× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সভাপতির দায়িত্ব পেয়েই অস্ট্রেলিয়া পাড়ি দিলেন বুলবুল

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ০১:০৬ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিনই অস্ট্রেলিয়া গেছেন আমিনুল ইসলাম বুলবুল। সোমবার অনুষ্ঠিত বিসিবির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন দেশের সাবেক অধিনায়ক বুলবুল।

নির্বাচনের পরদিন মঙ্গলবার অনুষ্ঠিত হয় বোর্ড সভা, যেখানে নতুন পরিচালকদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। একই রাতে রাজধানীতে আয়োজিত হয় ‘নাইট অব সেলিব্রেশন’। সেই অনুষ্ঠানের পরই আজ ভোরে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়েন বিসিবি সভাপতি।

বিসিবি সূত্রে জানা গেছে, বুলবুলের পরিবার বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতেই তিনি সেখানে গেছেন। প্রায় এক সপ্তাহ পর তার দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে সভাপতি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় বুলবুল বলেছিলেন, “বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি। অল্প সময়ের জন্য এসে যখন ছোট ছোট কাজ শুরু করেছিলাম, সাফল্যগুলো চোখে পড়েছিল। সেই সাফল্যের টানেই থেকে গেছি। দেশকে সেবা দেওয়ার এই সুযোগ হাতছাড়া করতে চাইনি।”

বুলবুল জানিয়েছেন, দায়িত্বের শুরুতেই তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।

“কে বোর্ডে আছেন বা কে নেই, সেটা বড় বিষয় নয়। আমরা সবাই দেশের ক্রিকেটের উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। প্রয়োজনে তামিমদের মতো সিনিয়র ক্রিকেটারদের কাছেও যাব। নির্বাচনের আগে বিতর্ক থাকতেই পারে, তবে আমরা গঠনতন্ত্র মেনে নির্বাচন করেছি,”— বলেন তিনি।

নতুন দায়িত্ব পাওয়ার পর বুলবুল বিসিবির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্বও নিজের হাতে রেখেছেন। এর মধ্যে রয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল, ওয়ার্কিং কমিটি এবং গ্রাউন্ডস কমিটি।

অন্যদিকে, ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্বে থাকছেন নাজমুল আবেদীন ফাহিম।
গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান হয়েছেন ইশতিয়াক সাদেক এবং বয়সভিত্তিক ক্রিকেট কমিটির নেতৃত্বে আছেন আসিফ আকবর।

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ হয়েছেন হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান, আর আবদুর রাজ্জাক পেয়েছেন মহিলা উইংয়ের দায়িত্ব। তবে বিসিবির সাবেক সহসভাপতি ফারুক আহমেদ কোনো কমিটিরই প্রধান হননি।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
বিসিবি নির্বাচন ৪ অক্টোবর

বিসিবি নির্বাচন ৪ অক্টোবর

সিরিজ খেলতে না  আসায় ভারত, আর্থিক লোকসানে বিসিবি

সিরিজ খেলতে না আসায় ভারত, আর্থিক লোকসানে বিসিবি

বিসিবির পরিচালক পদে নির্বাচন করবেন আমিনুল ইসলাম বুলবুল

বিসিবির পরিচালক পদে নির্বাচন করবেন আমিনুল ইসলাম বুলবুল

বিসিবির পরিচালক পদে নির্বাচন করবেন আমিনুল ইসলাম বুলবুল

বিসিবির পরিচালক পদে নির্বাচন করবেন আমিনুল ইসলাম বুলবুল

বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা বুলবুলের

বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা বুলবুলের

 ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

সংশ্লিষ্ট

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

সভাপতির দায়িত্ব পেয়েই অস্ট্রেলিয়া পাড়ি দিলেন বুলবুল

সভাপতির দায়িত্ব পেয়েই অস্ট্রেলিয়া পাড়ি দিলেন বুলবুল

‘এটা কোনো নির্বাচনই ছিল না’ — তামিম ইকবাল

‘এটা কোনো নির্বাচনই ছিল না’ — তামিম ইকবাল

আফগানদের মাত্র ২২২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

আফগানদের মাত্র ২২২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