গোপালগঞ্জের কোটালীপাড়ায উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দখলমুক্ত করা হয়েছে কুমলাবতী খাল।শনিবার (৩০ আগস্ট) বিকালে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ফুলবাড়ী-সোনাখালী এলাকার কুমলাবতী খালটি এক অভিযান চালিয়ে দখলমুক্ত করে উপজেলা প্রশাসন।জানা গেছে, দীর্ঘদিন ধরে চিতলিয়া সমবায় মৎস্য প্রজেক্টের নামে খালটি বাঁশের বানা দিয়ে আটকিয়ে মাছ চাষ করে আসছিলো স্থানীয় একটি প্রভাবশালী মহল। দীর্ঘদিন এ খালটি দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ করার কারণে নৌ চলাচল ব্যাহত ও কৃষি কাজ বাঁধাগ্রস্ত হচ্ছিল। চরম বিপাকে পড়েছিল মুক্ত জলাশয় থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করা মৎস্যজীবীরা। কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মো. মাসুম বিল্লাহ অভিযান চালিয়ে এই খালটি দখলমুক্ত করেন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, কোটালীপাড়া থানার উপপরিদর্শক ফুল মিয়াসহ উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মো. মাসুম বিল্লাহ বলেন, সরকারি খাল আটকিয়ে বা দখল করে রাখার কোনো সুযোগ নেই। খাল দখলমুক্ত করার এই অভিযান চলমান থাকবে। ভোরের আকাশ/মো.আ.
৩১ আগস্ট ২০২৫ ০৯:৩২ এএম
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস খাদে ৩০ জন আহত
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পানিতে পড়ে যায়। এতে প্রায় ৩০ জন যাত্রী আহত হয়।শনিবার বিকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার তপারকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।স্থানীয়রা জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার তপারকান্দি নামক স্থানে বরিশাল গামী শাওন-সাগর পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার খাদে পানিতে পড়ে যায়। এসময় প্রায় ৩০জন যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালায়।ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। মারাত্মক আহত ১০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঢাকা থেকে ছেড়ে আসা শাওন-সাগর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের পাশের খালে পড়ে যায়। এতে বাসটি পানিতে ডুবে গেলে একজন নিখোঁজ হয় ও নারী-শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।ওসি আরও জানান, মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে পানিতে তল্লাশি চালাচ্ছে। মারাত্মক আহত ১০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত টেকেরহাট নৌ ফায়ার সার্ভিসের টিম লিডার মো: জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোন নিহতের খবর পাওয়া যায়। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।ভোরের আকাশ/জাআ
২৩ আগস্ট ২০২৫ ০৮:০৬ পিএম
গোপালগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদক কারাগারে
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সরকারি কোটালীপাড়া কলেজ সংসদের সাবেক জিএস আলিউজ্জামান জামির (৩০) কে গ্রেপ্তার করেছে কোটালীপাড়া থানা পুলিশ।শুক্রবার গভীর রাতে কোটালীপাড়া উপজেলার সদর (পশ্চিমপাড়) থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার ডহরপাড়া গ্রামের মোকসেদ আলীর ছেলে।শনিবার আলিউজ্জামান জামিরকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে কোটালীপাড়া থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ এক শ ৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার পাঁচ শ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।এই মামলায় কোটালীপাড়া পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সরকারি কোটালীপাড়া কলেজ সংসদের সাবেক জিএস আলিউজ্জামান জামিরকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, আলিউজ্জামান জামির ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ভিডিও ফুটেজ দেখে মামলার অজ্ঞাত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত এই মামলায় আমরা ৫১ জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।ভোরের আকাশ/জাআ
২৩ আগস্ট ২০২৫ ০৭:২৬ পিএম
গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আ. লীগ নেতার পদত্যাগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আরো এক আওয়ামী লীগ নেতা সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি সংবাদ সম্মেলন করে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে আওয়ামী লীগ থেকে পদত্যাগের কথা জানান।বৃহস্পতিবার (২১ আগস্ট) টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এর আয়োজন করে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।পদত্যাগকারী নেতা হলেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার চর গোপালপুর গ্রামের মৃত সুলতান শিকদার এর ছেলে মো. রহমান শিকদার (৫০)। তিনি টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা বলেন, গত ৫ বছর ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে বর্তমানে শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণে সাংগঠনিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। শীঘ্রই লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেব।উক্ত সংবাদ সম্মেলনে টুঙ্গিপাড়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/জাআ
২১ আগস্ট ২০২৫ ০৬:৫৮ পিএম
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহতের পরিবার জানায়, উপজেলার হাজরাবাড়ি গ্রামের বাবুল গাইনের ছেলে বাধন গাইন (১৪) শনিবার রাতে জন্মাষ্টমী পূজার আনন্দে অংশ নেয়। রবিবার সকাল ১০টার দিকে সে বাড়ির পাশে একটি মৎস্য ঘেরে গোসল করতে নামে। এসময় তার সঙ্গে থাকা ছোট ভাইপোকে বলে, “আমি ঘেরের মাঝ থেকে ডুব দিয়ে মাটি তুলে আনবো দেখবি।” কিন্তু পানিতে ডোবার পর আর উঠে আসেনি।তার সঙ্গে থাকা ভাইপো চিৎকার করলে পরিবারের লোকজন ছুটে আসে এবং খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাধনকে মৃত ঘোষণা করেন। নিহত বাধন স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।অন্যদিকে, একই উপজেলার বালিয়াভাঙা গ্রামে পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে সুশীল দে (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছেন। তিনি মৃত লক্ষ্মী কান্ত’র ছেলে।ভোরের আকাশ/জাআ
১৭ আগস্ট ২০২৫ ০৮:১১ পিএম
স্ত্রীকে তালাক দিয়ে সন্তানসহ দুধ দিয়ে গোসল!
দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ছেলেকে সাথে নিয়ে দুধ দিয়ে গোসল করলেন গোপালগঞ্জের সাইফুল ইসলাম (৪৫)।শনিবার (১৬ আগস্ট) বিকেলে মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামে ব্যতিক্রমী এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার রোজিনা বেগমের সাথে সাইফুলের ১২ বছরের সংসার ছিল। তবে সংসার জীবনে নানা ধরনের কলহ ও নির্যাতনের কারণে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। অবশেষে শনিবার বিকেলে সাইফুল আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে তালাক দেন। এর কিছুক্ষণ পর তিনি ও তার ১০ বছরের ছেলে মিনহাজ শেখ দুধ দিয়ে গোসল করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সাইফুলের দাবি, ১২ বছর তারা বাবা-ছেলে ভীষণ কষ্টে দিন কাটিয়েছেন। নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। আট মাস আগে স্ত্রীর চাপে মা-বাবার কাছ থেকে আলাদা হয়ে যাই। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে উঠি। স্ত্রীকে তালাক দিয়ে সেই অধ্যায়ের অবসান হয়েছে। তাই আনন্দ প্রকাশে তারা দুধ দিয়ে গোসল করেছেন।এ ব্যাপারে স্ত্রী রোজিনা বেগম সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। ভোরের আকাশ/মো.আ.
১৭ আগস্ট ২০২৫ ১১:৫২ এএম
টুঙ্গিপাড়ায় নেই কোনো আয়োজন, নিরাপত্তা জোরদার
শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে একদল বিপথগামী সেনাসদস্য তাকে নির্মমভাবে হত্যা করেন। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে সংঘটিত ইতিহাসের নৃশংসতম সেই হত্যাকাণ্ডের ৫০ বছর আজ।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও ওই রাতে তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, ৩ ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, শেখ মুজিবুর রহমানের একমাত্র ভাই শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর ফোন পেয়ে তার জীবন বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিল, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হককেও হত্যা করা হয়।নানা উত্থান-পতনের পর ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রায় সাড়ে ১৫ বছরের শাসনকালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ২১ আগস্টের গ্রেনেড হামলা ঘিরে মাসব্যাপী কর্মসূচি পালন করত। এদিন ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার কবরে শ্রদ্ধা জানানোসহ নানা আয়োজন করা হতো।তবে এবারের চিত্র পুরোপুরি ভিন্ন। গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনের পতন হয়। পরিবর্তিত পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে এখন আর সরকারি ছুটি নেই। গত বছর এই ছুটি বাতিল করা হয়।গত ১৫ বছর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হলেও এ বছর সমাধিতে নেই কোনো দলীয় আয়োজন। অন্যান্য সাধারণ দিনের মতোই নিরিবিলি পরিবেশ বিরাজ করছে টুঙ্গিপাড়ার সর্বত্র।তবে কোনো ধরনের সহিংসতা বা অপ্রিতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সজাগ দৃষ্টি রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিন বঙ্গবন্ধুর সমাধি সৌধসহ টুঙ্গিপাড়ার বিশেষ বিশেষ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
১৫ আগস্ট ২০২৫ ০৪:১৩ পিএম
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর নাম রাহাদ মোল্যা, সে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের আসলাম মোল্যার ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) রাহাদ দুপুরের খাওয়া শেষে বাইরে বের হয়। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ পুকুরে ভাসতে দেখা যায়।কাশিয়ানী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রাহাদ বাথরুমে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। দীর্ঘসময় রাহাদকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে রাহাদকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তাকে আশঙ্কাজনক অবস্থায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বুধবার রাত ৯টার দিকে পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।ভোরের আকাশ/মো.আ.
