ফাইল ছবি
দীর্ঘ ছয় বছর পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) সভাপতি হিসেবে ফিরলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
সোমবার (২২ সেপ্টেম্বর) কলকাতায় সিএবির ৯৪তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় মহারাজের গোটা প্যানেল।
২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবির সভাপতি ছিলেন সৌরভ। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ায় সরে দাঁড়ান তিনি। বড় ভাই স্নেহাশীষ গাঙ্গুলীর ছয় বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় ফের সভাপতির চেয়ারে বসলেন তিনি।
এবার দায়িত্ব নিয়ে নজর দিচ্ছেন ইডেন গার্ডেন্সে টেস্ট ক্রিকেট ফেরানোর দিকে। আগামী ১৪ নভেম্বর বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের লাল বলের ম্যাচ আয়োজিত হবে এই ভেন্যুতে। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক দিন-রাতের টেস্টের পর ইডেনে এটিই প্রথম টেস্ট। বিসিসিআই সভাপতি থাকাকালীন সেই ম্যাচ আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন সৌরভ।
গাঙ্গুলী বলেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা দারুণ হবে। ওরা বিশ্বচ্যাম্পিয়ন। মাঠ, দর্শক, পিচ সবকিছুই আছে। শুধু ভালোভাবে আয়োজন করতে হবে। ৫৩ বছর বয়সী গাঙ্গুলীর আরেকটি বড় পরিকল্পনা আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে। ইডেনে সেমিফাইনালসহ গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনে আশাবাদী তিনি, বোর্ডের সঙ্গে কথা বলবো। ওরাও নতুন সদস্য। আমি নিশ্চিত, ইডেন বড় ম্যাচ আয়োজন করবে।
দীর্ঘমেয়াদে আরও বড় স্বপ্ন দেখছেন সৌরভ। ইডেন গার্ডেন্সকে ফের এক লাখ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ভেন্যুতে রূপান্তর করতে চান তিনি। বর্তমানে সংস্কারের পর সেখানে জায়গা আছে ৬৮ হাজার দর্শকের। পরিকল্পনা সফল হলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পর ইডেনই হবে ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
দুবাইয়ে এশিয়া কাপ সেমিফাইনালে পাকিস্তানকে ১৩৬ রানের লক্ষ্য দাঁড় করিয়ে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ১২৪ রান, ফলে পাকিস্তান ১১ রানের জয় নিয়ে ফাইনালে পৌঁছেছে। আগামী ২৮ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে শিরোপার লড়াই অনুষ্ঠিত হবে।বাংলাদেশের ইনিংস শুরুতেই উইকেট হারায়। শূন্য রানে ফেরেন পারভেজ ইমন, এরপর তাওহীদ হৃদয়ও দ্রুত আউট হন। ভারতের বিপক্ষে ফিফটি করা সাইফের চেষ্টা ব্যর্থ হয়; হারিস রউফের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে সাইম আইয়ুবের হাতে ধরা পড়েন মাত্র ১৮ রানে।উইকেটকিপার নুরুল হাসান সোহানও দায়িত্বপূর্ণ ব্যাটিং করতে ব্যর্থ হন। লিটন দাসের অনুপস্থিতিতে নেতৃত্বে থাকা জাকের আলি দলের বিপদ আরও বাড়ান। শেষ দিকে শামীম পাটোয়ারী ২৫ বলে ৩০ রান করলেও তা দলের হারের ব্যবধান কমাতে যথেষ্ট হয়নি। রিশাদ হোসেনও কিছুটা ঝলক দেখালেন, তবে শেষ পর্যন্ত টাইগাররা জয় বাঁচাতে পারেনি।পাকিস্তানের ইনিংসে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেছেন মোহাম্মদ হারিস, পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি ও হারিস রউফ দুইজনই ৩টি করে উইকেট শিকার করেন। বাংলাদেশ পক্ষ থেকে তাসকিন আহমেদ ২৮ রানে ৩ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার হন। মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন দুটি করে উইকেট শিকার করেন।বাংলাদেশের ব্যাটিং কার্যত দায়িত্বজ্ঞানহীন ছিল; শেষ পর্যন্ত পাকিস্তানকে সহজ জয় উপহার দেয়। ভোরের আকাশ/হ.র
সুপার ফোরের অলিখিত সেমিফাইনালে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে ১৩৫ রানে থেমেছে পাকিস্তান। দুবাইয়ে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে এই সংগ্রহ দাঁড় করায় বাবর আজমের দল।পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেছেন মোহাম্মদ হারিস। শেষদিকে তার সঙ্গে মোহাম্মদ নাওয়াজ (১৫ বলে ২৫) মিলে লড়াইয়ের পুঁজি গড়ে তোলেন। প্রমোশন পেয়ে ওপরে নামা শাহিন শাহ আফ্রিদি জীবন পেয়ে ১৩ বলে করেন ১৯ রান।শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। মাত্র ৫ রানে দুই ওপেনার ফেরান তাসকিন আহমেদ ও শেখ মেহেদি। এরপর ফখর জামান (১৩), হুসেইন তালাত (৩) ও অধিনায়ক সালমান আলি আগা (১৯) খুব বেশি সুবিধা করতে পারেননি।বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ। তিনি ৪ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন তুলে নেন দুটি করে উইকেট, একটি পান শেখ মেহেদি।এখন জাকের আলী অনিকের দলকে ফাইনালে উঠতে হলে জিততে হবে ১৩৬ রানের লক্ষ্য তাড়া করে। ভোরের আকাশ/হ.র
