আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫ ১০:৪১ এএম
ইয়েমেনে মার্কিন বাহিনীর অতর্কিত হামলা, নিহত ৪
ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত চারজন নিহত এবং আরও ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও সশস্ত্র গোষ্ঠী হুতির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। রোববার (৬ এপ্রিল) রাজধানীকে লক্ষ্য করে চালানো হামলায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সানায় অন্তত চারজন নিহত হয়েছে মার্কিন এই হামলায়।
হুতি জানিয়েছিল, মার্কিন বিমান হামলায় হুতিদের শক্ত ঘাঁটি সাদাতে হামলার ঘটনায় কমপক্ষে দুইজন নিহত এবং নয়জন আহত হয়েছে। হুতিদের আল মাসিরাহ স্যাটেলাইট নিউজ চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ধসে পড়েছে একটি দ্বিতল ভবন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইয়েমেনে তীব্র বিমান হামলার প্রেক্ষিতে লোহিত সাগরে মার্কিন রণতরী লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হুতি। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে হামলা চালিয়ে আসছে ইয়েমেনি এই সশস্ত্র গোষ্ঠী।
গত মাসে ট্রাম্প ক্ষমতায় এসে হামলার নির্দেশ দেয়ার পর থেকে দেশটিতে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। হামলার ক্ষেত্রে লক্ষ্যবস্তু করা হয়েছে বেসামরিক মানুষদের। সামরিক স্থানগুলো ধ্বংসের পাশাপাশি হুতি যোদ্ধাদের হত্যা করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, এ পর্যন্ত ২০০টির বেশি হামলা করেছে তারা।
এদিকে পাল্টা আক্রমণে ২০২৩ সালের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ১০০টিরও বেশি জাহাজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে হুতি।
ভোরের আকাশ/এসএইচ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২ দিন আগে
আপডেট : ২ ঘন্টা আগে
ইয়েমেনে মার্কিন বাহিনীর অতর্কিত হামলা, নিহত ৪
ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত চারজন নিহত এবং আরও ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও সশস্ত্র গোষ্ঠী হুতির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। রোববার (৬ এপ্রিল) রাজধানীকে লক্ষ্য করে চালানো হামলায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সানায় অন্তত চারজন নিহত হয়েছে মার্কিন এই হামলায়।
হুতি জানিয়েছিল, মার্কিন বিমান হামলায় হুতিদের শক্ত ঘাঁটি সাদাতে হামলার ঘটনায় কমপক্ষে দুইজন নিহত এবং নয়জন আহত হয়েছে। হুতিদের আল মাসিরাহ স্যাটেলাইট নিউজ চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ধসে পড়েছে একটি দ্বিতল ভবন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইয়েমেনে তীব্র বিমান হামলার প্রেক্ষিতে লোহিত সাগরে মার্কিন রণতরী লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হুতি। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে হামলা চালিয়ে আসছে ইয়েমেনি এই সশস্ত্র গোষ্ঠী।
গত মাসে ট্রাম্প ক্ষমতায় এসে হামলার নির্দেশ দেয়ার পর থেকে দেশটিতে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। হামলার ক্ষেত্রে লক্ষ্যবস্তু করা হয়েছে বেসামরিক মানুষদের। সামরিক স্থানগুলো ধ্বংসের পাশাপাশি হুতি যোদ্ধাদের হত্যা করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, এ পর্যন্ত ২০০টির বেশি হামলা করেছে তারা।
এদিকে পাল্টা আক্রমণে ২০২৩ সালের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ১০০টিরও বেশি জাহাজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে হুতি।
ভোরের আকাশ/এসএইচ