ফাইল ছবি
ইরানের সঙ্গে টানা কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘাতে ইসরায়েলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। নিহতদের মধ্যে রয়েছে তিনজন শিশু।
ইসরায়েল সরকার রোববার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছে। সরকারি সূত্র অনুযায়ী, শনিবার রাতভর চলা রকেট হামলায় ১০ জন নিহত হন। তার আগের রাতেও তিনজনের প্রাণহানি ঘটে। ফলে ইরান-ইসরায়েল চলমান সংঘাতে ইসরায়েলের মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।
এছাড়া শনিবার রাতের হামলায় আহত হয়েছেন অন্তত ৩৮৫ জন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ আরও জানায়, শনিবার রাতভর ২০০টির বেশি রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে।
এর মধ্যে ২২টি রকেটের আঘাতস্থল চিহ্নিত করা গেছে। শহরজুড়ে বেজেছে বিপদ সংকেত, সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রথমে সরকারি ঘোষণায় জানানো হয়েছিল, শনিবার রাতের হামলায় এই প্রাণহানি ঘটেছে। তবে পরে তা সংশোধন করে জানানো হয়, সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলে মোট ১৩ জন প্রাণ হারিয়েছেন।
চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। বিশেষ করে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা জোরালো হচ্ছে। সাম্প্রতিক সংঘর্ষে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে দুই দেশের সামরিক উত্তেজনা এখন সর্বোচ্চ পর্যায়ে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যদি অবিলম্বে কূটনৈতিক হস্তক্ষেপ না আসে, তবে এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
চলতি বছরের জুনের শেষ দিকে শুরু হওয়া বর্ষা মৌসুমে পাকিস্তানে অন্তত ২০২ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৯৬ জনই শিশু। শনিবার (২০ জুলাই) পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এ তথ্য জানিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।সরকারি তথ্য বলছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাঞ্জাবে সবচেয়ে বেশি ১২৩ জনের মৃত্যু হয়েছে। এরপর খাইবার পাখতুনখোয়ায় ৪০ জন, সিন্ধুতে ২১, বেলুচিস্তানে ১৬ এবং ইসলামাবাদ এবং আজাদ জম্মু-কাশ্মীরে একজন করে প্রাণ হারিয়েছেন।কেবল ঘরের ছাদ ধসেই প্রাণ গেছে ১১৮ জনের। এছাড়া, আকস্মিক বন্যা, বিদ্যুৎস্পৃষ্ট, জলাবদ্ধতায় ডুবে যাওয়া, বজ্রপাত এবং পাহাড়ধসেও অনেকে নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন ৫৬০ জনের বেশি, যাদের মধ্যে ১৮২ জন শিশু রয়েছে।জিও নিউজের খবরে বলা হয়েছে, রাওয়ালপিন্ডিতে আকস্মিক বন্যা ঘরবাড়ি, রাস্তাঘাট ও বাজার ভাসিয়ে নিয়ে গেছে, ধামিয়াল, হাতি চক ও মর্গাহের মতো পুরো এলাকা তলিয়ে গেছে। টেঞ্চ ভাটা ও ফৌজি কলোনিতে পানির স্তর বিপজ্জনকভাবে বেড়ে যায়–কিছু এলাকায় ছাদ পর্যন্ত পৌঁছে যাওয়ায় বাসিন্দাদের তাদের জিনিসপত্র ফেলে রেখে পালাতে বাধ্য হয়।ভোরের আকাশ/এসএইচ
ভারতে অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৮ বাংলাদেশিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।বৃহস্পতিবার (১৭ জুলাই) তামিলনাড়ুর তিরুপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-২ এই রায় ঘোষণা করেন। সাজার পাশাপাশি এই ২৮ বাংলাদেশির সবাইকে ১০ হাজার রুপি করে আর্থিক জরিমানাও করা হয়। কারাভোগ শেষে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেয় আদালত।তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, অবৈধ বাংলাদেশিদের খোঁজে গত ১২ জানুয়ারি আরুলপুরম এলাকার একটি বেসরকারি টেক্সটাইল সংস্থার হোস্টেলে অভিযান চালায় পাল্লাদাম পুলিশ। সেখান থেকে ২৮ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তারা কেউই ভারতে প্রবেশের বৈধ নথি দেখাতে পারেনি।পরবর্তীতে সবাই স্বীকার করেন অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেছেন। তদন্তে পুলিশ জানতে পারে, বিভিন্ন সময়ে এসব বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে বৈধ কাগজপত্র ও অনুমতি ছাড়াই ৬ মাস থেকে ১০ বছর ধরে দেশটিতে বসবাস করছিল।প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে থানায় নেয় পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে ১৪-ফরেনারস আইনের ৩(২)(সি) ধারায় মামলা দায়ের করা হয়।ভোরের আকাশ/এসএইচ
৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তর ইরান। একই সময়ে তাজিকিস্তানে ৪.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রোববারের ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ৩ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে, যা স্থলভাগে কম্পন ও ক্ষতির মাত্রা বাড়িয়ে দেয়। অন্যদিকে, একই দিনে তাজিকিস্তানে ৪.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ১৬০ কিলোমিটার গভীরে ছিল। ভোরের আকাশ/এসএইচ
ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকাজুড়ে হামলা অব্যাহত রেখেছে। শনিবার ভোর থেকে শুরু হওয়া একাধিক হামলায় অন্তত ১১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, এদিন রাফায় ত্রাণকেন্দ্রে খাবারের আশায় ভিড় জমানো মানুষের ওপর হয় নির্বিচারে গুলিবর্ষণ করে আইডিএফ। এতে প্রাণ যায় অন্তত ৩৮ জনের।দক্ষিণাঞ্চলে একটি তাঁবুতে ড্রোন হামলা চালানো হয়। এতে হতাহত হয় অনেক মানুষ। গাজার তাল আল-হাওয়া এলাকায় আইডিএফের বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ৫ জন। রামাল্লার কাছে একটি গ্রামে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। টিয়ার গ্যাসে আহত হন বহু মানুষ।আরেকটি গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ছোড়ে নেতানিয়াহু বাহিনী। গাজার বন্দর এলাকায় মাছ ধরার সময় ৩ ফিলিস্তিনি জেলেকে আটক করে তারা।অন্যদিকে, আল-শিফা হাসপাতালে খাদ্যের অভাবে মারা গেছে আরও দু’জন। যাদের মধ্যে ৩৫ দিন বয়সী এক নবজাতক শিশুও রয়েছে।ভোরের আকাশ/এসএইচ