মগবাজারে একটি রেস্তোরাঁয় আগুন, ২০ মিনিটে নিয়ন্ত্রণে
রাজধানীর মগবাজারে অবস্থিত তাকওয়া হাসপাতালের পাশে কিসপি রেস্টুরেন্টের ফলস সিলিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে নয়তলা ভবনের দ্বিতীয় তলায় ‘কিসমি’ নামে রেস্তোরাঁয় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিটের চেষ্টায় বিষয়টি রাত ১২টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শাহজাহান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১২টা ২৫ মিনিটে তাকওয়া হাসপাতালের পাশের একটি ৯ তলা ভবনের দ্বিতীয় তলায় একটি রেস্তোরাঁয় আগুন লাগার সংবাদ আসে। পরে দ্রুত দুটি ইউনিটের চেষ্টায় ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।ভোরের আকাশ/এসএইচ
২০ সেপ্টেম্বর ২০২৫ ০২:১১ এএম
ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে হামলায় নিহত ৩
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছেন।রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে চালানো এই হামলায় ইউক্রেন সরকারের মন্ত্রিসভা ভবনসহ বহু আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।কর্মকর্তা এবং স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আলজাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত, ১৮ জন আহত এবং সরকারি কার্যালয়সহ কয়েক ডজন ভবনে আগুন লেগেছে।রয়টার্স বার্তা সংস্থা প্রাথমিকভাবে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকোর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রোববার ভোরে হামলায় নিহতদের মধ্যে একজন শিশু এবং এক তরুণী রয়েছেন। শহরের পশ্চিম ও পূর্বে বেশ কয়েকটি উঁচু ভবনে আগুন লেগেছে। তা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। আগুনেও অনেকের নিহতের শঙ্কা জাগাচ্ছে।ক্লিটসকো আরও বলেন, ডিনিপ্রো নদীর পূর্বে অবস্থিত পাতাযুক্ত ডার্নিটস্কি জেলায় চিকিৎসকদের জরুরি তলব করা হয়েছে। সেখানে রাতের হামলায় ধ্বংস হওয়া ড্রোনের ধ্বংসাবশেষ থেকে একটি চার তলা অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লেগেছে। ড্রোনের ধ্বংসাবশেষ কিয়েভের পশ্চিমে সভিয়াতোশিনস্কি জেলায় একটি ১৬ তলা এবং দুটি ৯ তলা ভবনের ওপরে পড়ে আগুনের সূত্রপাত। কিয়েভের নগর প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো পরে নিশ্চিত করেছেন, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে এক বছরের এক শিশুর মৃতদেহ বের করেছে। উদ্ধার অভিযান চলছে।উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও ইউক্রেন একে অপরকে বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করার অভিযোগ করে আসছে। যুদ্ধের তিন বছরেরও বেশি সময়ে হাজারো বেসামরিক মানুষ নিহত হয়েছেন।ভোরের আকাশ/এসএইচ
০৭ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩৫ পিএম
গাজীপুরে কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এর আগে সকাল পৌনে ৬টার দিকে চৌরাস্তা মুদিখানা মার্কেটের কাঁচাবাজারে ওই আগুন লাগে।দোকানদার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল পৌনে ৬টার দিকে চৌরাস্তা মুদিখানা মার্কেটে হঠাৎ করেই ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।খবর পেয়ে ভোগরা মর্ডাণ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে আগুনের তীব্রতা বাড়লে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়।ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে।তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।ভোরের আকাশ/তা.কা
০৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:১১ এএম
পাথরঘাটায় অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত
বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই ভস্মীভূত হয়েছে শাহ আলম খানের বসতঘর।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন প্রাণপণ চেষ্টা চালালেও মুহূর্তেই আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে শাহ আলম খানের দীর্ঘ দিনের সঞ্চয়ে গড়া স্বপ্নের বসতভিটা মুহূর্তেই ছাই হয়ে যায়। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরে থাকা মালামাল ও নগদ টাকা মিলিয়ে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।ভোরের আকাশ/জাআ
০২ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৩৫ পিএম
সাদুল্লাপুরে রাতের আধারে মন্দিরে আগুন
গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্গাপূজা উপলক্ষে তৈরী করা প্রতিমায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশসহ প্রতিমার বিভিন্ন সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে।সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে হামিন্দপুর (কামারপাড়া) এলাকায় সর্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই প্রতিমাগুলো সম্পূর্ণ পুড়ে যায়।স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অভিযোগ, দীর্ঘদিন ধরে মন্দির নিয়ে ক্যাশিয়ার কার্তিক চন্দ্রের সঙ্গে বিরোধ চলছিল। এর জেরে গত শনিবার দুপুরে তিনি মন্দিরের প্রধান দরজায় তালা ঝুলিয়ে দেন। বাধ্য হয়ে মন্দিরের দক্ষিণ পাশে খোলা আকাশের নিচে পূজার প্রতিমা তৈরির কাজ শুরু করেন কারিগররা। গত ৫–৬ দিনে তারা বাঁশ ও খড় দিয়ে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশসহ প্রতিমার নানা সরঞ্জাম তৈরি করেন। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা হঠাৎ প্রতিমাগুলোতে আগুন দিলে মুহূর্তেই সব পুড়ে যায়।মন্দির কমিটির সাবেক সভাপতি অনুকুল চন্দ্র রনু বলেন, মন্দির নিয়ে সামাজিক বিরোধের কারণে আমরা ৮-১০টি পরিবার মন্দিরের পাশে ছাপড়া ঘর তুলে পূজার আয়োজনের সিদ্ধান্ত নিই। সে অনুযায়ী প্রতিমা তৈরির কাজ চলছিল। কিন্তু শত্রুতার আগুনে সব পুড়ে গেছে। পরিকল্পিতভাবে প্রতিমায় আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় কার্তিক চন্দ্রের সম্পৃক্ততা আছে।মন্দিরের পাশের বাসিন্দা টুলু বলেন, 'দীর্ঘদিনের বিরোধ এর আগেও কয়েকবার বসে সমাধান হয়েছিল। কিন্তু কার্তিক চন্দ্র জোরপূর্বক মন্দিরে সমাজের লোকজনের প্রবেশে বাধা দিয়ে তালা ঝুলিয়ে দেন। প্রতিমা পুড়ে যাওয়ায় এবার দুর্গাপূজা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবি জানাই।'সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দীন খন্দকার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ভাবেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। 'রাতের আধারে দুর্বৃত্তরা প্রতিমায় আগুন দিয়েছে। গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করা হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া বিরোধ সমাধানে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।'সাদুল্লাপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র অধিকারী বলেন, এই মন্দির নিয়ে কার্তিক চন্দ্রের সঙ্গে বিরোধের বিষয়টি আমরা এর আগেও থানায় বসে সমাধান করেছি,কিন্তু আবারও দ্বন্দ্ব চলছিল। বিষয়টি সমাধানের জন্য বসার কথা ছিল তার আগেই প্রতিমায় আগুন দেওয়া হয়েছে। আমরা দ্রুতই উভয়কে নিয়ে বসে সমাধানের চেষ্টা করব।তবে অভিযোগের বিষয়ে জানতে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি মন্দিরের ক্যাশিয়ার কার্তিক চন্দ্রকে। রাতে তার বাড়িতে গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি।ভোরের আকাশ/মো.আ.
০২ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২৬ পিএম
সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজন।বৃহস্পতিবার(২৮ আগস্ট) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ হাসান গাজী (৪০) মৃত্যুবরণ করেন। এর কয়েক ঘণ্টা পর দুপুরে মারা যায় তার চার বছর বয়সী মেয়ে জান্নাত।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, চার বছর বয়সী জান্নাতের শ্বাসনালী দগ্ধ হয়েছিল এবং শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।এর আগে এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন এবং ওই শিশুর নানি তাহেরা আক্তার (৫৫) মারা যান। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় মারা যান শিশুটির বাবা হাসান গাজী (৪০)।চিকিৎসকরা জানান, হাসান গাজীর স্ত্রী সালমা (৩৫) ও শ্যালিকা আসমা (৩২) এখনো আইসিইউতে চিকিৎসাধীন। তাদের শরীরেরও ৪৮ শতাংশ দগ্ধ হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক।প্রসঙ্গত, গত শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা এলাকার রনি সিটি সংলগ্ন জাকির খন্দকারের টিনসেড বাড়ির একটি ভাড়াটিয়া কক্ষে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন ঘুমন্ত অবস্থায় ছিলেন নয়জন। হঠাৎ বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।ভোরের আকাশ/এসএইচ
২৮ আগস্ট ২০২৫ ০৭:২৮ পিএম
গাইবান্ধায় ‘গানাসাস' কার্যালয়ে অগ্নিকাণ্ড
গাইবান্ধায় শতবর্ষী নাট্য ও সাংস্কৃতিক সংস্থা গানাসাসের নিজস্ব কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও মালামাল ভস্মীভূত হয়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে শহরের ডিবি রোডস্থ কার্যালয়ে এ অগ্নিকাণ্ড ঘটে। ভোরে স্থানীয়রা ধোঁয়া দেখে ছুটে এলে একটি কক্ষের ভেতর আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।গানাসাসের সেক্রেটারি হানিফ বেলাল জানান, 'ভোরে খবর পেয়ে এসে দেখি পুরো কক্ষ আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো সম্ভব হলেও ততক্ষণে সব কিছু ছাই হয়ে যায়। এতে ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।'সদস্য সচিব শাওন আহমেদ জানান, আগুনে ভস্মীভূত কক্ষের ভেতরে ছিল অসংখ্য গুরুত্বপূর্ণ নথিপত্র, আলমারির ভেতরে সাড়ে চার লাখ টাকার পে-অর্ডার চেক, একটি আইপিএস, আলমারি, মাস্টার মেশিন, সাউন্ড সিস্টেম হেড, চেয়ার-টেবিলসহ বিভিন্ন সামগ্রী।বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, 'খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।'ভোরের আকাশ/মো.আ.
