লিবিয়ার উপকূলে ৭৫ শরণার্থীবোঝাই একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (এইওএম)। খবর আলজাজিরাজাতিসংঘের অভিবাসন সংস্থা মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জানিয়েছে, জীবিতদের মধ্যে ২৪ জনকে চিকিৎসা সুবিধা প্রদান করা হয়েছে। এইওএম এক্স পোস্টে জানিয়েছে, সমুদ্রপথে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত।গত মাসে ইয়েমেনের উপকূলে শরণার্থীবোঝাই একটি নৌকা ডুবে ৮৬ জন নিহত হয় এবং এতে নিখোঁজ হয় ডজনখানেক মানুষ।গত বছর সমুদ্রপথে ভূমধ্যসাগরে অন্তত ২ হাজার ৪৫২ জন অভিবাসী ও শরণার্থীর মৃত্যু হয়েছে। আইওএম জানিয়েছে, এ রুটটি শরণার্থীদের জন্য মৃত্যুর উপত্যকা হিসেবে পরিণত হয়েছে।আফ্রিকার দেশ লিবিয়াতে প্রায় ৮ লাখ ৬৭ হাজার ৫৫ জন অভিবাসী রয়েছে। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর দেশটি থেকে ইউরোপে পাড়ি দেওয়ার জন্য অভিবাসীদের কাছে একটি নিরাপদ রুটে পরিণত হয়েছে।গাদ্দাফির শাসনামলে তেল সমৃদ্ধ এই দেশটিতে অনেক আফ্রিকান অভিবাসী কাজের সন্ধানে যেতেন। কিন্তু তার পতনের পর বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক সহিংসতা বেড়েছে।গত আগস্টে দক্ষিণাঞ্চলীয় ইতালিয়ান দ্বীপ ল্যামপেদুসার কাছে দুটি নৌকা ডুবে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটে। এ ছাড়া গত জুনে লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত ৬০ জন নিখোঁজ হয়।অধিকার গোষ্ঠী ও জাতিসংঘ জানিয়েছে, লিবিয়ায় শরণার্থী ও অভিবাসীদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন চালানো হয়। যার মধ্যে রয়েছে-ধর্ষণ, চাঁদাবাজি ও মারধর।এনজিওগুলো জানিয়েছে, রাষ্ট্র পরিচালিত অনুসন্ধান ও উদ্ধার অভিযান পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়ার ফলে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া যাত্রা আরও বিপজ্জনক হয়ে উঠেছে।ভোরের আকাশ/মো.আ.
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৩ এএম
শরণার্থীবোঝাই নৌকায় আগুন, পুড়ে নিহত ৫০
লিবিয়ার উপকূলে ৭৫ শরণার্থীবোঝাই একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (এইওএম)। খবর আলজাজিরাজাতিসংঘের অভিবাসন সংস্থা মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জানিয়েছে, জীবিতদের মধ্যে ২৪ জনকে চিকিৎসা সুবিধা প্রদান করা হয়েছে। এইওএম এক্স পোস্টে জানিয়েছে, সমুদ্রপথে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত।গত মাসে ইয়েমেনের উপকূলে শরণার্থীবোঝাই একটি নৌকা ডুবে ৮৬ জন নিহত হয় এবং এতে নিখোঁজ হয় ডজনখানেক মানুষ।গত বছর সমুদ্রপথে ভূমধ্যসাগরে অন্তত ২ হাজার ৪৫২ জন অভিবাসী ও শরণার্থীর মৃত্যু হয়েছে। আইওএম জানিয়েছে, এ রুটটি শরণার্থীদের জন্য মৃত্যুর উপত্যকা হিসেবে পরিণত হয়েছে।আফ্রিকার দেশ লিবিয়াতে প্রায় ৮ লাখ ৬৭ হাজার ৫৫ জন অভিবাসী রয়েছে। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর দেশটি থেকে ইউরোপে পাড়ি দেওয়ার জন্য অভিবাসীদের কাছে একটি নিরাপদ রুটে পরিণত হয়েছে।গাদ্দাফির শাসনামলে তেল সমৃদ্ধ এই দেশটিতে অনেক আফ্রিকান অভিবাসী কাজের সন্ধানে যেতেন। কিন্তু তার পতনের পর বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক সহিংসতা বেড়েছে।গত আগস্টে দক্ষিণাঞ্চলীয় ইতালিয়ান দ্বীপ ল্যামপেদুসার কাছে দুটি নৌকা ডুবে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটে। এ ছাড়া গত জুনে লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত ৬০ জন নিখোঁজ হয়।অধিকার গোষ্ঠী ও জাতিসংঘ জানিয়েছে, লিবিয়ায় শরণার্থী ও অভিবাসীদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন চালানো হয়। যার মধ্যে রয়েছে-ধর্ষণ, চাঁদাবাজি ও মারধর।এনজিওগুলো জানিয়েছে, রাষ্ট্র পরিচালিত অনুসন্ধান ও উদ্ধার অভিযান পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়ার ফলে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া যাত্রা আরও বিপজ্জনক হয়ে উঠেছে।ভোরের আকাশ/মো.আ.
