১০ আগস্ট সকালে এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী ১০ আগস্ট (রোববার) সকাল ১০টার দিকে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। পাশাপাশি মোবাইলে এসএমএসের মাধ্যমে সংশোধিত ফল পাঠানো হবে।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, নিয়ম অনুযায়ী ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল ঘোষণা করতে হয়। ৯ আগস্টের মধ্যে সময়সীমা শেষ হওয়ায় ১০ আগস্ট ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পুনঃনিরীক্ষণের আবেদন ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত নেওয়া হয়। আবেদনকারী শিক্ষার্থীরা প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করেছেন। ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবারের পুনঃমূল্যায়নে রেকর্ড ৯২,৮৬৩ জন শিক্ষার্থী মোট ২,২৩,৬৬৪টি খাতায় আবেদন করেছেন, যা গত বছরের তুলনায় প্রায় ২১ হাজার শিক্ষার্থী এবং ৪০ হাজার খাতা বেশি।সবচেয়ে বেশি আবেদন এসেছে গণিত বিষয়ের জন্য (৪২,৯৩৬টি), এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে (প্রতি পত্রে ১৯,৬৮৮টি), পদার্থবিজ্ঞানে (১৬,২৩৩টি), এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে (১৩,৫৫৮টি)। সর্বনিম্ন আবেদন পড়েছে চারু ও কারুকলা বিষয়ে, মাত্র ৬টি।পুনঃনিরীক্ষণ মানে খাতা নতুন করে মূল্যায়ন নয়। এটি মূলত নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কি না, কোনো প্রশ্ন বাদ পড়েছে কি না, ওএমআর শিটে ভুল হয়েছে কি না ইত্যাদি যাচাইয়ের প্রক্রিয়া। এসব ক্ষেত্রেই নম্বর সংশোধন করা হয়।সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪,৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫,৯৪৪ জন। ভোরের আকাশ/হ.র