ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ ০৩:০৯ পিএম
ছবি : সংগৃহীত
রোহিঙ্গাদের প্রতি অটল সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর ঢাকায় তুরস্কের পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ কৃতজ্ঞতা জানান। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মেহমেত আকিফ ইয়িলমাজ। তিনি তুরস্ক-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন।
সাক্ষাতের আগে, দক্ষিণ-পূর্ব কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন তারা এবং তুর্কি প্রতিষ্ঠান ও এনজিওর মানবিক কার্যক্রমসহ একটি তুর্কি ফিল্ড হাসপাতালের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন।
২০১৭ সালের আগস্ট থেকে বাংলাদেশে প্রায় ১৩ লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে অধিকাংশই মিয়ানমারে সামরিক অভিযানের পর পালিয়ে এসেছে বাংলাদেশে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরাবস্থা আমাদের সময়ের অন্যতম মানবিক সংকট। এই মানুষরা কেবল মুসলিম হওয়ার কারণে কষ্টভোগ করছে, এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’
সাক্ষাতকালে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ এবং মানবিক উদ্যোগে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘এই দায়িত্ব গ্রহণের পর থেকে আমি তুরস্কের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আরও গভীর করার দিকে মনোযোগ দিয়েছি।’
মানবিক ও উন্নয়নমূলক সহযোগিতায় বাংলাদেশের প্রতি অবিচলিত সহায়তা ও ঐক্যের জন্য তিনি তুরেস্কের প্রেসিডেন্ট ও তার স্ত্রীর প্রশংসা করেন।
ভোরের আকাশ/মো.আ.