ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫ ১০:৪৮ এএম
সংগৃহীত ছবি
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মোট ২০৮টি ফ্লাইটে ৮০ হাজার ৭২৩ বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন।
শনিবার (৩১ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
এতে আরও জানানো হয়, ২০৮টি ফ্লাইটের মাধ্যমে তারা সৌদি পৌঁছেছেন। যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৪টি, সৌদি এয়ারলাইনসের ৭৬টি, ফ্লাইনাস এয়ারলাইনস ২৮ ফ্লাইট পরিচালনা করেছে।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে সৌদি পৌঁছান ৪০ হাজার ২৪৯ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে ২৯ হাজার ১৪৪ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ফ্লাইটে ১১ হাজার ৩৩০ জন হজযাত্রী সৌদি পৌঁছান।
এ ছাড়া এ বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ পুরুষ ও একজন নারী।
গত ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৩৯৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ৩১ মে শেষ হবে এ ফ্লাইট পরিচালনা। ১০ জুন থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ১০ জুলাই।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন পাঁচ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০টি।
ভোরের আকাশ/এসএইচ