১৪ আগস্ট ২০২৫ ১২:০৩ পিএম
টুঙ্গিপাড়ায় আ. লীগ ও কৃষক লীগ নেতার পদত্যাগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দুই আওয়ামী লীগ ও কৃষকলীগ নেতা।বুধবার বেলা ১১টা ৩০ মিনিটের দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজারে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা।পদ থেকে অব্যাহতি নেয়া নেতারা হলেন- টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওশের ফকির (৬০) ও একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী (৫৫)।সংবাদ সম্মেলনে ঐ দুই নেতা বলেন, গত ১০ বছর বছর আমরা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম। কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে পদের দ্বায়িত্ব পালন করতে পারছি না। তাই আমরা স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করলাম। শীঘ্রই লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেবো। আজ থেকে আওয়ামী লীগের সাথে আমাদের কোন সম্পর্ক নেই।এসময় স্থানীয় টুকু মিয়া শেখ, মিলন শেখ, রুনু শেখ, মফিজ খান, রুবেল মোল্লা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/জাআ
১৩ আগস্ট ২০২৫ ০৬:৩৯ পিএম
ফ্যাসিবাদরা ফিরে আসলে দাড়ি-টুপি ওয়ালারা ঘরে ঘুমাতে পারবে না
গোপালগঞ্জ সদর উপজেলার সালেহিয়া আলিম মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলাম গোপালগঞ্জ শাখার আয়োজনে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার।জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল্লাহর আইন ও কুরআনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। আর যদি তা না হয় এবং আবার যদি ফ্যাসিস্টরা ফিরে আসে তাহলে দাড়ি টুপিওয়ালা মানুষ আর বাড়িতে ঘুমাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।এ সময় তিনি আরো বলেন, আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে আল্লাহর আইন এবং কুরআনে দেখানো আইন প্রতিষ্ঠা করা। পবিত্র কুরআনের শাসন ছাড়া জনগণের মুক্তি আসবে না। ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে দেশের মানুষ দীর্ঘদিন জিম্মি ছিল। যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, দাড়ি-টুপি পরে, তাদের ঘরেই থাকতে দেয়া হয়নি। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে কাজ করার। আগামী সংসদ নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ক্ষমতায় এসে ইসলামের আইন প্রতিষ্ঠা করতে হবে।উক্ত অনুষ্ঠানে স্থানীয় জামায়েত ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণীর ওলেমায়ে একরামগণ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/জাআ
০৮ আগস্ট ২০২৫ ১০:১৮ পিএম
গোপালগঞ্জে পৃথক ঘটনায় পানিতে ডুবে নিহত ৩
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একদিনে পৃথক ঘটনায় পানিতে ডুবে ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই শিশুও রয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।শুক্রবার উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পূর্ব নৈয়ারবাড়ি ও হিরণ ইউনিয়নের দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।মৃত ব্যক্তিরা হলেন সজল বাড়ৈ (২০), অনুছোঁয়া বাড়ৈ (৭) ও ইসাহাক (৪)। তাদের মধ্যে সজল ও অনুছোঁয়া আপন চাচাতো ভাই-বোন।মৃত ব্যক্তিরা হলেন, সজল বাড়ৈ নৈয়ারবাড়ি গ্রামের পঙ্কজ বাড়ৈর ছেলে ও অনুছোয়া একই গ্রামের শংকর বাড়ৈর মেয়ে। ইসাহাক দক্ষিণ হিরণ গ্রামের এনায়েত হোসেন শেখের ছেলে।কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সজল বাড়ৈ দুপুরে তার চাচাতো বোনকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় সজল বাড়ৈর ঘাঁড়ে চড়ে অনুছোয়া সাঁতার কাটে। একটা সময় তারা পানিতে ডুবে যায়। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরে মাছ ধরার জাল টেনে পুকুর থেকে সজল ও অনুছোয়াকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।অন্যদিকে, বিকালে খেলাধুলা করার সময় বাড়ির পাশের পুকুরে পাড়ে দক্ষিণ হিরণ গ্রামে ইসাহাক নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।ভোরের আকাশ/জাআ