দুবাইয়ের আকাশ আজ এক ভিন্ন উত্তেজনায় থরথর করছে। মরুর বুকে আলোকোজ্জ্বল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রূপ নিচ্ছে এক মহারণের মঞ্চে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। আনুষ্ঠানিকভাবে নাম দেওয়া না হলেও এই ম্যাচটি আসলে এক অলিখিত সেমিফাইনাল, কারণ জিতলেই ফাইনাল, হারলেই বিদায়।টানা ম্যাচ খেলার ধকল সামলে মাঠে নামতে হচ্ছে টাইগারদের। ভারতের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই পাকিস্তানের বিপক্ষে নামতে হচ্ছে সাকিব-তামিমদের। লক্ষ্য একটাই ফাইনাল নিশ্চিত করা।পাকিস্তানের বিপক্ষে পরিসংখ্যান অতীতের মতো সহজ নয়। টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ২৫ বারের মুখোমুখিতে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৫টিতে। এশিয়া কাপে দুই দলের ১৫ দেখায় জয় এসেছে কেবল ২ বার। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে। ২০২৪ সালের পর থেকে সব ফরম্যাট মিলিয়ে দুই দলের ৮ ম্যাচে জয়-হার সমান ৪টি করে। ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জয় ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়েছে।তিনি বলেন, বাংলাদেশ ভালো দল। তারা ভালো ক্রিকেট খেলছে। একটুও ছাড় দেওয়া যাবে না। আমাদের তিন বিভাগেই (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) ভালো করতে হবে। শুরুর ধাক্কাটা দিতে পারলেই ম্যাচের নিয়ন্ত্রণ থাকবে আমাদের হাতে। তবে নিজে এখন সেরা ছন্দে নেই শাহিন। নতুন বলে উইকেট এনে দিতে ব্যর্থ হচ্ছেন, হারিয়েছেন আগের সেই ভয়ংকর ভাবমূর্তি। তবুও আত্মবিশ্বাস হারাচ্ছেন না এই বাঁহাতি পেসার।তিনি আরও বলেন, আপনি আমাকে বাদ দিতে চান? আমি পাকিস্তানের জন্য জীবন দিতেও রাজি। হারিসের কথা বলছেন, সে তো বাংলাদেশের বিপক্ষে লাহোরে সেঞ্চুরি করেছিল। সাইমও বোলিংয়ে অবদান রাখছে। ব্যাটিংয়ে সময় লাগতেই পারে।অন্যদিকে, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টে ছন্দে ফিরেছে বাংলাদেশ। তবে আজকের ম্যাচে থাকবে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন লিটন দাসের ফিটনেস। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলতে না পারা টাইগার অধিনায়ককে পাকিস্তানের বিপক্ষে পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে।ভোরের আকাশ/এসএইচ
মেজর লিগ সকারে (এমএলএস) দারুণ ছন্দে রয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা প্রায় প্রতি ম্যাচেই নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করাচ্ছেন গোল। সবশেষ নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ম্যাচেও নিজে জোড়া গোলের পাশাপাশি সতীর্থের গোলে রেখেছেন বড় অবদান। তাতে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ৪-০ গোলের জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। প্রথমার্ধের ৪৩ মিনিটে সতীর্থ বালতাসার রদ্রিগেজকে দিয়ে গোল করান মেসি। আর দ্বিতীয়ার্ধের ৭৪ এবং ৮৬ মিনিটে দুই গোল করেন তিনি। আর তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে এদিন ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন লুইস সুয়ারেজ।এই জয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ৩১ ম্যাচে শীর্ষে থাকা রয়েছে ফিলাডেলফিয়ার পয়েন্ট ৬০। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে এফসি সিনসিনাটির। নিউইয়র্ক সিটিকে হারানোর মধ্য দিয়ে এমএলএস কাপ প্লে-অফে নিজেদের জায়গা চূড়ান্ত করেছে মায়ামি।এদিন জোড়া গোল করার মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন মেসি। মেজর লিগ সকারে টানা দুটি মৌসুমে অন্তত ৩৫টি গোলে অবদান রাখা প্রথম খেলোয়াড় হয়েছেন তিনি। এছাড়া গোল্ডেন বুটের দৌড়েও বেশ এগিয়ে গেছেন মেসি। এখন তার গোল সংখ্যা ২৪। মোট ৩৭টি গোলে অবদান (গোল + অ্যাসিস্ট) রেখে এখন এমএলএসের শীর্ষে আছেন তিনি।ভোরের আকাশ/মো.আ.