রাজধানীতে আবারও বড় শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিলের মাধ্যমে শক্তির জানান দিয়েছে দলটি।বুধবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকি এলাকায় সমাবেশের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর সাইমুম শিল্পীগোষ্ঠীর সদস্যরা পরিবেশন করেন ইসলামি সঙ্গীত।সমাবেশটি সঞ্চালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতারা এ সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।এরপর শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকি থেকে শুরু করে কাকরাইলের দিকে যাত্রা করে। হাজার হাজার মানুষের স্লোগানে প্রকম্পিত হয় নগরীর রাজপথ।মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।প্রসঙ্গত, গত ১৯ জুলাই রাজধানীতে বড় শোডাউন করে জামায়াত। ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে সারাদেশ থেকে লাখ লাখ নেতাকর্মীকে জড়ো করে জামায়াতে ইসলামী।ভোরের আকাশ/এসএইচ
১৩ আগস্ট ২০২৫ ০৯:৪৯ পিএম
বুধবার রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিলের ডাক
‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় এ কর্মসূচি পালন করার কথা জানিয়েছিল জামায়াত।এতে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য রাখবেন বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সে লক্ষ্যে এ কর্মসূচিকে সফল করার জন্য নেতাকর্মী ও নগরবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে দলটি।তবে সোমবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়, অনিবার্য কারণবশত বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত আগামীকাল ১২ আগস্টের বিক্ষোভ সমাবেশ ও মিছিল আগামী ১৩ আগস্ট বুধবার একই সময়ে একই স্থানে অনুষ্ঠিত হবে।ভোরের আকাশ/জাআ
১১ আগস্ট ২০২৫ ১০:২৬ পিএম
সাতকানিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
সাতকানিয়া উপজেলার কেরানীহাটে ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। (১ আগস্ট) শুক্রবার দুপুরে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।চট্টগ্রাম দক্ষিণ ছাত্রশিবিরের নেতৃত্বে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে বক্তারা জুলাই গণহত্যার বিচার দাবি করেন। তারা বলেন, “জুলাই গণহত্যা ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এ ঘটনার সুষ্ঠু বিচার ছাড়া জাতি কখনো দায়মুক্ত হবে না।”বক্তারা আরও অভিযোগ করেন, গণহত্যার শিকার শহীদদের রক্তের ঋণ এখনো পরিশোধ হয়নি। তারা অবিলম্বে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান।বিক্ষোভ মিছিলে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলে উপস্থিতি ছিলেন, চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আসিফুল্লাহ মুহাম্মদ আরমান। ভোরের আকাশ/হ.র
০১ আগস্ট ২০২৫ ১১:২৯ পিএম
গাজীপুরে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গোটা দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানকে বিরুদ্ধে অপপ্রচার, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট এবং বিভিন্ন গুপ্ত সংগঠনের পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাজীপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ জুলাই) বিকেলে গাজীপুর চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে নাওজোড় এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।গাজীপুর মহানগর ছাত্র দলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডের বিপুল সংখ্যক ছাত্রের নেতাকর্মী উপস্থিত ছিলেন।বিক্ষোভ সমাবেশে গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন বলেন, দেশের শিক্ষাঙ্গন ও যুব সমাজকে বিপথগামী করার উদ্দেশ্যে একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে কিছু গুপ্ত সংগঠন। এর মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চলছে।তারা আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়ার এই ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের অপচেষ্টা মোকাবিলায় গাজীপুর মহানগরসহ দেশের সকল জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান-ভিত্তিক ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে।মিরন বলেন, সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া হচ্ছে। এসব অপচেষ্টা গুপ্ত রাজনৈতিক চক্রান্তের অংশ।গাজীপুর মহানগর ছাত্র দলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, দেশজুড়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। বিচারবহির্ভূতভাবে জনতাকে ব্যবহার করে ‘মব জাস্টিস’-এর ঘটনা ঘটছে। ব্যবসা-বাণিজ্যে লুটপাট চলছে, অথচ আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চুপ। সরকারের নির্লিপ্ততায় মানুষের জীবন-সম্পদ আজ নিরাপদ নয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন আবারও সক্রিয় হয়ে উঠছে এবং বিভিন্ন স্থানে অপকর্ম চালাচ্ছে। জুলাই অভ্যুত্থানের ঘটনায় অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা হয়নি, যা প্রশাসনের ব্যর্থতার জ্বলন্ত প্রমাণভোরের আকাশ/এসএইচ
২০ জুলাই ২০২৫ ০৮:৪১ এএম
গাজীপুরে ছাত্রদল নেতা মোমিনুর রহমানের উদ্যোগে বিক্ষোভ মিছিল
সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও অন্তর্বর্তী সরকারের ‘নির্লিপ্ততার’ ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্রতিবাদে গাজীপুরের গাছা থানার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমানের নেতৃত্বে বিশাল এক বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।শুক্রবার (১৮ জুলাই) বিকেলে গাছার বড়বাড়ি মির্জাপুর ফিলিং স্টেশনে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতারা জড়ো হন। পরে একত্রিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বোড বাজার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শুভ দাস, সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, হৃদয় মাহমুদ শুভ, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন হৃদয়,টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক পারভেজ, গাছা মেট্রো থানা ছাত্রদলের সাবেক সদস্য আতিক উল্লাহ খান, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল হক সাগরসহ হাজারো ছাত্রদলের নেতাকর্মীরা।বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতা মোমিনুর রহমান বলেন, আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সৈনিকেরা রাজপথে কঠোর আন্দোলন করার মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়েছিল। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের ছাত্র নেতারা এক সঙ্গে সর্বোচ্চ চেষ্টা করে এই আন্দোলন সংগ্রাম সফল করেছি। কিন্তু ৫ আগস্টের পর থেকে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর আস্ফালন বেড়ে গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে যারা, তারা দেশ ও জনগণের শত্রু।তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগলেও অন্তর্বর্তী সরকার উদাসীন ভূমিকা পালন করছে। বক্তারা এই ‘নীরবতা’র তীব্র প্রতিবাদ জানান।ভোরের আকাশ/এসএইচ
১৯ জুলাই ২০২৫ ০৮:১৯ পিএম
পিরোজপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর আচরণের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ জুলাই) বিকেলে পিরোজপুর পৌরসভার সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার পৌরসভা চত্বরে এসে শেষ হয়। কর্মসূচিতে জেলা বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। উপস্থিত ছিলেন জেলা তাঁতি দলের সভাপতি আলী শেখ, সাধারণ সম্পাদক মানি হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, উপজেলা তাঁতি দলের সভাপতি মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য নওশাদ শেখ এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক।সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, শহীদ জিয়াউর রহমান আমাদের ইতিহাসের গৌরবময় অংশ। তাঁর ছবি নিয়ে কুরুচিপূর্ণ আচরণ রাজনৈতিক শিষ্টাচারবিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননার শামিল। তারেক রহমান গণতন্ত্রের প্রতীক। তাঁর বিরুদ্ধে কটূক্তি মানে দেশের জনগণকে অপমান করা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সমাবেশে নেতৃবৃন্দ আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।ভোরের আকাশ/এসএইচ
১৯ জুলাই ২০২৫ ০৭:০৭ পিএম
গাইবান্ধায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
জুলাই যোদ্ধাদের উপর সন্ত্রাসী হামলা,দেশব্যাপী খুন, ধর্ষণ ও চাঁদাবাজদের বিচার জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার পুনর্বাসন ও আহতদের চিকিৎসা প্রদান দ্রুত 'জুলাই সনদ' ঘোষণা এবং PR পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে গাইবান্ধা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৮ জুলাই) বাদ জুম্মা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের বড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারী বাজারে এসে সমাবেত হয়।উক্ত মিছিল শেষে সমাবেশ বক্তব্যে দেন ইসলামী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সভাপতি মুহাম্মদ শাহাজ উদ্দীন রিয়াদ, সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক বেলাল হোসেন, বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহফুজুর রহমান রাকিব প্রমুখ।ভোরের আকাশ/হ.র
১৯ জুলাই ২০২৫ ১২:০৭ এএম
গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ মিছিল
গোপালগঞ্জে এনসিপির উপর ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এর আগে দলীয় কার্যালয়ে জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার আমীর মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর জেলা আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মো. জহুরুল হক সরকার, সহকারি সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান ও ফয়সাল কবির রানা, শহর জামায়াতের আমীর অধ্যাপক ফেরদৌস আলম, জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম মন্ডল, শহর সেক্রেটারী আবু হাসান নয়া মিয়া, সদর উপজেলা সেক্রেটারি প্রভাষক মো. ওবায়দুল ইসলাম, শিবিরের জেলা সভাপতি রুম্মান ফেরদৌস প্রমূখ।বক্তারা বলেন, যারা বিগত ১৭ বছর ফ্যাসিজম কায়েম করেছিল তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। কিন্তু বছর না যেতেই এই সন্ত্রাসী আওয়ামী সংগঠন কিভাবে অস্ত্র হাতে গোপালগঞ্জে হামলা চালিয়েছে তা উদ্বেগের। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের উপর যে হামলা দেশের গণতন্ত্রের জন্য চরম হুমকি। তাই ফ্যাসিবাদী আগ্রাসনকে রুখে দিতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হবার পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।ভোরের আকাশ/জাআ
১৭ জুলাই ২০২৫ ০৯:৩৭ পিএম
সুনামগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল
জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অবমাননা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কূটক্তি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এক সমাবেশে মিলিত হন নেতৃবৃন্দ।এসময় বক্তারা বলেন, বিএনপি এ দেশের গণমানুষের দল। বিএনপির নেতৃত্বে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে এ দেশ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালাতে বাধ্য হয়েছে।মব সৃষ্টির মাধ্যমে জামায়াত শিবির দেশে নতুন করে অরাজকতা সৃষ্টি করছে। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, সিনিয়র সহসভাপতি সোহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হক, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু প্রমুখ।ভোরের আকাশ/জাআ
১৭ জুলাই ২০২৫ ০৮:৩৭ পিএম
এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে এনসিপি নেতাদের ওপর হামলা এবং ইউএনও ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে পিরোজপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার তালুকদার নেতৃত্বে বিএনপি কার্যলয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদর রোড প্রদক্ষিণ করে বড় মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাহমুদ হাসান শাহিন।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আল ইমরান মনু, দপ্তর সম্পাদক খালিদ হাসানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।ভোরের আকাশ/এসএইচ
১৬ জুলাই ২০২৫ ০৯:০৬ পিএম
দেশব্যাপী বিএনপি'র বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল
সারাদেশে নৃশংস হত্যার সুষ্ঠু তদন্ত, বিচার এবং দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিএনপির নেতা সালাহউদ্দিন সরকারের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ জুলাই) বিকালে বিএনপি নেতা সালাহউদ্দিন সরকারের বাসভবন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে টঙ্গীর কলেজ গেট ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে চেরাগআলী গিয়ে শেষ হয়।সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকার। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, গাজীপুর মহানগর শ্রমিকদের সদস্য সচিব মোমেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মুহাম্মদ আলেক, বিএনপি নেতা সফি খান,জসিম দেওয়ান, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আলী, যুবদল নেতা সৌমিক সরকার, সাবেক বিএনপি নেতা বি.এম শামীম, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমানসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, একটি নির্দিষ্ট মহল স্বাধীনতা-পরবর্তী সময় থেকেই দেশ ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছে। এখনো দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে যদি দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকে, তাহলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যাবসায়ী ও খুলনায় যুবদল নেতাকে নৃশংসভাবে হত্যা এবং চাঁদপুরে ইমামের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।ভোরের আকাশ/এসএইচ