× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে যুদ্ধবিমান বিধ্বস্ত

হতাহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি

নিখিল মানখিন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ০৯:৪০ এএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। খোদ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নিহতের তালিকায় দেখা দিয়েছে ভিন্নতা। শুরু থেকেই হতাহতের সংখ্যা লুকোচুরির অভিযোগ করে আসছেন মাইলস্টোনের শিক্ষার্থীরা। কিন্তু নিহতের সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর। হতাহতের সংখ্যাকে কেন্দ্র করে গত মঙ্গলবার আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষও ঘটেছে। এই ইস্যুতে মাইলস্টোনে নিয়ন্ত্রণ কক্ষ করার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 

আর মাইলস্টোন কর্তৃপক্ষও  এ বিষয়ে  ৬ সদস্যের কমিটি গঠন করেছে। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত-নিহতদের পরিবারে চলছে আহাজারি। শোকে স্তব্ধ হয়ে গেছে নিহতদের পরিবার। আর হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে দগ্ধ শিশুরা। এমন পরিস্থিতিতেও থেমে নেই হতাহতের সংখ্যা নিয়ে আলোচনা-সমালোচনার।

বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাটি জাতীয় ও আন্তর্জাতিক মহলকে নাড়া দিয়েছে। অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান শোকবার্তা পাঠিয়েছেন। যারা ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন, তাদের প্রত্যেকের হৃদয়ই কেঁপে উঠেছে। তাই হতাহতের বিষয়টি নিয়ে পারস্পরিক দোষারোপের ইতি টানা উচিত। শুরু থেকেই ইস্যুটি সরকার কেন্দ্রীয়ভাবে মনিটরিং করলে এমন বিভ্রান্তি সৃষ্টি হতো না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- দুই রকম তথ্য দিয়েছে। গতকাল বুধবার দুপুর ১টা পর্যন্ত হালনাগাদ তথ্যে ওই ঘটনায় এখন পর্যন্ত ২৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে বুধবার পর্যন্ত সংবাদ বিজ্ঞপ্তিতে মৃতের সংখ্যা ৩২ জন বলে উল্লেখ করেছে আইএসপিআর।

নিহত ২৯, চিকিৎসাধীন ৬৯ : স্বাস্থ্য মন্ত্রণালয়
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গতকার বুধবার পর্যন্ত ২৯ জন মারা গেছেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৯ জন। এদিন দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত এক হালনাগাদ তথ্যে এ কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হাসান মো. মঈনুল আহসান এতে স্বাক্ষর করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪৪ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২১ জন, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ১ জন, শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন, উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন এবং হিউম্যান এইড রিসার্চ ল্যাব অ্যান্ড হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন। আর মৃতদের মধ্যে ১১ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, ১৫ জন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন, লুবানা জেনারেল হাসপাতালে ১ জন, এবং ইউনাইটেড হাসপাতালে ১ জন মারা গেছেন।

মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে 
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান তিনি।

লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। অনেকেই না বুঝে এসব গুজবে বিশ্বাস করছেন।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই, কোনো পূর্ব নির্দেশনা ছাড়াই বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে দ্রুত সাড়া দিয়েছে; যেমনটি সবসময় করে থাকে। আমাদের সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস আমাদের নেই। আমি নিজে এবং আইএসপিআর টিম সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম।

সামি উদ দৌলা চৌধুরী বলেন, অতএব, আইএসপিআরের পরিচালক হিসেবে আমি স্পষ্টভাবে ঘোষণা করছি, যেকোনো গণমাধ্যম চাইলেই এ বিষয়ে তদন্ত করতে পারে, বা সংশ্লিষ্ট যেকোনো স্থান পরিদর্শন করতে পারে। আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করতে প্রস্তুত আছি এবং আপনাদের যেকোনো প্রয়োজনে সর্বাত্মকভাবে সহযোগিতা করব।

উল্লেখ্য, সোমবারের বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর।

হতাহতের সংখ্যা গরমিল নিয়ে যা বলেন ডা. সায়েদুর রহমান
আইএসপিআরের সঙ্গে তথ্যে গরমিল কেন হচ্ছে, এর ব্যাখ্যায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানিয়েছেন, উত্তরা আধুনিক মেডিক্যাল থেকে একজনের মৃতদেহ সিএমএইচে পাঠানো হয়েছে। সেই সংখ্যাটি নিয়ে আমাদের তথ্যের পার্থক্য দেখা দিয়েছে। আমরা বলেছি ১৫ জন, সিএমএইচে ১৫ জনের মৃতদেহ আছে। যদিও আইএসপিআরের তথ্যে ১৬ জন বলা আছে। তথ্যের পার্থক্যগুলো দূর হতে একটু সময় লাগবে। এছাড়া আইএসপিআরের তথ্যে লুবানা হাসপাতাল অন্তর্ভুক্ত হয়েছে। ওই হাসপাতালের তথ্য সম্পর্কে যোগাযোগ করা হয়েছে। তাদের রেজিস্ট্রিতে কোথাও মৃত্যু নেই। কিন্তু তারা মুখে বলছে, দুজনকে মৃত অবস্থায় তাদের অভিভাবকেরা নিয়ে এসেছিলেন। ওই দুজনের নাম পরে কোনও হাসপাতালে আসেনি।

বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব
উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ও নিহতদের তথ্যের স্বচ্ছতার জন্য স্কুলে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালুর কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে একথা জানান তিনি।

পোস্টে তিনি উল্লেখ করেন, ২০০২ থেকে ২০২৪ সালের মধ্যে অসংখ্য বড় বড় দুর্যোগ নিয়ে রিপোর্ট করা এমন একজন হিসেবে আমি বলতে দিতে পারি যে, বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব। প্রাথমিকভাবে, পরিবারগুলো তাদের প্রিয়জনদের নিখোঁজ হিসেবে রিপোর্ট করে, তবে হাসপাতাল এবং কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়া গেলে তারা সাধারণত তাদের আত্মীয়দের শনাক্ত করতে পারে। এক্ষেত্রে মাইলস্টোন কলেজ প্রতিদিনের উপস্থিতির রেকর্ড ক্রস-রেফারেন্স করে হিসাব বহির্ভূতদের শনাক্ত করতে পারে।

তিনি উল্লেখ করেন, গতকাল স্কুল পরিদর্শনের সময় স্বচ্ছতা নিশ্চিত করতে দুজন উপদেষ্টা স্কুল ক্যাম্পাসে একটি কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দেন। এই সুবিধাটি আহত এবং মৃতদের সংখ্যা সম্পর্কে নিয়মিত আপডেট সরবরাহ করবে, স্কুলের রেজিস্ট্রারের সঙ্গে পরিসংখ্যান মিলাবে। গুরুত্বপূর্ণভাবে, উপদেষ্টারা কন্ট্রোল রুমের কার্যক্রমে বর্তমান শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিলেন। আমরা আশা করছি আজ এটি পুরোপুরি কার্যকর হবে।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণকারীদের অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট সরবরাহ করছে এবং সেনাবাহিনী এই প্রচেষ্টায় অবদান রাখছে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি যে হতাহতের পরিসংখ্যানকে খাটো করে দেখার কোনও কারণ সরকারের নেই।

মাইলস্টোনে আহত-নিহতদের তালিকা তৈরিতে ৬ সদস্যের কমিটি
যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত-নিহত ও নিখোঁজদের নাম-ঠিকানাসহ তালিকা তৈরিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কর্তৃপক্ষ। গত মঙ্গলবার অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত এই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা (শিক্ষার্থী: যাইমা জাহান, চতুর্থ শ্রেণি) এবং দ্বাদশ শ্রেণির দুই শিক্ষার্থী-মারুফ বিন জিয়াউর রহমান ও মো. ভাসনিম ভূঁইয়া প্রতিক। কমিটিকে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সরাসরি ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্ট পরিবারদের সঙ্গে যোগাযোগ এবং নিশ্চিত তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

৬ লাশের দাবিদার ১১ জনের ডিএনএ সংগ্রহ 
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বিকৃত হয়ে যাওয়া ছয় লাশ শনাক্তে দাবিদার ১১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বুধবার বিকাল পর্যন্ত এই নমুনা সংগ্রহ করা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসপি) শম্পা ইয়াসমিন।

তিনি জানান, সম্মিলিত সামরিক হাসপাতালে থাকা ছয় মরদেহ বা দেহাবশেষ থেকে ১১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর বিপরীতে সিআইডিতে এসে এখন পর্যন্ত ১১ জন দাবিদার তাদের রক্তের নমুনা দিয়ে গেছেন। তাদের মধ্যে এক পরিবারের একাধিক ব্যক্তিও রয়েছেন।

এদিকে, এই ঘটনায় নিখোঁজদের পরিবারের সদস্যদের মালিবাগে সিআইডি ভবনে ডিএনএ ম্যাচিংয়ের জন্য নমুনা দেওয়ার অনুরোধ জানিয়েছে সরকার। গতকাল সরকারি এক  তথ্য বিবরণীতে এই অনুরোধ জানানো হয়।

ঢুকতে দেওয়া হচ্ছে না মাইলস্টোন ক্যাম্পাসে 
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রবেশে সাংবাদিক এবং অভিভাবকদের বাধা দিচ্ছে কর্তৃপক্ষ। শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ প্রবেশ করতে পারছেন না। গতকাল বুধবার সকাল থেকে এই বিধিনিষেধ জারি করে মাইলস্টোন কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের ভেতর থেকে তালা ঝুলিয়ে রেখেছে কর্তৃপক্ষ। ফটকের ভেতরে নিরাপত্তাকর্মীরা দাঁড়িয়ে আছেন। পুলিশের কয়েকজন সদস্যও সেখানে বসে আছেন। বাইরে গণমাধ্যমকর্মী এবং অভিভাবকরা দাঁড়িয়ে আছেন। এর মধ্যে আশপাশের এলাকায় উৎসুক জনতাও আছেন। তাদের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, তার জবাবে নিরাপত্তাকর্মীরা জানান, স্কুল কর্তৃপক্ষ তাদের নিষেধ করেছেন।