২৬ আগস্ট ২০২৫ ০৩:৪১ পিএম
গুলিস্তানে সুন্দরবন মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আমাদের কাছে সকাল ১০টায় সংবাদ আসে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আমাদের একে একে ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলমান রয়েছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি।ভোরের আকাশ/এসএইচ
০২ আগস্ট ২০২৫ ১১:০১ এএম
শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেন সাবেক এমপি মাহমুদুল হক রুবেল
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনআনি বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক তিনবারের এমপি মাহমুদুল হক রুবেল।শুক্রবার (১৮ জুলাই) গভীর রাতে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারের ব্রিজ পারে আগুন লেগে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।ছবি : ভোরের আকাশখবর পেয়ে সাবেক এমপি মাহমুদুল হক রুবেল শনিবার (১৯ জুলাই) রাতে বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে তিনানী বাজারে আসেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করে পুড়ে যাওয়া দোকান মালিকদের সাথে কথা বলে সার্বিক খোঁজ খবর নেন। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। এ সময় হাতিবান্ধা ও মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে ছিলেন।পরিদর্শন শেষে সাবেক এমপি স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। অন্যরা অপকর্ম করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। কেউ যদি চাঁদাবাজি বা অন্যকোন অপকর্ম করতে আসে তাকে আটক করে পুলিশে দেন, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমিসহ আমার দল বিএনপি আপনাদের পাশে আছি।ভোরের আকাশ/এসএইচ
২০ জুলাই ২০২৫ ১০:৪৯ এএম
ইরাকের শপিং মলে ভয়াবহ আগুনে নিহত ৫০
ইরাকের পূর্বাঞ্চলীয় শহর কুতের একটি শপিং মলে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত মানুষ হতাহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই অঞ্চলের গভর্নর।যদিও আগুনের ঘটনাটি ইরাকের ঠিক কোন স্থানে ঘটেছে, তা সরকারি সূত্রে এখনো পরিষ্কারভাবে জানানো হয়নি।তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্ট ও ভিডিওতে দাবি করা হয়েছে, এই ভয়াবহ আগুন লেগেছে আল-কুট শহরের একটি সুপার মার্কেটে।ভাইরাল ভিডিওগুলোতে দেখা গেছে, একটি বড় ভবনের বেশ কিছু অংশ দাউদাউ করে জ্বলছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। স্থানীয় কর্তৃপক্ষ এখনও তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ভোরের আকাশ/এসএইচ
১৭ জুলাই ২০২৫ ১১:৫১ এএম
আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিলেন সরোয়ার
বরিশাল নগরীর সাধুর বটতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা শুনে ঘটনাস্থলে ছুটে যান বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা এ্যাডভোকেট মো. মজিবুর রহমান সরোয়ার। এ সময় তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন।বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর লাকুটিয়া সড়কের সাধুর বটতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান ও দুটি বসতবাড়ি পুড়ে গেছে। এতে একজন প্রতিবন্ধী ব্যক্তি আহত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের দাবি, প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।জানা যায়, রফিক হাওলাদারের তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের শহিদুল ইসলামের চায়ের দোকান ও দুটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। বরিশাল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ভোরের আকাশ/আজাসা