ভুটানকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ। আজ নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক দল ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত ভেন্যু পরিবর্তন করে কিংস অ্যারেনার অনুশীলন মাঠে অনুষ্ঠিত হয় এই ম্যাচ।
চার ম্যাচে টানা জয় তুলে নিয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ। সমান ম্যাচে নেপাল ৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। পরবর্তী ম্যাচে উভয় দল জয় পেলে ২১ জুলাইয়ের বাংলাদেশ-নেপাল ম্যাচ হয়ে উঠবে অলিখিত ফাইনাল।
আজকের ম্যাচে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। খেলার নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ভুটান সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠে। যদিও বাংলাদেশ একটি পেনাল্টি মিস করে, তবু শেষ দিকে আরও দুই গোল যোগ করে সহজ জয় নিশ্চিত করে।
এর আগে গত ম্যাচেও ভুটানকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের প্রথমার্ধ কিংস অ্যারেনোয় ১-০ গোলে এগিয়ে ছিল লাল-সবুজরা। দ্বিতীয়ার্ধে ভুটান সমতা আনলেও, শান্তি মারডির হ্যাটট্রিকে শেষ পর্যন্ত বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ভোরের আকাশ/হ.র
সংশ্লিষ্ট
২০২৫ নারী ক্রিকেট বিশ্বকাপ পাকিস্তানের জন্য যেন এক দুঃস্বপ্নের নাম হয়ে রইল। টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়ে শেষ পর্যন্ত কোনো জয় না পেয়েই আসর শেষ করেছে ফাতিমা সানার দল। আর এই ব্যর্থতার দায় এসে পড়েছে দলের প্রধান কোচ মোহাম্মদ ওয়াসিমের কাঁধে। শ্রীলঙ্কায় ব্যর্থ বিশ্বকাপ অভিযানের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা দিয়েছে দলের প্রধান কোচ ওয়াসিমের সঙ্গে চুক্তি আর নবায়ন করা হবে না।বোর্ড জানিয়েছে, নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। টুর্নামেন্টে পাকিস্তানের পারফরম্যান্স ছিল আশানুরূপের চেয়ে অনেক নিচে। টানা তিন ম্যাচে হারের মুখে পড়ে দলটি-প্রথমে বাংলাদেশ, এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে।এরপর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে কিছুটা লড়াই করলেও সেই দুই ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সবচেয়ে বড় পরাজয় আসে ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে-১৫০ রানের বিশাল ব্যবধানে। ২০২৪ সালের জুনে নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিম। নতুন দলে উজ্জীবন আনার প্রত্যাশা ছিল সবার, কিন্তু তার নেতৃত্বে পাকিস্তান নারী দল উল্টো আরও পিছিয়ে গেছে বলে মনে করছে বোর্ড।ভোরের আকাশ/এসএইচ
২০২২ কাতার বিশ্বকাপে দীর্ঘ তিন যুগের শিরোপাখরা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। এরপর থেকে প্রায় নিয়মিতই তাকে একটি প্রশ্নের মুখে পড়তে হয়। প্রতিবারই সেই প্রশ্ন ভবিষ্যতের হাতে ছেড়ে দেন এই আলবিসেলেস্তে মহাতারকা। এবারও প্রায় একই কথা জানালেন। পুরো ফিট থাকলে ২০২৬ বিশ্বকাপে খেলতে চান বলে জানিয়েছেন মেসি।মূলত বিশ্বকাপে খেলবেন কি না সেই প্রশ্নের জবাবে বড় বাধা বয়স এবং শারিরীক সামর্থ্য। ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন অধিনায়ক যদিও বর্তমানে বেছে বেছে খেলছেন। নতুন চ্যালেঞ্জ নিতে ইউরোপের সীমানা মাড়িয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)। দুই মৌসুম খেলে ফেলার পর নতুন করে আরও তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মেসি। মায়ামির সঙ্গে সাম্প্রতিক এই চুক্তির পরই অনেকের দাবি, ২০২৬ বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা আরও জোরালো হলো!সর্বোচ্চ ৮ বারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপে খেলা প্রসঙ্গে কথা বলেছেন এনবিসি নিউজের সঙ্গে। তিনি জানান, এটি অসাধারণ একটি ব্যাপার হবে যদি বিশ্বকাপে খেলতে পারি এবং আমিও সেটাই চাই। পুরো ফিট অবস্থায় আমি সেখানে থাকতে পছন্দ করব এবং গুরুত্বপূর্ণ অংশ হয়ে দলকে সহায়তা করতে চাই। তবে বিষয়টি আমি মূল্যায়ন করছি ডে-টু-ডে ভিত্তিতে। যখন আগামী বছরের (ইন্টার মায়ামির) প্রি-সিজন শুরু হবে, তখন দেখব আমি শতভাগ ফিট কি না। যদি সেরকম মনে হয়, তাহলে আমি সিদ্ধান্ত নেব।এখন পর্যন্ত ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের পাঁচ আসরে খেলে ফেলেছেন মেসি। এরপরও জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলা স্বপ্নের মতো বলে মনে করেন তিনি, আমি সত্যিই (খেলতে) আগ্রহী, কারণ এটি বিশ্বকাপের মঞ্চ। আমরা গত আসরে চ্যাম্পিয়ন হয়েছি এবং শিরোপা ধরে রাখার সক্ষমতা আছে। সেই লক্ষ্যে আবারও মাঠে নামাটা হবে আকর্ষণীয়, কারণ প্রত্যেকেরই জাতীয় দলের হয়ে (বিশ্বকাপ) খেলার স্বপ্ন থাকে।২০ বছরেরও বেশি সময় ধরে পেশাদার ফুটবল খেলছেন মেসি। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সেই বার্সেলোনার সিনিয়র দলে অভিষেক, এরপর পিএসজিতে দুই মৌসুম থেকে ২০২৩ সালে যোগ দেন ইন্টার মায়ামিতে। আমেরিকান লিগটিতে তার যোগ দেওয়ার পেছনে ২০২৬ বিশ্বকাপের ভূমিকা আছে বলেই শুরু থেকে অনেকে বলে আসছেন। সম্প্রতি ডেভিড বেকহ্যামের ক্লাবটির সঙ্গে আরও ৩ বছরের চুক্তি করায় সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে।ফুটবল ক্যারিয়ারে সাবেক এই বার্সেলোনা ফরোয়ার্ডের প্রায় সকল অর্জনই সম্পন্ন হয়েছে। বিশ্বকাপ দিয়ে সেই পূর্ণতা পেয়ে স্বভাবতই তৃপ্ত মেসি, (বিশ্বকাপ জেতা) এটি আমার জীবনের স্বপ্ন ছিল। সত্যিকার অর্থে আমার পেশাদার ক্যারিয়ারে কেবল এই একটা ট্রফিই পাওয়ার বাকি ছিল। ব্যক্তিগতভাবে প্রায় সব জেতায় নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করি। আর দলগতভাবে বার্সেলোনার হয়ে যা পেয়েছি, তা প্রতিটি খেলোয়াড়েরই স্বপ্ন থাকে। যখন কেনো ফুটবলারকে আপনি বড় স্বপ্নের কথা জিজ্ঞেস করবেন, তার উত্তর হবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া।আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে ১৯৫টি ম্যাচ খেলেছেন এলএমটেন। যেখানে আলবিসেলেস্তেদের হয়ে তিনি রেকর্ড সর্বোচ্চ ১১৪টি গোল করেছেন। ২০২৬ বিশ্বকাপে তিনি নাম লেখালে সেটি হবে বিশ্বফুটবলের সর্বোচ্চ এই আসরে ষষ্ঠবারের মতো মেসির মাঠে নামা।ভোরের আকাশ/তা.কা
হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল স্বাগতিক বাংলাদেশ। তিন টি-টোয়েন্টি ম্যাচ প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৬ রানে জয় পেয়েছে উইন্ডিজ।সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হয় ম্যাচ। শুরুতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৬ রান করেছেন শাই হোপ। এছাড়া ৪৪ রান আসে পাওয়েলের ব্যাট থেকে। জবাবে ১৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪৯ রান করে বাংলাদেশ।বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৪ ওভারে ৩৬ রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ দুই উইকেট। তারা হলেন-ব্র্যান্ডন কিং ও শারফেন রাদারফোর্ডের। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ছিলেন ৪ ওভারে দেন মাত্র ১৫ রান। তেব তিনি যদিও উইকেট পাননি। রিশাদ হোসেন নেন একটি উইকেট, তবে তানজিম হাসান সাকিব ছিলেন ব্যর্থ, ৪ ওভারে দেন ৪৭ রান।ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অ্যালিক আথানেজ ২৭ বলে করেন ৩৪ রান। যাতে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। তার সঙ্গী ব্র্যান্ডন কিং। তিনি করেন ৩৬ বলে ৩৩ রান। তারা ৫৯ রানের পার্টনারশিপ গড়ে তুলেন।আথানেজ আউট হওয়ার পর মাঠে নামেন অধিনায়ক শাই হোপ। অন্যপ্রান্তে রভম্যান পাওয়েল।তানজিম হাসান সাকিবের শেষ ওভারে টানা তিন ছক্কা হাঁকিয়ে ২৮ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এতে ছিল এক চার ও চারটি ছক্কা। হোপ মাত্র ২৮ বলে ৪৬ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন। তাদের জুটিতে শেষ দিকে যোগ ৫০ রানের বেশি। এতে স্কোর দাঁড়ায় ১৬৫ রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন সিলস ও জেসন হোল্ডার। আকিল হোসেন পেয়েছেন ২টি ও খারি পিয়েরে নিয়েছেন একটি। আগামী ২৯ অক্টোবর সন্ধ্যায় সাড়ে ৬টায় একই মাঠের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।ভোরের আকাশ/এসএইচ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ জিতেছিল বাংলাদেশ দল। এবার টি-টোয়েন্টিতে মাঠে নামতে যাচ্ছে লিটন বাহিনী। এর আগে ক্যারিবিয়ানদের মাটিতে তাদের হারিয়েছিল টাইগাররা। এবার সেই হারের প্রতিশোধ নিতে চাইবে সফরকারীরা। অন্যদিকে নিজেদের আধিপত্য বজায় রাখার চ্যালেঞ্জ টাইগারদের সামনে।সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।একাদশে আজ ৪ পরিবর্তন এনেছে বাংলাদেশ। একটা পরিবর্তন অবশ্য নিশ্চিতই ছিল। অধিনায়ক লিটনের ফেরা। তাকে জায়গা দিতে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে খেলা মোহাম্মদ সাইফউদ্দিন এই সিরিজেই জায়গা পাননি। বাকি তিন পরিবর্তন হচ্ছে-পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক ও শরীফুল ইসলাম বদলের একাদশে সুযোগ পেয়েছেন তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। এর আগে ঘরের মাঠ মিরপুরে তিন ম্যাচের সিরিজে ক্যারিবিয়ানদের ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ।বাংলাদেশ একাদশলিটন দাস, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিব, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।ওয়েস্ট ইন্ডিজ একাদশব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানাজে, শাই হোপ (অধিনায়ক), রোস্টন চেস, শেরফান রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডন সিলস।ভোরের আকাশ/এসএইচ