হতাহতের সংখ্যা নিয়ে ভুল তথ্য না ছড়ানোর অনুরোধ মাইলস্টোন শিক্ষিকার
যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত, আহত ও নিখোঁজ ব্যক্তিদের প্রকৃত সংখ্যা নির্ধারণে একটি কমিটি গঠন করেছে শিক্ষা প্রতিষ্ঠানটি। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন ওই প্রতিষ্ঠানের এক শিক্ষিকা।

গত মঙ্গলবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অফিশিয়াল ফেইসবুক পেইজে শিক্ষিকা পূর্ণিমা দাস লেখেন, “আমি মাইলস্টোনের হায়দার আলী ভবনের একজন শিক্ষিকা। আপনাদেরকে দুই হাত জোর করে বলছি, ভুল তথ্য ছড়াবেন না।”

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনো তথ্যের গরমিল

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনো তথ্যের গরমিল

মেহেরিনের আত্মত্যাগের প্রশংসা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মেহেরিনের আত্মত্যাগের প্রশংসা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মাইলস্টোন স্কুলে ২৭ জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু

মাইলস্টোন স্কুলে ২৭ জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু

মাইলস্টোন স্কুলে প্রবেশে কড়াকড়ি

মাইলস্টোন স্কুলে প্রবেশে কড়াকড়ি

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের সমবেদনা

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের সমবেদনা

 টঙ্গীতে সন্ত্রাসীদের হামলায় পাইলট স্কুলের তিন শিক্ষার্থী আহত

টঙ্গীতে সন্ত্রাসীদের হামলায় পাইলট স্কুলের তিন শিক্ষার্থী আহত

 না‌জিরপু‌রে জামায়া‌তের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

না‌জিরপু‌রে জামায়া‌তের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

 হঠাৎ বিকট শব্দ শুনতে পেলাম।! কিছু একটা ব্লাস্ট হলো

হঠাৎ বিকট শব্দ শুনতে পেলাম।! কিছু একটা ব্লাস্ট হলো

 ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ও জাল স্বাক্ষর নিয়ে রিজভীর সতর্কবার্তা

ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ও জাল স্বাক্ষর নিয়ে রিজভীর সতর্কবার্তা

 হোসেনপুরে গলায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

হোসেনপুরে গলায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

 গাইবান্ধায় যাত্রীবাহী বাস থেকে গাঁজাসহ গ্রেফতার ১

গাইবান্ধায় যাত্রীবাহী বাস থেকে গাঁজাসহ গ্রেফতার ১

 রাতে যেসব জেলায় ঝড় বইতে পারে

রাতে যেসব জেলায় ঝড় বইতে পারে

 নাজুক রাষ্ট্র ব্যবস্থাকে উন্নত করাই মূল লক্ষ্য এনসিপির: নাহিদ ইসলাম

নাজুক রাষ্ট্র ব্যবস্থাকে উন্নত করাই মূল লক্ষ্য এনসিপির: নাহিদ ইসলাম

 মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক দগ্ধ শিক্ষার্থীর মৃত্যু

মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক দগ্ধ শিক্ষার্থীর মৃত্যু

 দেশের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে যেতে চাই: সিইসি

দেশের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে যেতে চাই: সিইসি

 পিরোজপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে জবাই করে হত্যা

পিরোজপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে জবাই করে হত্যা

 শাহজালাল বিমানবন্দরে যাত্রীর সঙ্গে দুজনের বেশি প্রবেশ নয়

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর সঙ্গে দুজনের বেশি প্রবেশ নয়

 ৫ অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা: আবহাওয়া অফিস

৫ অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা: আবহাওয়া অফিস

 গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র

গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র

 দলের মতো দেশ নিয়ন্ত্রণের ক্ষমতাও রয়েছে জামায়াতের: শফিকুর রহমান

দলের মতো দেশ নিয়ন্ত্রণের ক্ষমতাও রয়েছে জামায়াতের: শফিকুর রহমান

 সিঙ্গাপুরের আরেকটি চিকিৎসক দল ঢাকায়

সিঙ্গাপুরের আরেকটি চিকিৎসক দল ঢাকায়

 চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায়

চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায়

 একদল গণতন্ত্র বানচাল করতে চায়: মুশফিকুর রহমান

একদল গণতন্ত্র বানচাল করতে চায়: মুশফিকুর রহমান

 রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান মারা গেছেন

রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান মারা গেছেন

সংশ্লিষ্ট

দেশের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে যেতে চাই: সিইসি

দেশের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে যেতে চাই: সিইসি

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর সঙ্গে দুজনের বেশি প্রবেশ নয়

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর সঙ্গে দুজনের বেশি প্রবেশ নয়

সিঙ্গাপুরের আরেকটি চিকিৎসক দল ঢাকায়

সিঙ্গাপুরের আরেকটি চিকিৎসক দল ঢাকায়

চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায়

চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায়