নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১০:৫৭ পিএম
নতুন বাংলাদেশ গড়তে বিভাজন করা যাবে না: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে কোনো বিভাজন গ্রহণযোগ্য নয়।” তিনি এ কথা বলেন নগরীর যাত্রামোহন (জেএম) সেন হলে কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের ধর্ম মহাসম্মেলনে।
তিনি আরও বলেন, “মানুষের মধ্যে আশা ও প্রত্যাশা জাগ্রত হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে হলে দেশে সব ধর্ম, সংস্কৃতি থাকবে এবং সবার অধিকার নিশ্চিত থাকবে। এটি সংবিধান ও গণতন্ত্রের সঙ্গে কোনো সংঘর্ষ ঘটাবে না।”
আমীর খসরু উল্লেখ করেন, শ্রীকৃষ্ণ দ্বাপরযুগে অন্যায়-অবিচার থেকে মানব সমাজকে মুক্ত করতে জন্মগ্রহণ করেছিলেন এবং কংসসহ অসুরদের বধ করে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেন, “আজ বিশ্বের বিভিন্ন দেশে হানাহানি ও যুদ্ধ চলছে। এই সময়ে সবার সহনশীলতা অপরিহার্য। যারা মানুষ হত্যা করছে, তারা ধর্ম, বর্ণ বা সংস্কৃতির নামে তা করছে।”
বিএনপির নেতা অসাম্প্রদায়িক পরিচয়ের গুরুত্বও তুলে ধরে বলেন, “সংবিধান অনুযায়ী সব মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। প্রকৃত অসাম্প্রদায়িক হলে দেশে হানাহানি থাকবে না। ‘সংখ্যালঘু’ শব্দও প্রয়োজন নেই, আমরা সবাই বাংলাদেশি।”
তিনি আরও যোগ করেন, “একটি জাতি, একটি দেশ, একটি সমাজ হিসেবে আমরা একত্র। যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, তারা বারবার ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষ সাম্প্রদায়িকতাকে ঘৃণা করে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, পাচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ রবীশ্বরানন্দ পুরী মহারাজ এবং ভোলানন্দ গিরি মন্দিরের অধ্যক্ষ উমেশানন্দ গিরি মহারাজ।
ভোরের আকাশ//হ.র