ভারতে ভিসা জালিয়াতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ মার্কিন দূতাবাসের

ভারতে ভিসা জালিয়াতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ মার্কিন দূতাবাসের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ দিন আগে

আপডেট : ১ ঘন্টা আগে

ভারতে ভিসা জালিয়াতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ মার্কিন দূতাবাসের

ভারতে ভিসা জালিয়াতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ মার্কিন দূতাবাসের

ভারতীয়দের ভিসা জালিয়াতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রায় দুই হাজার ভিসার আবেদন করেছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। শুক্রবার (২৮ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়েছে, ভারতে ভিসাসংক্রান্ত একাধিক জালিয়াতিমূলক কার্যকলাপ ধরা পড়েছে। এই ধরনের আবেদনগুলো নেপথ্যে থাকা অ্যাকাউন্টগুলো চিহ্নিত করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই অ্যাকাউন্টগুলো সময়সূচি নীতি লঙ্ঘন করেছে।

এছাড়া দূতাবাসের পক্ষ থেকে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে, জালিয়াতি সহ্য করা হবে না। যারা সময়সূচি নীতি লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রয়োজনে যাওয়ার ক্ষেত্রে বি১ ভিসা প্রয়োজন হয়। আর ঘুরতে যাওয়ার জন্য লাগে বি২ ভিসা। পরিবারের সদস্য কিংবা কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে কিংবা চিকিৎসার প্রয়োজনে সে দেশে যেতে গেলেও বি২ ভিসারই দরকার হয়।

তবে প্রতিবেদন অনুসারে, সম্প্রতি দুই ভিসার অনুমোদন দেওয়ার ক্ষেত্রেই কড়াকড়ি বেড়েছে। ভিসার আবেদনের নিয়মেও আনা হয়েছে কড়াকড়ি। মার্কিন ভিসা নবায়ন করাতে গেলে এখন থেকে ভারতীয়দের আরো বেশি সময় অপেক্ষা করতে হবে বলে গত মাসেই জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আরো জটিল হয়েছে ভিসা নবায়নের জন্য মার্কিন দূতাবাস, উপদূতাবাসে গিয়ে ইন্টারভিউ দেওয়ার প্রক্রিয়া।

গণমাধ্যমটি আরো বলছে, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই ভিসা জালিয়াতি ও বেআইনি অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গত দুই মাসে তিন দফায় কয়েক শ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মার্কিন দূতাবাস।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

ভারতে ভিসা জালিয়াতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ মার্কিন দূতাবাসের

ভারতে ভিসা জালিয়াতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ মার্কিন দূতাবাসের

গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত আরও ৪০ ফিলিস্তিনি

গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত আরও ৪০ ফিলিস্তিনি

বিক্ষোভে উত্তাল তুরস্কের রাজপথ

বিক্ষোভে উত্তাল তুরস্কের রাজপথ

পেঁয়াজ রপ্তানির শুল্ক তুলে নিলো ভারত

পেঁয়াজ রপ্তানির শুল্ক তুলে নিলো ভারত

মন্তব্য করুন