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৩ এএম
চট্টগ্রামে অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু,দগ্ধ আরও তিনজন
চট্টগ্রামের মোহরা এলাকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও তিনজন।সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে মোহরার মোল্লার বাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, রাত আড়াইটার সময় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখানে ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে, উদ্ধার করা হয়েছে ৫০ লাখ টাকার মালামাল। একজনের মরদেহও উদ্ধার করা হয়েছে।কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফখরুদ্দিন ঢাকা পোস্টকে বলেন, রাত আটটার সময় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের কাছে সংবাদ আসে রাত ২টা ৪৭ মিনিটের সময়। দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সেমি পাকা ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করা হয়। তাদেরকে মেডিকেলে পাঠানো হয়েছে। চারটার দিকে আগুন নির্বাপণ করা হয়।ভোরের আকাশ/তা.কা
২৬ আগস্ট ২০২৫ ০৯:২৮ এএম
চট্টগ্রামে মদের দোকানে আগুন
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুনের ঘটনা ঘটেছে । সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে সংস্থাটির ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটেল সৈকতের সামনে বারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়। আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে জানা যাবে।গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। ওইদিন মদের বারটি লুটপাট করেছিল দুর্বৃত্তরা। বেশ কিছুদিন বন্ধ থাকার পর বারটি সংস্কার করে পুনরায় চালু করা হয়।ভোরের আকাশ/মো.আ.
২৫ আগস্ট ২০২৫ ১১:৪৩ এএম
ভৈরবে মধ্য রাতে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ
কিশোরগঞ্জের ভৈরবে রাত ১টার সময় মাইকে ঘোষণা দিয়ে একই গ্রামের দুই পাড়ার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মারামারির সময় অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়েছে। লুটপাট শেষে জ্বালিয়ে দেয়া হয়েছে একটি মার্কেট। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১১টার দিকে ভৈরবপুর উত্তরপাড়ার বাসিন্দা মোসাব্বির নামে এক যুবক বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দক্ষিণপাড়ার এক ব্যক্তির মালিকানাধীন হোটেলের সামনে পৌঁছালে কেউ তার দিকে ইট ছুড়ে মারে। এ ঘটনায় হোটেল কর্মীদের সঙ্গে মোসাব্বিরের কথা কাটাকাটি ও হাতাহাতির সৃষ্টি হয়। খবরটি দ্রুত দুই পাড়ায় ছড়িয়ে পড়লে উত্তেজনা চরমে পৌঁছে।রাত ১টার দিকে দক্ষিণপাড়ার কসাই হাটির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উত্তরপাড়ার মনমরা এলাকায় হামলা চালায়। উত্তরের বাসিন্দারা প্রতিরোধ গড়তে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে কমপক্ষে ১০টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।এ সময় দক্ষিণপাড়ার হামলাকারীরা মনমরা এলাকার একটি মার্কেটে ভাঙচুর ও লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে একটি কাপড়ের দোকান, ডেকোরেটর, মুদি দোকান ও ঔষধের দোকানসহ অন্তত ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুস সাকিব বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে দুই পাড়ায় এখনও উত্তেজনা বিরাজ করছে।এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেভোরের আকাশ/তা.কা
২৫ আগস্ট ২০২৫ ১১:১৫ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় হাইস্কুলে আগুন, ১৫ শিক্ষার্থী আহত
ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে ভবনের সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১২জনের মতো শিক্ষার্থী আহত হয়েছেন।বুধবার (৬ আগস্ট) দুপুরে বিদ্যালয় ভবনের ৩য় তলায় এ ঘটনা ঘটে। নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সহিদুল ইসলাম স্বাক্ষরিত বিদ্যালয়ের প্যাডে এক জরুরী নোটিশে জানানো হয়, "বুধবার দুপুর ১২.৩০ মিনিটের দিকে বিদ্যালয়ের ৭ম শ্রেণির ১০/১২ জন শিক্ষার্থী বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলামের তত্ত্বাবধানে বিজ্ঞান মেলার প্রজেক্ট তৈরি করার সময় মাল্টিপ্লাগে সটসার্কিটে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীরা চিল্লাচিল্লি করে বের হওয়ার সময় আরো একটি শ্রেণির শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে নামার সময় মোট ১২ জন শিক্ষার্থী ভয়ে অসুস্থ হয়ে যায়। অসুস্থ শিক্ষার্থীদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিক্ষক, অভিভাবকসহ এ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।