ছবি- সংগৃহীত
আগামী ১৪ নভেম্বর থেকে কাতারে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট। মঙ্গলবার (৪ নভেম্বর) আসন্ন এই টুর্নামেন্টের জন্য চমক রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের এই দলকে নেতৃত্ব দেবেন আকবর আলী।
এছাড়া দলে রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি রাব্বি, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো পরীক্ষিত ক্রিকেটাররা। তরুণ তারকাদের মধ্যে দলে জায়গা পেয়েছেন জিসান আলম, আরিফুল ইসলাম, জাওয়াদ আবরার ও মেহেরব হাসান অহিন।
এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দল প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে হংকং, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা দলকে। ১৫ নভেম্বর, ১৭ নভেম্বর ও ১৯ নভেম্বর তিন ম্যাচে মাঠে নামবে আকবররা। ২১ নভেম্বর আসরের দুটি সেমিফাইনাল এবং ২৩ নভেম্বর মাঠে গড়াবে ফাইনাল ম্যাচটি। সবগুলো ম্যাচই হবে কাতাদের দোহায়।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড
জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, মেহেরব হাসান অহিন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, মোহাম্মদ স্বাধীন ইসলাম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
বাংলাদেশের ম্যাচের সূচি
বাংলাদেশ বনাম হংকং: ১৫ নভেম্বর
বাংলাদেশ বনাম আফগানিস্তান: ১৭ নভেম্বর
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ১৯ নভেম্বর
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ সালাউদ্দিন। দায়িত্ব গ্রহণের এক বছর না যেতেই তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে।গত বছরের ৫ নভেম্বর এই পদে যোগ দিয়েছিলেন তিনি, আর ঠিক এক বছরের মাথায় দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন।সালাউদ্দিনের বিদায়ের খবরে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তার স্থলাভিষিক্ত ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের নাম। সাবেক অধিনায়ক ও এক সময়ের তারকা ব্যাটার আশরাফুলের জাতীয় দলে কোচ হিসেবে ফেরা বাংলাদেশের ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা বলেই বিবেচিত হচ্ছে। ঠিক আগের দিনই বিসিবি তাকে আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ হিসেবে ঘোষণা দেয়।এমন অবস্থায় অনেকেই ধরে নিয়েছিলেন, সালাউদ্দিন ও আশরাফুলের মধ্যে কোনো মনোমালিন্য রয়েছে। তবে আশরাফুল নিজেই সেই ধারণা উড়িয়ে দিয়েছেন। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সবার সঙ্গেই আমার সম্পর্ক ভালো। সালাউদ্দিন ভাইয়ের সঙ্গেও সম্পর্ক চমৎকার। আমি যখন অধিনায়ক ছিলাম, তখনও তিনি কোচিং করেছেন। তাই যেভাবে ভাবা হচ্ছে, আসলে তেমন কিছু নয়।’দীর্ঘদিন পর আবারও জাতীয় দলের ড্রেসিংরুমে ফিরতে পেরে আশরাফুল বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘ক্রিকেট ছাড়ার পর থেকেই কোচিং নিয়ে ভাবছিলাম। মাঠে থাকতে চেয়েছি বলেই কোচিংয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, আবারও বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে।’তিনি আরও জানান, খেলোয়াড় হিসেবে ১৩ বছরের অভিজ্ঞতা এখন নতুন প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নিতে চান। তার বিশ্বাস, ব্যাটিংয়ে কৌশল নয়, মানসিক দৃঢ়তাই পারফরম্যান্সের মূল চাবিকাঠি। ‘আমি চাই ক্রিকেটাররা মানসিকভাবে শক্ত হয়ে উঠুক,’ বলেন আশরাফুল। ‘যত বেশি স্থির থাকা যায়, তত ভালো খেলা সম্ভব। আমি তাদের সেই মানসিক প্রস্তুতি নিয়েই কাজ করব।’ব্যাটিং স্ট্যান্স বা কৌশল বদলে দেওয়ার প্রশ্নে আশরাফুল বরাবরই সতর্ক, ‘প্রত্যেক ক্রিকেটারের নিজস্ব ধরন আছে। যেমন চন্দরপল নিজের ভিন্ন স্টাইলে হাজারো রান করেছেন। তাই তাদের খেলার ধরন পরিবর্তন নয়, বরং আত্মবিশ্বাস ও মানসিক শক্তির দিকেই গুরুত্ব দিতে হবে।’ভোরের আকাশ/মো.আ.
