কোন হলে কতজন মনোনয়ন নিলেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থিতা নিশ্চিত করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ১,০৬৩ জন শিক্ষার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৪৭৪ জন এবং হল সংসদের জন্য ৫৮৯ জন মনোনয়ন নিয়েছেন। তবে উপ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে কতজন মনোনয়ন নিয়েছেন, তা এখনো প্রকাশ করেনি নির্বাচন কমিশন।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় এক সংবাদ সম্মেলনে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য জানান।তিনি বলেন, শুরুতে মনোনয়ন সংগ্রহে আগ্রহ কম থাকলেও শেষ দিনে বিপুল সাড়া মিলেছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য সময়ও বাড়ানো হয়েছিল।হল ভিত্তিক মনোনয়ন সংগ্রহ: আলাওল হলে ৩৯ জন, এফ রহমান হলে ৪২, শাহজালাল হলে ৪১, শাহ আমানত হলে ৪৬, সোহ্রাওয়ার্দী হলে ৭৫, শহীদ আব্দুর রব হলে ৩৭, মাস্টারদা সূর্যসেন হলে ৩৯, শহীদ ফরহাদ হোসেন হলে ৫৮, অতীশ দীপঙ্কর হলে ৪৯, শিল্পী রশীদ চৌধুরী হোস্টেলে ২৬ জন। শামসুন নাহার হলে ২৫ জন, প্রীতিলতা হলে ৩৩, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ৩৭, বিজয় ২৪ হলে ৩৯, নবাব ফয়জুন্নেছা হলে ১৪ জন মনোনয়ন নিয়েছেন।হলভিত্তিক প্রার্থিতা: ছেলেদের হলে মনোনয়ন ফরম নিয়েছেন ৪৫২ জন প্রার্থী। এর মধ্যে সোহরাওয়ার্দী হলে সর্বাধিক ৭৫ জন এবং শহীদ আব্দুর রব হলে সর্বনিম্ন ৩৭ জন ফরম নিয়েছেন। মেয়েদের হলে মোট ১৪৮ জন ফরম নিয়েছেন। এর মধ্যে বিজয় ২৪ হলে ৩৯ জন ও নওয়াব ফয়জুন্নেছা হলে ১৪ জন। শিল্পী আবদুর রশিদ হোস্টেলের জন্য ২৫ জন প্রার্থী ফরম নিয়েছেন।তিন প্যানেল ঘোষণা: এখন পর্যন্ত কেন্দ্রীয় সংসদ নির্বাচনে তিনটি প্যানেল ঘোষণা করা হয়েছে- ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যৌথ প্যানেল ‘দ্রোহ পর্ষদ’, ছাত্র অধিকার পরিষদের ‘চাকসু ফর র্যাপিড চেঞ্জ’ ও ইসলামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’। হল সংসদে ঘোষণা হয়েছে দুটি প্যানেল। নওয়াব ফয়জুন্নেছা হলে পাহাড়ি ছাত্রীদের নেতৃত্বে প্যানেল ‘হৃদ্যতার বন্ধন’। তাদের ১৪ প্রার্থী ফরম নিয়েছেন। প্রীতিলতা হলে ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ থেকে ফরম নিয়েছেন ১২ জন প্রার্থী।মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বুধবার। যাচাই–বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।ভোরের আকাশ/এসএইচ