নোটিশে আরও জানানো হয়, অসুস্থ শিক্ষার্থীরা সবাই আশংকামুক্ত অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং শিক্ষার্থীদের পাশে তাদের অভিভাবকরাও সাথে রয়েছেন; কেও যেন আতংকিত না হন। নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক জামাল উদ্দিন ভোরের আকাশকে জানান, কয়েকদিন পর জেলাতে বিজ্ঞান মেলা হবে। এজন্য ছাত্র-ছাত্রীরা স্কুলের ৩য় তলায় ল্যাবে কাজ করছিল; এ সময় হঠাৎ আগুন আগুন বলে চিৎকার করে উঠে। এ সময় সব ক্লাস চালু থাকায় ভবনের উপরে থাকা শিক্ষার্থীদের চিৎকারে নিচের ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে দৌড়ঝাঁপ করে বের হতে গিয়ে সিঁড়ির রেলিং ভেঙে আহত হয়।ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক দিদারুল আলম ও সিভিল সার্জন মো. নোমান মিয়া হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে যান এবং তাদের জন্য প্রয়োজনীয় সবকিছু করতে নির্দেশনা প্রদান করেন।এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি তাদের পূ্র্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিকাল ৩টায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জুলাই অভ্যুত্থানের বিজয় মিছিল স্থগিত করে আগামী শনিবার বিকাল ৩টায় একই স্থান থেকে বের হবার ঘোষণা দেয়। পরে জেলা বিএনপির সভাপতি ইঞ্জি: শ্যামল দলের নেতৃবৃন্দসহ আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছুটে যান।ভোরের আকাশ/জাআ
০৬ আগস্ট ২০২৫ ০৭:৩২ পিএম
নরসিংদীতে আগুনে পুড়েছে সাত দোকান
নরসিংদী সদর উপজেলার মাধবদী সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে বুধবার সকালে আগুনে পুড়েছে সাত দোকান। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।জানা গেছে, সকাল সাতটার দিকে ওই মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে মাধবদী এবং নরসিংদী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে মার্কেটের সাতটি দোকান পুড়ে যায়। দোকানগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রনিকস, জুতা এবং মুদির দোকান। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক বলা যাচ্ছে না।নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানিয়েছেন, সকাল সোয়া সাতটার দিকে খবর পেয়ে মাধবদী এবং নরসিংদীর পাচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এর মধ্যে মাত্র তিনটি ইউনিট দুই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে বিস্তারিত বলা যাবে।ভোরের আকাশ/জাআ
০৬ আগস্ট ২০২৫ ০৪:২৪ পিএম
মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
রাজধানীর মতিঝিলে অবস্থিত সেনা কল্যাণ ভবনে লাগা আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর রাত ১১টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, খবর পাওয়ার ১১ মিনিট পর অর্থাৎ রাত ১০টা ৫১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।এ ঘটনায় এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। ভোরের আকাশ/হ.র
১৮ জুলাই ২০২৫ ১২:১৮ এএম
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, হামলা-ভাঙচুর
মাসজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছে পুলিশ।বুধবার (১৬ জুলাই) সদর উপজেলার উলপুর এলাকায় এই ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রায় বুধবার কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচাল করতে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ভোরের আকাশ/জাআ
১৬ জুলাই ২০২৫ ১১:৫৫ এএম
বনশ্রীতে ৬ তলা আবাসিক ভবনে আগুন
রাজধানীর বনশ্রীর সি ব্লকের ২ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের ছয়তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ছাদের এক পাশে প্রথমে আগুন দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা দ্রুত নিচে নেমে আসেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বনশ্রীর ২৮ নম্বর বাড়িটির ছয়তলার এক কোণ থেকে আগুন জ্বলছে। বাড়িটির সামনে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।এর আগে, সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভাতে পুলিশ ও স্থানীয়রাও সহযোগিতা করছেন।তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ভোরের আকাশ/জাআ
১৫ জুলাই ২০২৫ ০৭:৫০ পিএম
নাজিরপুরে আগুনে ৩টি দোকান পুড়ে ছাই
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।মঙ্গলবার (৮ জুলাই) ভোররাতে স্থানীয় বুইচাকাঠী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্তরা জানান, বাজারের দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মো. সোলায়মান হাওলাদারের ফলের দোকান, এনায়েত হোসেনের ওষুধের দোকান ও মিজানুর রহমানের ইলেকট্রনিকের দোকান সহ একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের মূল্যবান মালামাল পুড়ে অন্তত সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নাজিরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোয়াইব মুন্সি জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। ভোরের আকাশ/জাআ