম
চট্টগ্রামে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
চট্টগ্রামে বাকলিয়া এক্সেস রোডে ঝুটের গুদাম ও একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত ২টার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। এরপর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাতে প্রথমে ঝুটের গুদামে আগুন লাগে। এরপর পাশের প্লাস্টিক কারখানা ও কয়েকটি বাসাবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানা যায়, রাত ২টার সময় আগুনের সংবাদ পান তারা। এরপর ৪টি স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাতে ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও এখন পর্যন্ত পুরোপুরি নির্বাপণ করা যায়নি।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান বলেন, পর্যাপ্ত পানি না থাকায় বিপদে পড়তে হচ্ছে। কারখানায় থাকা দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। তবুও রাত ৪টা ৪৫ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।ভোরের আকাশ/মো.আ.
১৫ আগস্ট ২০২৫ ১১:৪৪ পিএম
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
রাজধানীর মতিঝিল এলাকার সেনা কল্যাণ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। তিনি জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।বিস্তারিত আসছে.. ভোরের আকাশ/হ.র
চট্টগ্রামে সিআরবির মালিপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডেন ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখায় পুরোপুরি পুড়ে গেছে ২০টি ঘর। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টায় নগরীর সিআরবির মালিপাড়া এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। পরে সকাল ৬টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে জানা যাবে।প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকাটিতে নিম্ন ও সাধারণ শ্রেণির মানুষ বসবাস করতেন। ভোরে যখন এই আগুন লাগে তখন অনেকে ঘুমন্ত অবস্থায় ছিলেন। যে কারণে আগুনের খবর অনেকেই তাৎক্ষণিক বুঝতে পারেনি। এ কারণে মালামাল বের করতে না পারায় পুড়ে যাওয়া ঘরের মালিকদের লোকসান বেশি হয়েছে। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে অনেকেই এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তারাও তাদের সার্টিফিকেট বের করতে পারেননি।ভোরের আকাশ/এসএইচ