ক্রীড়া প্রতিবেদক,
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ০১:১৪ এএম
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার ডারউইনে ‘টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই প্রতিযোগিতায় অংশ নিতে বৃহস্পতিবার রাতে প্রথম দফায় রওনা দেয় ক্রিকেটাররা। সিরিজে শক্তিশালী দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নামবে বাংলাদেশ, তবে লক্ষ্য একটাই-চ্যাম্পিয়ন হওয়া।
যাত্রার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের তরুণ ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী ও মাহিদুল ইসলাম অঙ্কন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। উভয়ের কণ্ঠেই ছিল দৃঢ় আত্মবিশ্বাস ও প্রতিশ্রুতি। মৃত্যুঞ্জয় বলেন, টুর্নামেন্টে অনেকগুলো ম্যাচ থাকায় নিজেকে মেলে ধরার সুযোগ থাকবে এবং তিনি সেই সুযোগ কাজে লাগাতে প্রস্তুত। ব্যক্তিগতভাবে পাঁচ উইকেট নেওয়া ও হাফসেঞ্চুরির লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তিনি।
মাহিদুল ইসলাম অঙ্কন মনে করছেন, গতবার ফাইনালে হারানোর যন্ত্রণাই এবার তাদের সবচেয়ে বড় প্রেরণা। এবার তিনি ও পুরো দল শিরোপা জয়ের জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারলেই সফলতা সম্ভব বলে মনে করেন অঙ্কন।
টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষের তালিকায় রয়েছে পাকিস্তান শাহীনস, নেপাল জাতীয় দল, পার্থ স্কোর্চার্স, মেলবোর্ন স্টারস, অ্যাডিলেড স্ট্রাইকার্সসহ স্থানীয় রাজ্য ও ফ্র্যাঞ্চাইজি দলগুলো। এ ধরনের প্রতিযোগিতা অনেক দেশের অভিজ্ঞ ও প্রতিভাবান ক্রিকেটারদের মুখোমুখি হওয়ার সুযোগ এনে দেয়। তবে এবার বাংলাদেশের লক্ষ্য শুধু শিখে ফেরা নয়, বরং জিতে ফেরা-এমনটা জানিয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান।
সিরিজের সূচি অনুযায়ী, বাংলাদেশ ‘এ’ দল ৯ আগস্ট ডারউইনে পৌঁছাবে। প্রথম ম্যাচ ১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে। এরপর একে একে তারা খেলবে নেপাল, পার্থ স্কোর্চার্স, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, মেলবোর্ন স্টারস এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল।
এই সিরিজ শেষে বাংলাদেশের তরুণরা আরও একটি চ্যালেঞ্জ নেবেন। দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচ- যা অনুষ্ঠিত হবে ২৮ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। যদিও ম্যাচটির ভেন্যু এখনও নির্ধারিত হয়নি।
ভোরের আকাশ/তাকা