নতুন মৌসুমে একের পর এক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনাকে। বেলজিয়ামের ক্লাব ব্রুগের কাছে এবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। যেখানে ৩ দফায় পিছিয়ে প্রতিবারই সমতায় ফেরে হ্যান্সি ফ্লিকের দল। তবে শেষ পর্যন্ত তাদের ৩–৩ সমতা নিয়েই ফিরতে হলো। বাধা উৎরানো হয়নি লামিনে ইয়ামালের দৃষ্টিনন্দন এক গোলের পরও।উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি খেলতে বেলজিয়ামে উড়ে গিয়েছিল বার্সা। যেখানে স্বাগতিকরা প্রতিবারই লিড নিয়ে তাদের বড় চমকই দিয়েছে। যদিও ম্যাচজুড়ে সবদিক থেকে আধিপত্য ছিল কাতালানদের। ক্লাব ব্রুগের পক্ষে কার্লোস ফোর্বস জোড়া এবং নিকোলো ট্রেসোল্ডি একটি গোল করেন। অন্যদিকে, ফেররান তোরেস ও লামিনে ইয়ামাল একটি করে গোলে ব্যবধান কমান। তাদের তৃতীয় গোলটি আসে ব্রুগ ফুটবলারের আত্মঘাতী অবদানে।৭৭ শতাংশ বলের পজেশন নিয়ে বার্সেলোনা গোল পেতে মোট ২৩টি শট নিয়েছিল, এর মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। বিপরীতে ১১ শটের ৬টি লক্ষ্যে ছিল ব্রুগের। এর আগে বেলজিয়ামের ক্লাবটির সঙ্গে দু’বারের দেখায় জিতেছিল বার্সা। এবার আর সেই সৌভাগ্য হলো না। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৬ ম্যাচে স্প্যানিশ জায়ান্টদের জয় মাত্র দুটি, বাকি ৩টিতে হার এবং একটিতে ড্র করেছে। ব্রুগের ম্যাচে অবশ্য তাদের জন্য স্বস্তির খবর ইনজুরি কাটিয়ে ফিরেছেন রবার্ট লেভান্ডফস্কি।ম্যাচের প্রথমার্ধেই ব্রুগ লিড নেয় ২-১ ব্যবধানে। মাত্র সাত মিনিটের মাথায় তাদের এগিয়ে দেন ট্রোসোল্ডি। ফোর্বসের বাড়ানো ক্রসে তিনি বল জালে জড়ান। প্রায় একইভাবে দুই মিনিটের মধ্যে বার্সাকে সমতায় ফেররান তোরেস। তিনি ফারমিন লোপেজের ক্রসে ছুটে গিয়ে গোলটি করেছেন। আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝে ১৭ মিনিটে আবারও স্বাগতিকদের গোল। এবার ফোর্বস প্রতি-আক্রমণে গিয়ে আড়াআড়ি শটে বার্সার জালে দ্বিতীয় গোলটি করেন। বিরতির আগে জুল কুন্দের একটি শট গোলবারে লাগে এবং তোরেস দারুণ এক সুযোগ হাতছাড়া করে বাইরে মেরে দিয়ে।বিরতির পর গোল পেতে মরিয়া বার্সার পক্ষে অল্প সময়ের মধ্যে দুটি শট নেন লোপেজ-ইয়ামাল। দু’বার ব্রুগ গোলরক্ষক নর্ডিন জ্যার্কাস তাদের হতাশ করেছেন। ৫৯ মিনিটে এরিক গার্সিয়ার জোরালো এক শট ফেরে ক্রসবারে লেগে। দুই মিনিট বাদেই স্প্যানিশ জায়ান্টদের সমতায় ফেরান ইয়ামাল। তার এই গোলটি ছিল চোখে লেগে থাকার মতো। অনেকে আবার লিওনেল মেসির সঙ্গে মেলাতে চাইবেন। স্প্যানিশ ফরোয়ার্ড ডি বক্সের বাইরে বল পেয়ে দু’জনকে কাটিয়ে দানি ওলমোকে বাড়িয়ে ডি বক্সে ঢুকে পড়েন। ফিরতি পাস পেয়ে পায়ের কারিকুরিতে আরও দু’জনের বাধা এড়িয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান ইয়ামাল।বার্সার সেই স্বস্তি কেড়ে নেন ফোর্বস। রক্ষণচেরা এক পাস পেয়ে তিনি বল জালে জড়ান গোলপোস্ট ঘেঁষে। ৬৯ মিনিটে ইয়ামালের বাঁকানো শট গোলরক্ষকের বাধায় কর্নারে পরিণত হয়। ৭৭ মিনিটে ফের সমতায় ফেরে বার্সেলোনা। এখানে ইয়ামালের অবদান আছে ঠিক, তবে তার শট স্বাগতিক ফুটবলার ক্রিস্টোস জলিসের মাথায় লেগে দিক পাল্টে জালে জড়ায়। বাকি সময় বার্সাকে আটকে রেখে আর লিড পেতে দেয়নি ব্রুগ। ফলে ৩-৩ সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় কাতালানদের।