রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রবেশে কঠোর কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন।বুধবার (২৩ জুলাই) সকাল থেকে মূল ফটক বন্ধ করে ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।সরেজমিন ঘুরে দেখা গেছে, সকাল ৯টার দিকে কলেজের গেটের সামনে ভিড় করছেন শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ উৎসুক জনতা। কেউ কেউ মোবাইল ফোনে ছবি ও ভিডিও তুলছেন। তবে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।গেটের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্য মো. রফিক বলেন, সকাল থেকে কোনো গণমাধ্যম বা সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখন কলেজ কর্তৃপক্ষের হাতে কোনো নিয়ন্ত্রণ নেই, সবকিছু তদারকি করছে পুলিশ।মাইলস্টোন গ্রুপের ডিরেক্টর ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান রাসেল তালুকদার বলেন, আমি এখনো এ বিষয়ে কিছু জানি না। একটি মিটিংয়ে আছি। বিস্তারিত পরে জানাচ্ছি।উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে তেজগাঁও বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও ১৬৪ জন।ভোরের আকাশ/এসএইচ
২৩ জুলাই ২০২৫ ১১:২৮ এএম
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের সমবেদনা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। সোমবার (২১ জুলাই) সংস্থাটির বাংলাদেশ মিশন থেকে এক বার্তায় এ সমবেদনা জানানো হয়।এতে বলা হয়, সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের বাংলাদেশ মিশন আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। পাশাপাশি এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। বার্তায় আরও বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই দুর্ঘটনায় শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।নিহতদের পরিবার এবং পরিজনদের প্রতি জাতিসংঘ সমবেদনা জানাচ্ছে উল্লেখ করে বার্তায় বলা হয়, আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। সেই সঙ্গে মঙ্গলবার (২২ জুলাই) ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোক পালনে জাতিসংঘের বাংলাদেশ মিশন যোগ দেবে। সবশেষে আরও বলা হয়, এই মর্মান্তিক জরুরি পরিস্থিতিতে জাতিসংঘ অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানাচ্ছে।ভোরের আকাশ/জাআ
২২ জুলাই ২০২৫ ১০:০৩ এএম
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে মর্মান্তিক হতাহতের ঘটনায় ইআবি ভিসির শোক
ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।তিনি মর্মান্তিক এই দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে কোমলমতি শিক্ষার্থীসহ যারা নিহত হয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনা করেন এবং যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের সকলের দ্রুত সুস্থতা কামনা করেন। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সাথে তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানান। উল্লেখ্য, আজ সোমবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি প্রশিক্ষণ বিমান আকস্মিক উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে পতিত হয়ে বিধ্বস্ত হয়। এতে স্কুলের অনেক কোমলমতি শিক্ষার্থী নিহত এবং অনেকে অগ্নিদগ্ধ ও আহত হয়।মর্মান্তিক এই দুর্ঘটনায় বাংলাদেশ সরকার আগামীকাল জাতীয় শোক ঘোষণা করেছে। মঙ্গলবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধ্বনমিত রাখা হবে। জোহর নামাজের পরে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দুআ মাহফিল অনুষ্ঠিত হবে।ভোরের আকাশ/জাআ