এখন পর্যন্ত ৪ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ের পর ৭ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান ১১ নম্বরে। চার ম্যাচের সবকটিতেই জিতে শীর্ষ তিনে আছে যথাক্রমে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান।ভোরের আকাশ/তা.কা
বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দিন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদে চুক্তি থাকা সত্ত্বেও মাত্র এক বছরের মাথায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।ক্রিকেট সংবাদভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, নিজের বর্তমান ভূমিকায় অসন্তুষ্ট হওয়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।ক্রিকবাজকে সংক্ষিপ্ত বক্তব্যে সালাহউদ্দিন কেবল ‘হ্যাঁ, আমি পদত্যাগ করছি’ বলে নিশ্চিত করেছেন, তবে এর চেয়ে বেশি কিছু জানাতে চাননি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, পদত্যাগপত্রে সালাহউদ্দিন লিখেছেন, এখন আর নিজের ভূমিকায় কাজ করে তিনি আনন্দ পাচ্ছেন না।সালাহউদ্দিনের এই পদত্যাগের সিদ্ধান্ত এমন এক সময়ে যখন বিসিবি আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।আগামী ৬ নভেম্বর আয়ারল্যান্ড দল বাংলাদেশ সফরে আসছে। এই সফরে তারা দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে।ভোরের আকাশ/মো.আ.
আগামী ১৪ নভেম্বর থেকে কাতারে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট। মঙ্গলবার (৪ নভেম্বর) আসন্ন এই টুর্নামেন্টের জন্য চমক রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের এই দলকে নেতৃত্ব দেবেন আকবর আলী।এছাড়া দলে রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি রাব্বি, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো পরীক্ষিত ক্রিকেটাররা। তরুণ তারকাদের মধ্যে দলে জায়গা পেয়েছেন জিসান আলম, আরিফুল ইসলাম, জাওয়াদ আবরার ও মেহেরব হাসান অহিন।এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দল প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে হংকং, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা দলকে। ১৫ নভেম্বর, ১৭ নভেম্বর ও ১৯ নভেম্বর তিন ম্যাচে মাঠে নামবে আকবররা। ২১ নভেম্বর আসরের দুটি সেমিফাইনাল এবং ২৩ নভেম্বর মাঠে গড়াবে ফাইনাল ম্যাচটি। সবগুলো ম্যাচই হবে কাতাদের দোহায়।বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডজিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, মেহেরব হাসান অহিন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, মোহাম্মদ স্বাধীন ইসলাম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।বাংলাদেশের ম্যাচের সূচিবাংলাদেশ বনাম হংকং: ১৫ নভেম্বরবাংলাদেশ বনাম আফগানিস্তান: ১৭ নভেম্বরবাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ১৯ নভেম্বরভোরের আকাশ/এসএইচ